Image
MCQ
81. পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
মার্গারেট থ্যাচার
লেডি জর্জ
লেডি এডা অগাস্টা
রেডি অ্যাডাজান
82. কোন কাজের জন্য কম্পিউটার সবচেয়ে বেশি সুবিধাজনক?
পুনরাবৃত্তিমূলক কাজ
গাণিতিক কাজ
গণনা
রিপোর্ট তৈরির কাজ
83. Encoder (ইনকোডার) হলো-
ডেসিমেল ডাটাকে বাইনারিতে রূপান্তর করে
বাইনারি ডাটাকে ডেসিমেল-এ রূপান্তর করে
অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করে
যে-কোনো নাম্বারিং সিস্টেম থেকে বাইনারিতে রূপান্তর করে
84. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশে থাকে-
গাণিতিক/যুক্তি অংশ
অভ্যন্তরীণ স্মৃতি
নিয়ন্ত্রণ অংশ
উপরের সব কয়টি
85. যদি একটি স্কয়ার ওয়েবকে একটি অপারেশনাল অ্যামপ্লিফায়ার ব্যবহার করে একত্রিত (Integrate) করা হয়, তবে আউটপুট কেমন হবে?
সাইন ওয়েভ
স'টুল ওয়েভ
ট্রায়্যাঙ্গুলার (Triagular) ওয়েভ
স্কয়ার ওয়েভ
86. মেইনফ্রেম কম্পিউটারের ছোট সংস্করণ কোনটি?
মাইক্রোফ্রেম
মিনিফ্রেম
সুপার
হাইব্রিড
88. কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কী?
দ্রুতিশীলতা
নির্ভুলতা
বুদ্ধিমত্তা
বিশ্বস্ততা
89. ইনকোডার ব্যবহৃত হয়-
Man to Machine যোগাযোগ প্রতিষ্ঠা করার জন্য
ফিজিক্যাল ক্যারেক্টার ও ডিজিটকে মেশিন কোডে রূপান্তর করার জন্য
ইন্টারফেসিং চিপ হিসাবে ব্যবহৃত হয়
উপরের সব কয়টি
90. অ্যাবাকাস (Abacus) কী?
কাটার যন্ত্র
গণনাকারী যন্ত্র
ইলেকট্রনিক যন্ত্র
উপরের সব কয়টি
93. চার্লস ব্যাবেজ ছিলেন?
গণিতের অধ্যাপক
ব্যাংক ব্যবসায়ী
মেকানিক্যাল ইঞ্জিনিয়ার
বিখ্যাত ইংরেজ কবি
95. একটি মাল্টিপ্লেক্সার-
এর একটি ইনপুট এবং একাধিক আউটপুট থাকে
একাধিক বাইটে ডাটা সংরক্ষণ করে
এর একাধিক ইনপুট এবং একটি একক আউটপুট থাকে
এর একাধিক ইনপুট এবং একাধিক আউটপুট থাকে
96. কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়?
১৯৭০ সালে
১৯৭১ সালে
১৯৭২ সালে
১৯৭৩ সালে