MCQ
13101. Correct Plural form of Half is:
Halfs
Halffs
Halve
Halves
ব্যাখ্যা: Half-এর শেষে থাকায় plural করার সময় -এর স্থলে বসে এবং তারপর ও যোগ করতে হয়। সুতরাং half এর plural form halves!
13102. Which is the past form of the verb 'wring'?
wrong
wrag
wrung
wringed.
ব্যাখ্যা: Wring (মোচড়ানো; ঘোরানো; পাকানো) verbটির past form এবং past participle form উভয়ই wrung!
13103. The 'zero plural marker' is used in-
canon
mouse
medium
physics
ব্যাখ্যা: যেসব word-এর singular এবং plural একই (যেমন: sheep, fish) সেসব word -কে zero plural marker বলে। এসব word-এর শেষে s/es যুক্ত হয় না। সুতরাং সঠিক উত্তর canon, যার singular এবং plural form একই।
13104. Which is in singular number?
Hypothesis
Media
Agenda
Syllabi
ব্যাখ্যা: Hypothesis' Singular number। এর অর্থ প্রস্তাব বা অনুমান। এর plural হলো hypothesises | Media-এর singular medium, Agenda ও Syllabi-এর singular যথাক্রমে agendum syllabus
13105. Which of the following is a plural form?
datum
phenomena
phenomenon
criterion
ব্যাখ্যা: Option-গুলোর মধ্য plural form হলো phenomena, যার singular form হলো phenomenon। তাছাড়া datum এবং criterion-এর plural form যথাক্রমে data এবং criteria |
13106. 'She has been reading the book since morning.' This is an example of -
past perfect tense
present continuous tense
present perfect tense
present perfect continuous tense
ব্যাখ্যা: Sub + have/has + been + verb + ing + since/for + time হলো present perfect continuous tense-এর structure। সুতরাং প্রদত্ত বাক্যটি present perfect continuous tense-এর উদাহরণ।
13107. The past participle form of the verb 'spread' is -
spreaded
spreaden
spread
spreadened
ব্যাখ্যা: Spread (মেলে দেয়া; মেলে ধরা)-এর past form এবং past participle form হলো spread!
13108. Which one is the singular form of the word 'Alumni'?
Alumnae
Alumnies
Alumnis
Alumnus
ব্যাখ্যা: Alumni (স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী)-এর singular form হলো alumnusi 05. Which is the plural form of the word 'mouse'?
13109. The tense of a verb is mainly related to -
noun
degree
quantity
time
ব্যাখ্যা: Tense শব্দের অর্থ কাল বা সময়। ক্রিয়ার কাল বা tense মূলত সময়ের সাথে সম্পর্কিত। ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে বলে কাল (tense) বা সময়।
13110. The examination - before I reached the hall.
has started
did start
had started
had been started
ব্যাখ্যা: Before conjunction দ্বারা দুটি clause যুক্ত হলে একটি past tense-এ আর অপর clauseটি past perfect tense-এ হবে। সুতরাং সঠিক expression টি হলো had started .
13111. Which one is the plural number?
School
Oxen
Leaf
Mathematics
ব্যাখ্যা: School, leaf, mathematics শব্দ তিনটি singular Oxen শব্দটি Ox এর plural form!
13112. What time-?
does the train leave
the train is leaving
the train leaves
leaves the train
ব্যাখ্যা: Interrogative বাক্যের ক্ষেত্রে auxiliary verb টি sub-এর পূর্বে বসে আর present indefinite tense-এর ক্ষেত্রে do বা does এবং verb-এর base form বসে। সুতরাং শূন্যস্থানের জন্য যথাযথ expression হলো does the train leave .
13113. Which noun is in plural form?
diagnoses
crisis
goose
class
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে plural noun হলো diagnoses, যার singular form হলো diagnosis (রোগ নির্ণয়)। অন্যদিকে option-এর বাকি শব্দগুলো singular যাদের plural form যথাক্রমে crises, geese এবং classes।
13114. The plural form of 'Genus' is-
geniuses
genera
genesis
generous
ব্যাখ্যা: Genus অর্থ প্রাণী বা উদ্ভিদের 'গণ' যার plural হলো genera (Genus Species মিলিয়ে প্রাণী ও উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখা হয়।
13115. The plural of 'Spectrum' is-
Spectra
Spikes
Spectrums
Species
ব্যাখ্যা: Singular noun 'Spectrum (বর্ণচ্ছটা বার্ণালি)-এর plural number হলো spectra
13116. What is the plural of 'Magus'?
Magus
Maguses
Magux
Magi
ব্যাখ্যা: Magus (n)- পুরোহিত এবং Plural number বা বহুবচন হচ্ছে Magi যার অর্থ পুরোহিতমণ্ডলী।
13117. Which one is plural?
Actress
News
Princes
Princess
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে plural শব্দটি হলো princes, যার singular হলো prince (রাজকুমার)। অন্য শব্দগুলো singular number
13118. What is the past participle form of 'Split'?
spoilt
spoiled
split
splitted
ব্যাখ্যা: Split (ভেঙে টুকরো হওয়া বা টুকরো করা)-এর past farm বা past participle একই অর্থাৎ split Split শব্দটিকে past form এবং past participle form করতে রূপের পরিবর্তন করতে হয় না।
13119. . Plural of 'stimulus' is-
stimuli
stimuluses
stimilie
stimulies
ব্যাখ্যা: Stimulus (কর্মপ্রেরণাদায়ক বস্তু বা বিষয়: উদ্দীপক)-এর plural form হলো stimuli
13120. I came home after the rain -
stopped
stop
was stop
had stopped
ব্যাখ্যা: After দ্বারা দুটি clause যুক্ত থাকলে after-এর পরের clauseটি past perfect আর অপর clauselt past indefinite tense এ হয়। সুতরাং শূন্যস্থানে জন্য past perfect tense had stopped বসবে।