Image
MCQ
381. Supercomputer, mainframe-এর চেয়ে-
কম শক্তিশালী
বেশি শক্তিশালী
সমান শক্তিসম্পন্ন
কোনোটিই সত্য নয়
382. দুই ইনপুটবিশিষ্ট অর (OR) গেইট-এর আউটপুট শূন্য হয় যখন - হয়।
উভয় ইনপুটই শূন্য
যে-কোনো একটি ইনপুট শূন্য
উভয় ইনপুট '1'
যে-কোনো একটি ইনপুট '1'
383. দুই ইনপুট-বিশিষ্ট NAND gate-এর output '0' হবে যখন input-সমূহের-
একটি 1 এবং অপরটি '০' হয়
দুটিই '0' হয়
দুটিই ' 1 ' হয়
খ অথবা গ
384. পুনঃপুন যোগের মাধ্যমে গুণের উপায় উদ্ভাবন করেন-
লাইবনিৎস
প্যাস্কেল
শিকার্ড
এডা
386. নিম্নের কোনটির স্পিড সবচেয়ে বেশি?
ক্যাশ মেমরি
মেইন মেমরি
ভার্চুয়াল মেমরি
চৌম্বক মেমরি
392. Computer-এর প্রধান Memory, Microprocessor- এর ভেতরে থাকে, কথাটি-
সত্য
মিথ্যা
দুটোই হতে পারে
কোনোটিই সত্য নয়
400. তথ্যপ্রযুক্তির জন্য অপরিহার্য-
উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা
উন্নত মুদ্রণযন্ত্র
অনুবাদক প্রোগ্রাম
কোনোটিই নয়