MCQ
41. বছরের সবচেয়ে বড়দিন কোনটি?
২০ জুন
২২ জুন
২১ জুন
২৩ জুন
42. কোন জেলার সাথে মিয়ানমারের সীমান্ত আছে?
কুমিল্লা
বান্দরবান
ফেনী
চট্টগ্রাম
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বাংলাদেশ কোস্ট গার্ড-২০২০
coast guard-2020
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশের মোট ৩২টি সীমান্তবর্তী জেলার মধ্যে ভারতের সাথে সীমান্ত রয়েছে ৩০টি জেলার এবং মিয়ানমারের সাথে সীমান্তবর্তী ৩টি জেলা (রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার)।
43. এশিয়া প্যাসিফিক রিজিয়ন হতে কোন দেশ ২০২০- ২০২২ সালের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে?
জাপান
বাংলাদেশ
দক্ষিণ কোরিয়া
ভারত
44. ঘোষ মহাপ্রাণ ধ্বনি কোনটি?
ছ
জ
ঝ
ট
45. জনসংখ্যার হিসেবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
বাংলাদেশ
শ্রীলংকা
ভারত
পাকিস্তান
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বাংলাদেশ কোস্ট গার্ড-২০২০
coast guard-2020
ব্যাখ্যা: ব্যাখ্যা: জনসংখ্যার দিক দিয়ে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত, যার বর্তমান জনসংখ্যা ১৩৮ কোটি। অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা ২২.০৯ কোটি, বাংলাদেশের জনসংখ্যা ১৬.৮২ কোটি এবং শ্রীলংকার জনসংখ্যা ২.১৪ কোটি।
46. 'ফণী' ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল কোন কোন দেশে?
ভারত ও বাংলাদেশ
ভারত ও শ্রীলংকা
বাংলাদেশ ও মিয়ানমার
মিয়ানমার ও থাইল্যান্ড
47. রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র কোথায়?
কক্সবাজার
বাগেরহাট
ভোলা
খুলনা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বাংলাদেশ কোস্ট গার্ড-২০২০
coast guard-2020
ব্যাখ্যা: ব্যাখ্যা: সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে পশুর নদীর তীরে বাগেরহাট জেলার রামপালে অবস্থিত কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এটি ভারত এবং বাংলাদেশের যৌথ বিদ্যুৎ প্রকল্প।
48. সাঙ্গু গ্যাসক্ষেত্রটি কোথায় অবস্থিত?
কুমিল্লা
ভোলা
সিলেট
বঙ্গোপসাগর
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বাংলাদেশ কোস্ট গার্ড-২০২০
coast guard-2020
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'সাঙ্গু' বাংলাদেশের সাগর বক্ষে অবস্থিত প্রথম ও একমাত্র গ্যাসক্ষেত্র। ১৯৯৬ সালে আবিষ্কৃত এ গ্যাসক্ষেত্রটির অবস্থান চট্টগ্রামের সলিমপুর থেকে ৫০ কিলোমিটার দূরত্বে বঙ্গোপসাগরে।
49. 'রামসার এলাকা' ভুক্ত স্থান কোনটি?
টাঙ্গুয়ার হাওর
বনি বাওর
রাউয়াছড়া বরাল
চলন বিল
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বাংলাদেশ কোস্ট গার্ড-২০২০
coast guard-2020
ব্যাখ্যা: ব্যাখ্যা: রামসার কনভেনশনের অধীনে এখন পর্যন্ত বাংলাদেশের ২টি স্থানকে 'রামসার এলাকা' হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ দুটি এলাকা হলো টাঙ্গুয়ার হাওর এবং সুন্দরবন রিজার্ভ ফরেস্ট।
50. জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
পূর্ব তিমুর
কঙ্গো
দক্ষিণ সুদান
কসোভো
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বাংলাদেশ কোস্ট গার্ড-২০২০
coast guard-2020
ব্যাখ্যা: ব্যাখ্যা: জাতিসংঘের বর্তমান সদস্য দেশের সংখ্যা ১৯৩টি। সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান ১৪ জুলাই ২০১১ সালে সদস্যপদ লাভ করে।
51. ফালুজা কোন দেশের সাথে সম্পর্কিত?
ইরান
ইরাক
লিবিয়া
ওমান
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বাংলাদেশ কোস্ট গার্ড-২০২০
coast guard-2020
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইরাকের রাজধানী বাগদাদের প্রায় ৯ কিলোমিটার পশ্চিমে আল আনবার প্রদেশের একটি শহর হলো 'ফালুজা'। এটি মসজিদের শহর হিসেবে বেশি পরিচিত।
52. এশিয়া মহাদেশের অন্তর্গত সর্বশেষ স্বাধীন দেশ কোনটি?
বাংলাদেশ
পূর্ব তিমুর
সিঙ্গাপুর
তাইওয়ান
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বাংলাদেশ কোস্ট গার্ড-২০২০
coast guard-2020
ব্যাখ্যা: ব্যাখ্যা: এশিয়া মহাদেশে অবস্থিত দেশসমূহের মধ্যে সর্বশেষ স্বাধীনতা লাভকারী দেশ পূর্ব তিমুর। দেশটি স্বাধীনতা লাভ করে ২০০২ সালের ২০ মে। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে ১৬ ডিসেম্বর ১৯৭১, সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করে ৩১ আগস্ট ১৯৬৩ এবং তাইওয়ান চীন প্রজাতন্ত্রের একটি প্রদেশ, যা এখনও স্বাধীনতা লাভ করেনি।
53. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত ছাড়াও কোন দেশটি ব্যাপকভাবে সহযোগিতা করেছে?
চীন
রাশিয়া
নেপাল
শ্রীলংকা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বাংলাদেশ কোস্ট গার্ড-২০২০
coast guard-2020
ব্যাখ্যা: ব্যাখ্যা: মুক্তিযুদ্ধে রাশিয়া ও ভারতের সামরিক, কূটনৈতিক ও রাজনৈতিক সহযোগিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
54. বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী প্রতিষ্ঠান কোনটি?
বিশ্বব্যাংক
এডিবি
আইএমএফ
জাইকা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বাংলাদেশ কোস্ট গার্ড-২০২০
coast guard-2020
ব্যাখ্যা: ব্যাখ্যা: বাংলাদেশ উন্নয়ন ফোরাম হলো বিভিন্ন উন্নয়ন অংশীদার, জাতীয় ও আন্তর্জাতিক এনজিওসহ উন্নয়ন কার্যক্রমের সাথে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যকর সংলাপের একটি প্লাটফর্ম, যা পরিচালিত হয় অর্থ- মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কর্তৃক।
55. কোন তারিখে মুজিবনগর দিবস পালন করা হয়?
১৫ ডিসেম্বর
১৫ আগস্ট
১৪ ডিসেম্বর
১৭ এপ্রিল
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বাংলাদেশ কোস্ট গার্ড-২০২০
coast guard-2020
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯১৭ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে মেহেরপুর জেলার মুজিবনগরে। আর তাই ১৭ এপ্রিল বাংলাদেশে পালিত হয় মুজিবনগর দিবস হিসেবে। অন্যদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়।
56. 'বিন্দু বিসর্গ' কোন শ্রেণির গ্রন্থ?
উপন্যাস
কাব্য
আত্মজীবনী
নাটক
57. 'কারাগারের রোজনামচা' বইটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কত সালের বন্দি জীবনের অভিজ্ঞতা লিপিবদ্ধ করা হয়েছে?
১৯৬০-১৯৬২ সাল
১৯৬২-১৯৬৪ সাল
১৯৬৩-১৯৬৫ সাল
১৯৬৬-১৯৬৯ সাল
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বাংলাদেশ কোস্ট গার্ড-২০২০
coast guard-2020
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ১৭ মার্চ ২০১৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর দ্বিতীয় গ্রন্থ 'কারাগারের রোজনামচা' প্রকাশিত হয়। বইটিতে বঙ্গবন্ধুর ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত কারাগারে অবস্থানকালের স্মৃতি স্থান পেয়েছে।
58. জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কোন পুরস্কার প্রদান করা হয়?
স্বাধীনতা পুরস্কার
একুশে পদক
বাংলা একাডেমির পদক
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বাংলাদেশ কোস্ট গার্ড-২০২০
coast guard-2020
ব্যাখ্যা: ব্যাখ্যা: জাতীয় কবি কাজী ইসলামকে বাংলাদেশ সরকার ১৯৭৬ সালে 'একুশে পদক' প্রদান করে। ভারত সরকার ১৯৬০ সালে কবিকে 'পদ্মভূষণ' পদকে ভূষিত করে।
59. 'শূন্যপুরাণ' কার রচনা?
রামাই পন্ডিত
বৃন্দাবন দাস
লোচন দাস
গোবিন্দ দাস
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বাংলাদেশ কোস্ট গার্ড-২০২০
coast guard-2020
ব্যাখ্যা: ব্যাখ্যা: 'শূন্যপুরান' রামাই পন্ডিত রচিত গদ্যপদ্য মিশ্রিত একটি চম্পুকাব্য। এটি ধর্মীয় তত্ত্বের গ্রন্থ।
60. নিচের কোনটি উপন্যাস নয়?
খোয়াবনামা
জননী
বলাকা
শেষের কবিতা
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
বাংলাদেশ কোস্ট গার্ড-২০২০
coast guard-2020
ব্যাখ্যা: ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর 'বলাকা' 'কাব্যগ্রন্থের গতিবাদের কথা ব্যক্ত রচয়িতা। এ কাব্যে তিনি করেছেন। তার রচিত আরও কয়েকটি কাব্য হলোঃ চিত্রা, মানসী, সোনার তরী।