MCQ
13641. 'এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গভরা'। এ বাক্যে 'রঙ্গভরা' কোন সমাস?
কর্মধারয়
বহুব্রীহি
তৎপুরুষ
অব্যয়ীভাব
13642. 'সংখ্যালঘু' শব্দটি কোন সমাস?
তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
দ্বিগু
13643. 'তিমির হননের কবি' উপাধিটি কার?
জীবনানন্দ দাশ
শামসুর রাহমান
কাজী নজরুল ইসলাম
আবদুল কাদির
13644. 'প্রিয়ংবদা' শব্দটি কোন সমাস?
বহুব্রীহি
উপপদ তৎপুরুষ
রূপক কর্মধারয়
ষষ্ঠী তৎপুরুষ
13645. 'পকেটমার' কোন সমাসের উদাহরণ?
পঞ্চমী তৎপুরুষ
উপপদ তৎপুরুষ
প্রাদি সমাস
বহুব্রীহি সমাস
13646. 'পৌরসভা' কোন তৎপুরুষ সমাস?
ষষ্ঠী
চতুর্থী
তৃতীয়া
দ্বিতীয়া
13647. 'মৃগশিশু' শব্দটির ব্যাসবাক্য কোনটি-
মৃগের শিশু
শিশুরূপ মৃগ
মৃগীর শিশু
শিশুর যে মৃগ
13648. কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ?
প্রতিবাদ
বিলাত ফেরত
উপগ্রহ
ছেলেধরা
13649. "চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা" কোন কবির রচনা?
সত্যেন্দ্রনাথ দত্ত
সৈয়দ শামসুল হক
সুকান্ত ভট্টাচার্য
জীবনানন্দ দাশ
13650. সমাস নির্ণয় করুন:
অব্যয়ীভাব
নঞ তৎপুরুষ
উপপদ তৎপুরুষ
নিত্য সমাস
13651. সমাস নির্ণয় করুন: 'ধানের ক্ষেত'-
ষষ্ঠী তৎপুরুষ
বহুব্রীহি
কর্মধারয়
অব্যয়ীভাব
13652. জীবনানন্দ দাশের কাব্যে ব্যবহৃত 'শঙ্খমালা' হলো-
রূপকথার চরিত্র
পূর্বপরিচিতা নারী
রোমান্টিক কবিকল্পনা
কবির জীবনদেবতা
13653. 'সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে' কবিতাংশটি কার লেখা?
জীবনানন্দ দাশ
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
আল মাহমুদ
13654. "পাখীর নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন" এখানে 'নীড়' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
নান্দনিক
রহস্যময়
আশ্রয়
পাখির বাসা
13655. 'চুলে-কাঁটা' যৌগিক পদটি কোন সমাসে নিষ্পন্ন?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অলুক তৎপুরুষ
13656. কোনটি উপপদ তৎপুরুষ সমাস?
বিষমাখা
খেচর
সজল
তেমাথা
13657. 'রাজপথ' এর ব্যাসবাক্য কোনটি হবে?
পথের রাজা
রাজার পথ
রাজা নির্মিত পথ
রাজাদের পথ
13658. 'পুষ্পসৌরভ' কোন সমাসের উদাহরণ?
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
বহুব্রীহি
13659. 'বিস্ময়াপন্ন' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
বিস্ময় দ্বারা আপন্ন
বিস্ময়ে আপন্ন
বিস্ময়কে আপন্ন
বিস্ময়ে যে আপন্ন
13660. ."...কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে।" কবিতাংশটি কোন কবির রচনা?
বিষ্ণু দে
যতীন্দ্রমোহন বাগচী
জীবনানন্দ দাশ
কামিনী রায়