EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
13541. 'বাঁধনহারা' কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা?
উপন্যাস
কবিতা
নাটক
ভ্রমণকাহিনী
13542. The plural of the word 'Agendum' is-
Agendas
Agendases
Agendums
Agenda
ব্যাখ্যা: Hints: Agendum-এর plural form হলো agenda (অ্যাজেন্ডা) যার অর্থ আলোচ্যসূচি।
13543. 'পঞ্চনদ' কোন সমাসের উদাহরণ?
বহুব্রীহি
অব্যয়ীভাব
দ্বিগু
ব্যতিহার বহুব্রীহি
13544. নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত একটি পত্রোপন্যাস?
বাঁধনহারা
তাসের দেশ
বসন্ত
অগ্নিবীণা
13545. 'বাঁধনহারা' উপন্যাসের রচয়িতা কে?
নজরুল ইসলাম
মুনীর চৌধুরী
বেগম রোকেয়া
কায়কোবাদ
13546. 'মধুপ' যে সমাসের উদাহরণ-
ব্যতিহার বহুব্রীহি
অব্যয়ীভাব
উপপদ তৎপুরুষ
উপমিত কর্মধারয়
13547. কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ কোনটি?
অগ্নিকোণ
মরুসূর্য
মরুশিখা
রাঙাজবা
13548. নজরুলের প্রথম উপন্যাস কোনটি?
লালসালু
ব্যথার দান
বাঁধনহারা
কোনোটিই নয়
13549. কোনটি দ্বিগু সমাস?
সপ্তাহ
পরিভ্রমণ
আমরণ
মনগড়া
13550. কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?
রিক্তের বেদন
আলেয়া
সর্বহারা
কুহেলিকা
13551. Which one is in plural number?
data
goose
basis
formula
ব্যাখ্যা: Hints: Option গুলোর মধ্যে plural form-এ রয়েছে data শব্দটি। Option-এর অন্যগুলো singular number, যাদের plural form যথাক্রমে geese, bases এবং formulae।
13552. কোনটি দ্বিগু সমাস?
পুরুষসিংহ
চৌরাস্তা
হাটবাজার
কোনোটিই নয়
13553. 'বেতনভোগী' কোন সমাস?
উপপদ তৎপুরুষ
অলুক তৎপুরুষ
নঞ তৎপুরুষ
ষষ্ঠী তৎপুরুষ
13554. 'সপ্তর্ষি' শব্দটি কোন সমাস?
দ্বিগু সমাস
বহুব্রীহি সমাস
তৎপুরুষ সমাস
দ্বন্দ্ব সমাস
13555. কাজী নজরুলের 'চল চল চল' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
সিন্ধু হিন্দোল
দোলন-চাঁপা
ফণি-মনসা
সন্ধ্যা
13556. 'মরুভাস্কর' কার রচনা?
মোজাম্মেল হক
কাজী নজরুল ইসলাম
কায়কোবাদ
ইসমাইল হোসেন সিরাজী
13557. ঢাকার নবাব পরিবারে এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছিলেন?
খেয়াপারের তরণী
আনন্দময়ীর আগমনে
মোহররম
বিজয়িনী
13558. Singular form of 'data' is?
dat
datas
none
datum
ব্যাখ্যা: Hints: Data (তথ্য)-এর singular form হলো datum।
13559. Which one is in singular number?
lice
errata
phenomenon
mice
ব্যাখ্যা: Hints: Option-গুলোর মাঝে singular number হলো phenomenon, যার plural form হলো phenomena অপশনের বাকি তিনটি শব্দ plural যাদের singular number যথাক্রমে louse, erratum এবং mouse।
13560. 'ত্রিভুজ' কোন সমাস?
বহুব্রীহি
দ্বন্দ্ব
তৎপুরুষ
দ্বিগু