MCQ
81. কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
Compute
Computer
Computa
Computare
82. ইনকোডার ব্যবহৃত হয়-
Man to Machine যোগাযোগ প্রতিষ্ঠা করার জন্য
ফিজিক্যাল ক্যারেক্টার ও ডিজিটকে মেশিন কোডে রূপান্তর করার জন্য
ইন্টারফেসিং চিপ হিসাবে ব্যবহৃত হয়
উপরের সব কয়টি
83. কম্পিউটারের প্রজন্ম কয়টি?
২টি
৩টি
৪টি
৫টি
84. পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় যন্ত্র কোনটি?
IBM
মার্ক-2
মার্ক-3
মার্ক 1
85. যদি একটি স্কয়ার ওয়েবকে একটি অপারেশনাল অ্যামপ্লিফায়ার ব্যবহার করে একত্রিত (Integrate) করা হয়, তবে আউটপুট কেমন হবে?
সাইন ওয়েভ
স'টুল ওয়েভ
ট্রায়্যাঙ্গুলার (Triagular) ওয়েভ
স্কয়ার ওয়েভ
86. একটি মাল্টিপ্লেক্সার-
এর একটি ইনপুট এবং একাধিক আউটপুট থাকে
একাধিক বাইটে ডাটা সংরক্ষণ করে
এর একাধিক ইনপুট এবং একটি একক আউটপুট থাকে
এর একাধিক ইনপুট এবং একাধিক আউটপুট থাকে
87. মেইনফ্রেম কম্পিউটারের ছোট সংস্করণ কোনটি?
মাইক্রোফ্রেম
মিনিফ্রেম
সুপার
হাইব্রিড
88. ফ্লিপ-ফ্লপ কোথায় ব্যবহার করা হয়?
Memory element
Bounce elimination
Frequency division
সব কয়টি
89. কোন Flip-Flop-এর ক্ষেত্রে Race condition ঘটে?
R-S
J-K
T
D
90. পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
মার্গারেট থ্যাচার
লেডি জর্জ
লেডি এডা অগাস্টা
রেডি অ্যাডাজান
91. অ্যাবাকাস (Abacus) কী?
কাটার যন্ত্র
গণনাকারী যন্ত্র
ইলেকট্রনিক যন্ত্র
উপরের সব কয়টি
92. Register-এর কাজ কী?
বড় ধরনের Data store করা
ছোট ধরনের Data store করা
ক ও খ
কোনোটিই নয়
93. কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কী?
দ্রুতিশীলতা
নির্ভুলতা
বুদ্ধিমত্তা
বিশ্বস্ততা
94. IBM-এর পূর্ণনাম কী?
Intell Business Machine
International Business Management
International Business Machine
International Ballistic Missile
95. কোন কাজের জন্য কম্পিউটার সবচেয়ে বেশি সুবিধাজনক?
পুনরাবৃত্তিমূলক কাজ
গাণিতিক কাজ
গণনা
রিপোর্ট তৈরির কাজ
96. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশে থাকে-
গাণিতিক/যুক্তি অংশ
অভ্যন্তরীণ স্মৃতি
নিয়ন্ত্রণ অংশ
উপরের সব কয়টি
97. D ফ্লিপ-ফ্লপ একটি-
Dial type flip-flop
Delay type flip-flop
Differential flip-flop
Digital type Пір-Пор
98. কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়?
১৯৭০ সালে
১৯৭১ সালে
১৯৭২ সালে
১৯৭৩ সালে
99. চার্লস ব্যাবেজ ছিলেন?
গণিতের অধ্যাপক
ব্যাংক ব্যবসায়ী
মেকানিক্যাল ইঞ্জিনিয়ার
বিখ্যাত ইংরেজ কবি
100. Encoder (ইনকোডার) হলো-
ডেসিমেল ডাটাকে বাইনারিতে রূপান্তর করে
বাইনারি ডাটাকে ডেসিমেল-এ রূপান্তর করে
অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করে
যে-কোনো নাম্বারিং সিস্টেম থেকে বাইনারিতে রূপান্তর করে