EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
13601. কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য-
অগ্নিবীণা
ভাঙার গান
বিষের বাঁশি
সিন্ধু-হিন্দোল
13602. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
কায়কোবাদ
চন্দ্রাবতী
13603. সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ-
সর্বহারা
প্রলয়শিখা
জিঞ্জির
সাম্যবাদী
13604. 'অগ্নিবীণা' কাব্যের কবিতা সংখ্যা-
১২
১৯
১৪
১৭
13605. 'বিদ্রোহী' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
অগ্নিবীণা
দোলন-চাঁপা
বিষের বাঁশি
বাঁধনহারা
13606. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্য নিষিদ্ধ হয়?
বিদ্রোহী
প্রলয়োল্লাস
আনন্দময়ীর আগমনে
রক্তাম্বরধারিণী মা
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'ধুমকেতুর' সেপ্টেম্বর সংখ্যায় রাজনৈতিক কবিতা 'আনন্দময়ীর আগমনে' প্রকাশিত হলে পত্রিকার এ সংখ্যা নিষিদ্ধ হয়। এ কবিতা রচনার জন্য কবিকে ব্রিটিশ সরকার ১ বছর কারাদণ্ড দেন। 'অগ্নিবীণা' কাব্যটি কখনো নিষিদ্ধ হয়নি। এ কাব্যের 'রক্তাম্বরধারিনী মা' কবিতাটি নিষিদ্ধ হয়।
13607. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় 'কালাপাহাড়' কে স্মরণ করেছেন কেন?
ব্রাহ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
প্রাচীন বাংলার বিদ্রোহী ছিলেন বলে
ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
ব্যাখ্যা:
13608. What is the plural form of the word 'louse'?
louses
lice
lices
licess
ব্যাখ্যা: Hints: কতগুলো noun (mouse, goose, louse)-এর মধ্যবর্তী vowel পরিবর্তন করে plural করা হয়। সুতরাং louse (উকুন)-এর plural form হলো lice।
13609. বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত?
চুরুলিয়া
দরিরামপুর
শান্তিডাঙ্গা
13610. Which one of the following words is in singular form?
agenda
oases
radius
formulae
ব্যাখ্যা: Hints: প্রদত্ত option গুলোর মধ্যে singular form হলো radius, যার plural radiuses/radii Option-এর বাকি তিনটি শব্দ plural, যাদের singular form গুলো হলো যথাক্রমে agendum, oasis এবং formula।
13611. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ-
বিষের বাঁশি
অগ্নিবীণা
বিদ্রোহী
রুবাইয়াৎ-ই-হাফিজ
13612. What is the plural number of 'ovum'?
ovams
ovumes
ovums
ova
ব্যাখ্যা: Hints: -এর বাংলা অর্থ ডিম্বাণু আর ovum-এর plural form হলো ova।
13613. কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যটি প্রকাশিত হয়-
১৯২০
১৯২১
১৯২২
১৯২৩
13614. কোন কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যের নয়?
প্রলয়োল্লাস
রণভেরী
ধূমকেতু
যৌবনের গান
13615. 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের রচয়িতার নাম কী?
কাজী নজরুল ইসলাম
হুমায়ূন আহমেদ
রবীন্দ্রনাথ ঠাকুর
জসীমউদ্দীন
13616. বাংলাদেশের জাতীয় কবি কে?
কাজী নজরুল ইসলাম
বেনজীর আহমেদ
জসীমউদ্‌দীন
শামসুর রাহমান
13617. 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা-
অগ্রপথিক
প্রলয়োল্লাস
বিদ্রোহী
ধূমকেতু
13618. নজরুলের 'বিদ্রোহী' কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়?
সাপ্তাহিক বিজলীতে
মাসিক মোসলেম ভারতে।
দৈনিক ছোলতানে
দৈনিক নবযুগে
13619. কাজী নজরুল ইসলাম কোন সালে সাহিত্যে একুশে পদক পান?
১৯৭৬
১৯৭৮
১৯৭৭
১৯৭৯
13620. . 'বিদ্রোহী' কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়েছে?
১৯২৩ সন
১৯১৯ সন
১৯২১ সন
১৯১৮ সন