Image
MCQ
13621. বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন সালে?
১৩০৬
১৩০৯
১৩০৮
১৩০৩
13622. কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত?
আজিমপুরের কবরস্থানে
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে
বনানীতে
13623. কাজী নজরুল ইসলামের জন্মসন-
১৮৬১
১৮৯৯
১৮৭৬
১৮৮৬
13624. কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন?
১৯৭৬ সালে
১৯৭৪ সালে
১৯২৬ সালে
১৯৬২ সালে
13625. কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়?
১৯৭২ সালে
১৯৭৪ সালে
১৯৭৩ সালে
১৯৭৫ সালে
13626. 'ধূমকেতু' কার ছদ্মনাম?
রবীন্দ্রনাথ ঠাকুর
জসীমউদ্দীন
কাজী নজরুল ইসলাম
গোলাম মোস্তফা
13627. কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি?
১১ জ্যৈষ্ঠ
১২ ভাদ্র
২২ শ্রাবণ
২৫ বৈশাখ
13628. কাজী নজরুল ইসলামের জীবনকাল কোনটি
১৮২৪-১৮৭৩ খ্রি.
১৮৫৬-১৯৩৭ খ্রি.
১৮৬১-১৯৪১ খ্রি.
১৮৯৯-১৯৭৬ খ্রি.
13629. 'আবার আসিব ফিরে' কবিতাটির রচয়িতা কে?
আল মাহমুদ
জীবনানন্দ দাশ
কালিদাস রায়
সুকান্ত ভট্টাচার্য
13630. 'ঝরাপালক' কাব্যগ্রন্থ কে রচনা করেছেন?
রবীন্দ্রনাথ ঠাকুর
জীবনানন্দ দাশ
জসীম উদ্‌দীন
আহসান হাবীব
13631. ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে-
১৯৭৫ সালে
১৯৭৩ সালে
১৯৭৪ সালে
১৯৭৬ সালে
13632. 'ঘোড়ার ডিম' কোন সমাসের উদাহরণ?
অলুক তৎপুরুষ
উপপদ তৎপুরুষ সমাস
নিত্য সমাস
প্রাদি সমাস
13633. 'আকাশনীলা' কবিতার রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
সুফিয়া কামাল
জীবনানন্দ দাশ
কাজী নজরুল ইসলাম
13634. বাংলা কাব্যের 'চিত্ররূপময়' কবি-
রবীন্দ্রনাথ ঠাকুর
শামসুর রাহমান
জীবনানন্দ দাশ
বুদ্ধদেব বসু
13635. Identify the word which remains the same in its plural form-
aircraft
intention
mouse
thesis
13636. ধানসিঁড়ি কিসের নাম?
ধানের
শহরের
গ্রামের
নদীর
13637. কাজী নজরুল ইসলামের জন্মস্থান-
কুমিল্লা
ত্রিশাল
বর্ধমান
চট্টগ্রাম
13638. 'আবার আসিব ফিরে' কবিতাটি জীবনানন্দ দাশ এর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
রূপসী বাংলা
বনলতা সেন
ঝরা পালক
ধূসর পাণ্ডুলিপি
13639. 'কলুর বলদ' কোন সমাস?
উপপদ তৎপুরুষ
অলুক তৎপুরুষ সমাস
মধ্যপদলোপী কর্মধারয়
উপমিত কর্মধারয়
13640. 'ঘোড়াড্ডিম' কোন জাতীয় শব্দ?
সমাসবদ্ধ
সন্ধি বিচ্ছেদজাত
পদপ্রকরণ
তৎসম শব্দ