Image
MCQ
19001. 'ধৃষ্ট' এর বিপরীত শব্দ কোনটি?
মুক্ত
নিরীহ
দুষ্ট
বিনয়ী
19002. 'বিরল' এর বিপরীতার্থক রূপ হলো-
ব্যতিক্রম
সুলভ
সরল
বিশেষ
19003. 'নিরাকার' শব্দের বিপরীত শব্দ-
একাকার
সাকার
হাহাকার
আকার
19004. 'সৃষ্টি' শব্দের বিপরীত শব্দ কোনটি?
কৃষ্টি
সংহার
ব্যষ্টি
হাল
19005. পাথফাইন্ডার-এর মঙ্গলে অবতরণ সাল-
১৯৯০
১৯৯৫
১৯৯৭
২০০০
19006. 'সফেদ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
শুভ্র
নিকষ
লোহিত
নীলিমা
19007. 'আস্থা' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
অনাস্থা
অনিচ্ছা
অনিষ্ট
অনাচার
19008. আইনস্টাইন নোবেল পুরস্কার পান-
আপেক্ষিক তত্ত্বের উপর
মহাকর্ষীয় ধ্রুবক আবিষ্কারের জন্য
কৃষ্ণগহবর আবিষ্কারের জন্য
আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য
19009. কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
পুকুরের পানিতে
লেকের পানিতে
নদীর পানিতে
সাগরের পানিতে
19010. নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য?
COD > BOD
COD < BOD
COD = BOD
উপরের কোনোটিই নয়
19011. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
গ্লিসারিন
ফিটকিরি
সোডিয়াম ক্লোরাইড
ক্যালসিয়াম কার্বোনেট
19012. নিচের কোন বিপরীত শব্দজোড় অশুদ্ধ?
অন্তরঙ্গ-বহিরঙ্গ
উত্তম-মধ্যম
আবশ্যিক-ঐচ্ছিক
শুষ্ক-সিক্ত
19013. 'ব্যর্থ' শব্দের বিপরীতার্থক-
সার্থক
স্বার্থক
পরার্থ
অপর্থ
19014. মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?
৭ দিন
৩০ দিন
১৮০ দিন
উপরের কোনোটিই নয়
19015. বিপরীতার্থক শব্দের ক্ষেত্রে নিচের কোনটি ভুল?
অমৃত-গরল
তস্কর-সাধু
কৃশ-স্কুল
অর্বাচীন-আধুনিক
19016. 'অনুরাগ' শব্দের বিপরীত-
বিতরাগ
বিরাগ
রাগহীন
অনুরাগহীন
19017. 'দাতা' শব্দের বিপরীত শব্দ কোনটি?
দাত্রী
দানকারী
গ্রহীতা
গৃহিতা
19018. 'নৈসর্গিক' এর বিপরীতার্থক শব্দ-
প্রাকৃতিক
কৃত্রিম
রাত্রিকালীন
দিবাকালীন
19019. সূর্যের নিকটতম নক্ষত্রের নাম-
ভেগা
প্রক্সিমা সেন্টাউরি
আলফা সেন্টাউরি A
আলফা সেন্টাউরি B
19020. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
স্ট্রাটোমণ্ডল
ট্রপোমণ্ডল
মেসোমণ্ডল
তাপমণ্ডল