Image
MCQ
1201. বোর্ডের পিঠে হট প্রেসিং পদ্ধতিতে ফরমিকা লাগাতে কত ডিগ্রি তাপমাত্রার দরকার?
৩০০°F
২০০°F
৩৫০°F
২৫০°F
1202. নিচের কোনটি পূর্ণ নির্মিত কাঠ?
পারটেক্স বোর্ড
সানবোর্ড
হার্ডবোর্ড
ভিনিয়ার
1203. নৌকার কাজে সর্বাধিক ব্যবহৃত কাঠ পরিশুদ্ধকরণ পদ্ধতি কোনটি?
স্কুট পরিশুদ্ধকরণ
বাষ্পে পরিশুদ্ধকরণ
ধুয়ার পরিশুদ্ধকরণ
রাসায়নিক পরিশুদ্ধকরণ
1206. টিম্বার বৃক্ষের বেড় নূন্যতম কত মিটার হবে?
০.২
০.৬
0.8
০.৮
1207. ১.৫ কেজি বালির F.M.-2.2 এবং ৫০০ গ্রাম F.M.-2.00 মিশ্রত অবস্থায় বালির F.M.কত?
২.০৫
২.১০
২.১৫
২.২৫
1208. নিচের কোনটি কাঠ সাদৃশ্য সামগ্রী?
প্লাস্টিক বোর্ড
লেমিনেটেড বোর্ড
বেকালাইট বোর্ড
কোনটি নয়
1209. কাটা গাছকে কি ধরনের টিম্বার বলা হয়?
লণ টিম্বার
রাফ টিম্বার
স্ট্যান্ডিং টিম্বার
কোনটি নয়
1210. বাকল অপসারিত গাছের কান্ডকে কি ধরনের টিম্বার বলে?
রাফ টিম্বার
স্ট্যান্ডিং টিম্বার
লগ টিম্বার
কনভার্টেড টিম্বার
1211. হালকা পুরুত্বের কাঠের পাতকে কি বলা হয়?
ব্যাটেন বোর্ড
ভিনিয়া
প্ল্যাউড
পুনঃনির্মিত বোর্ড
1212. পূর্ণ - কোণ পদ্ধতিতে কত তাপে (ফাঃ) সংরক্ষণ করা হয়?
১৯০°F
২১০°F
২০৭°F
১৮০°F
1213. নিচের কোনটি পাটখড়ি থেকে তৈরি?
পারটেক্স
জুটেক্স
সানবোর্ড
লেমিনেটেড বোর্ড
1214. সুন্দরী কাঠের উচ্ছিষ্ট থেকে তৈরি বোর্ডের নাম কি?
সানবোর্ড
হার্ডবোর্ড
ব্যাটেন বোর্ড
কোনটি নয়
1217. পানি ও জিঙ্ক ক্লোরাইডের দ্রবণে টিম্বারের সংরক্ষক হিসাবে কিরূপ স্থানে ব্যবহৃত হয়?
ভিজা স্থানে
পানির নিচের
শুকানো স্থানে
কোনটি নয়
1218. চেরাই করা কাঠকে কি ধরনের টিম্বার বলা হয়?
স্টান্ডিং টিম্বার
লগ টিম্বার
রাফ টিম্বার
কনভার্টেড টিম্বার
1219. বৃক্ষের কোন অংশ থেকে সংগৃহীত কাঠ সর্বোত্তম?
অসারাংশ
সারাং
মজ্জা
কোনটিই নয়
1220. তাপ ও শব্দ অন্তরক হিসাবে কোন বোর্ড ব্যবহৃত হয়?
সানবোর্ড
হার্ডবোর্ড
কর্কবোর্ড
লেমিনেটেড বোর্ড