MCQ
13661. উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয়, তাকে কোন সমাস বলে?
উপমান
উপমিত
কর্মধারয়
উপপদ তৎপুরুষ
13662. 'বেতমিজ' কোন তৎপুরুষ সমাস?
৬ষ্ঠী
২য়া
৩য়া
নঞ
13663. 'বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর' কার লেখা?
মধুসূদন দত্ত
জসীমউদদীন
জীবনানন্দ দাশ
সত্যেন্দ্রনাথ দত্ত
13664. 'মহাপৃথিবী' কাব্যগ্রন্থ কার লেখা?
বিষ্ণু দে
বুদ্ধদেব বসু
জীবনানন্দ দাশ
জসীমউদ্দীন
13665. 'অর্ধচন্দ্র' কোন সমাস?
বহুব্রীহি
দ্বন্দ্ব
তৎপুরুষ
কর্মধারয়
13666. জীবনানন্দ দাশের 'রূপসী বাংলা' কিসের পরিচায়ক?
স্বদেশপ্রীতি ও নিসর্গময়তা
জীবনবোধ ও সজীবতা
অপরাজেয় যৌবনের উদ্দমতা
সংস্কৃতি ও ঐতিহ্য চেতনা
13667. 'ভোটাধিকার' কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
দ্বন্দ্ব
13668. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
ঝরা পালক
অর্কেস্ট্রা
সাতটি তারার তিমির
মহাপৃথিবী
13669. সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি" কোন কবি" বলেছিলেন?
সুকান্ত ভট্টাচার্য
বুদ্ধদেব বসু
জীবনানন্দ দাশ
কামিনী রায়
13670. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
ধূসর পাণ্ডুলিপি
বেলা শেষের গান
ঝরা পালক
মহাপৃথিবী
13671. 'বনলতা সেন' কার রচনা?
সমর সেন
জলধর সেন
অতুলপ্রসাদ সেন
জীবনানন্দ দাশ
13672. জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থের নাম--
ধূসর পাণ্ডুলিপি
নাম রেখেছি কোমল গান্ধার
অন্ধকারে একা
একক সন্ধ্যায় বসন্ত
13673. জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নাম-
রূপসী বাংলা
ছাড়পত্র
বনলতা সেন
ভণ্ডসাধু
13674. 'আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে' কোন কবির কবিতা থেকে নেওয়া?
মধুসূদন দত্ত
জীবনানন্দ দাশ
রবীন্দ্রনাথ ঠাকুর
গিরিশচন্দ্র সেন
13675. জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?
ধূসর পাণ্ডুলিপি
ঝরা পালক
কবিতার কথা
দুর্দিনের যাত্রী
13676. 'বেলা অবেলা কালবেলা' কার লেখা?
আল মাহমুদ
সুনীল গঙ্গোপাধ্যায়
রফিক আজাদ
জীবনানন্দ দাশ
13677. 'হরবোলা' কোন সমাস?
দ্বিগু
বহুব্রীহি
উপপদ তৎপুরুষ
কর্মধারয়
13678. 'রূপসী বাংলা' গ্রন্থটি কে রচনা করেন?
জীবনানন্দ দাশ
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
এয়াকুব আলী চৌধুরী
13679. বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি ১৯৪২ খ্রিষ্টাব্দে এডগার এলেন পো রচিত 'টু হেলেন' কবিতা থেকে কোন কবিতাটি রচনা করেন?
জন্মই আমার আজন্ম পাপ
প্রেমাংশুর রক্ত চাই
নোলক
বনলতা সেন
13680. কোনটি উপন্যাস নয়?
হাঁসুলী বাঁকের উপকথা
পথের পাঁচালী
দিবারাত্রির কাব্য
কবিতার কথা