MCQ
381. বিসিডি কোডে বিটের সংখ্যা-
২টি
৪টি
৮টি
১৬টি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: BCD শব্দের অর্থ বাইনারি কোডেড ডেসিমেল। এটিকে 8421 কোডও বলা হয়। যে ডেসিমেল সংখ্যার BCD কোড নির্ণয় করতে হবে তার প্রত্যেকটি অঙ্ককে চার বিটের বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়।
382. এক কিলোবাইটে বিটের সংখ্যা-
১০০টি
১০২৪টি
১০০০টি
১০০০ × ৮টি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: : ৮টি বিটকে এক বাইট বলা হয়, যেমন-
৮ বিট = ১ বাইট
১০২৪ বাইট = ১ কিলোবাইট
১০২৪ কিলোবাইট = ১ মেগাবাইট
১. ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট
১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট।
383. তথ্যপ্রযুক্তির জন্য অপরিহার্য-
উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা
উন্নত মুদ্রণযন্ত্র
অনুবাদক প্রোগ্রাম
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট, যা মূলত তৈরি হয়। বিভিন্ন ইলেকট্রনিক উপাদান দিয়ে, যেমন- রেজিস্টর, ক্যাপাসিটর ডায়োড, ট্রানজিস্টর ইত্যাদি।
384. দুই ইনপুটবিশিষ্ট অর (OR) গেইট-এর আউটপুট শূন্য হয় যখন - হয়।
উভয় ইনপুটই শূন্য
যে-কোনো একটি ইনপুট শূন্য
উভয় ইনপুট '1'
যে-কোনো একটি ইনপুট '1'
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: দুই ইনপুটবিশিষ্ট অর (OR) গেইট-এর আউটপুট শূন্য হয় যখন উভয় ইনপুটই শূন্য হয়।
385. কোনটি ইউনিভার্সাল যুক্তি গেইট?
এন্ড গেইট
ন্যান্ড গেইট
নট গেইট
এক্স-অর গেইট
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: যে-সকল লজিক গেইট-এর সাহায্যে মৌলিক গেইট তিনটির অপারেশন সমাধান করা যায়, তাকে ইউনিভার্সাল লজিক গেইট বলে। ইউনিভার্সাল লজিক গেইট ২ প্রকার- NAND gate and NOR gate |
386. Static RAM-এর Packing density Dynamic RAM-এর চেয়ে-
বেশি
সমান
কম
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: কোনোটিই সত্য নয়
387. নিম্নের কোনটির স্পিড সবচেয়ে বেশি?
ক্যাশ মেমরি
মেইন মেমরি
ভার্চুয়াল মেমরি
চৌম্বক মেমরি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: ক্যাশ মেমরি : প্রধান মেমরির কাজের গতি বৃদ্ধির জন্য প্রসেসর ও প্রধান মেমরির অন্তর্বর্তী স্থানে স্থাপিত বিশেষ ধরনের স্মৃতিকে ক্যাশ মেমরি বলে।
388. যুক্তি অ্যালজেবরার উদ্ভাবক কে?
জর্জ বুল
প্যাস্কেল
নিউটন
এডা আগাস্টা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: যুক্তি অ্যালজেবরার উদ্ভাবক হলেন প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল। জর্জ বুল সর্বপ্রথম গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন এবং গণিত ও যুক্তির উপর ভিত্তি করে এক ধরনের অ্যালজেবরা তৈরি করেন, যাকে বুলিয়ান অ্যালজেবরা বলে।
389. নিচের Boolean equation-এর কোনটি সত্য?
A.1 = A
A.1 = 1
A.1 = 0
কোনোটাই সত্য নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: if, A = 0
.: A. 1
এবং, if A = 1
A.1 = 1.1
= 1 = A
0.1 = 0 = A
390. বাইনারি 10000-কে ২-এর কমপ্লিমেন্ট করলে পাওয়া যায়।
00001
01111
11111
10000
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: 10000- এর 1' s কমপ্লিমেন্ট = 01111 ..
এর 2's কমপ্লিমেন্ট = 01111
+1
= 10000
391. Supercomputer, mainframe-এর চেয়ে-
কম শক্তিশালী
বেশি শক্তিশালী
সমান শক্তিসম্পন্ন
কোনোটিই সত্য নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: সুপার কম্পিউটার হলো সর্বাধিক শক্তিশালী, সর্বোচ্চ দ্রুতগতিসম্পন্ন ও অত্যন্ত ব্যয়বহুল একটি কম্পিউটার। এটি কোনো একটি বিশেষ কাজের
জন্য তৈরি করা হয়।
392. কোনটি আলফানিউমেরিক কোড?
হেক্সাডেসিমেল
বিসিডি
অকট্যাল
এসকি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: আলফানিউমেরিক কোড (0-9, A-Z, a-z ! @ # % ^ f * +- ( )..) ইত্যাদি বর্ণের দ্বারা গঠিত কোড। এই কোডকে প্রিন্টেবল কোডও বলা হয়। মানুষের তথ্য ও যোগাযোগের উন্নয়নের জন্য এই কোড সাজানো হয়েছে।
393. ডি-মরগ্যান উপপাদ্য অনুযায়ী (A+B+C) ̅ =?
A ̅ . B ̅. C ̅
ABC
A + BC
AB + C
394. Static RAM-এর Packing density Dynamic RAM-এর চেয়ে-
বেশি
সমান
কম
কোনোটিই সত্য নয়
395. ডি-মরগ্যান উপপাদ্য অনুযায়ী (A.B) ̅ =?
A+B
A
A.B
A ̅ + B ̅
396. দুই ইনপুট-বিশিষ্ট NAND gate-এর output '0' হবে যখন input-সমূহের-
একটি 1 এবং অপরটি '০' হয়
দুটিই '0' হয়
দুটিই ' 1 ' হয়
খ অথবা গ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: দুই ইনপুটবিশিষ্ট NAND gate-এর Output '0' হবে যখন সমূহের input- দুটিই হাই (1) হবে।
397. পুনঃপুন যোগের মাধ্যমে গুণের উপায় উদ্ভাবন করেন-
লাইবনিৎস
প্যাস্কেল
শিকার্ড
এডা
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার বলা হয়
অ্যাডা লাভলেসকে।
398. 1+1+1-এর বাইনারি যোগফল-
111
10
11
110
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: 1 + 1 + 1 - এর যোগফল, প্রথমে 1+1 যোগ করলে 10 হয়, 10
পরে, +1/11
399. Primary memory-এর Speed auxiliary memory- এর চেয়ে-
কম
বেশি
সমান
কোনোটিই সত্য নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: Primary memory-তে ডাটা ধারণক্ষমতা স্থায়ী এবং অস্থায়ী দুই ধরনের হতে পারে, যেমন- RAM, ROM, Auxiliary memory মেমরিতে ডাটা স্থায়ীভাবে ধারণ করে, যেমন- CD, Hard disk, Pen drive etc. Primary memory-এর Speed auxiliary memory-এর চেয়ে বেশি।
400. Computer-এর প্রধান Memory, Microprocessor- এর ভেতরে থাকে, কথাটি-
সত্য
মিথ্যা
দুটোই হতে পারে
কোনোটিই সত্য নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
ডিজিটাল ইলেক্ট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর mcq all
Digital electronics mcq
ব্যাখ্যা: প্রধান মেমরি সাধারণত RAM এবং ROM দিয়ে তৈরি, যা কম্পিউটারের CPU-এর ভিতরে মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে।