MCQ
2801. সাধারণত বিদ্যুৎপ্রবাহ বলতে বুঝায়-
ধনাত্মক চার্জে চার্জিত কণার প্রবাহ
ঋণাত্মক চার্জে চার্জিত কণার প্রবাহ
ইলেকট্রনের প্রবাহ
ধনাত্মক বা ঋণাত্মক চার্জে চার্জিত কণার প্রবাহ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: সাধারণত ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎপ্রবাহ বলে।
2802. একটি Chopper-কে বলা যেতে পারে-
dc-to-dc converter
ac-to-ac.converter
ac-to-dc converter
কোনোটিই নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: চপার সার্কিট ডিসি হতে ডিসি রূপান্তরিত করে।
2803. কোনো ইলেকট্রনিক সার্কিটে জেনার ডায়োড লাগানো আছে। চালু অবস্থায় এর দু'মাথার ভোল্টেজ ব্যবধান-
০.২ ভোল্ট থাকে
বায়াস ভোল্টেজের সমান থাকে
২২০ ভোল্ট থাকে
স্থির থাকে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: জেনার ডায়োড ভোল্টেজ রেগুলেটর হিসেবে ব্যবহৃত হয়। চালু অবস্থায় জেনার ডায়োডের দু' মাথার ভোল্টেজ ব্যবধান বায়াস ভোল্টেজের সমান থাকে।
2804. একটি Ideal operational amplifier-এর জন্য-
bandwidth হলো infinity
bandwidth হলো খুব কম
bandwidth হলো 100Hz
কোনোটাই সত্য নয়।
2805. কপার ও জিঙ্ক অ্যালয়কে বলা হয়-
ব্রোঞ্জ
ব্রাস
গান মেটাল
মু-মেটাল
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: Brass is an alloy of copper and zinc, in Proportions which can be varied to achieve varying mechanical, electrical and chemical properties.
2806. মাইল্ড স্টিলে কার্বনের পারসেন্টেজ হলো-
2-4.5%
0.5-1.4%
0.15-0.3%
0.25-0.95%
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: Carbon content steel is classified into following categories:
(i) Dead steel = <0.15%
(ii) Mild steel = 0.15-0.3%
(iii) Medium carbon steel = 0.3-0.8%
(iv) High carbon steel = 0.8-1.5%
2807. যে ইলেকট্রনিক বর্তনী পরিবর্তিত বিদ্যুৎপ্রবাহকে সরল একদিক প্রবাহী বিদ্যুৎপ্রবাহে পরিণত করে, তাকে বলে--
মডুলেটর
রেকটিফায়ার
রেগুলেটর
অসিলেটর
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: রেকটিফায়ারঃ যে সার্কিট পরিবর্তিত বিদ্যুৎপ্রবাহকে একমুখী প্রবাহে পরিণত করে, তাকে রেক্টিফায়ার বলে। রেগুলেটর: যে সার্কিটের সাহায্যে বৈদ্যুতিক সিগন্যালকে নিয়ন্ত্রণ করা যায়, তাকে রেগুলেটর বলে। অসিলেটরঃ যে সার্কিটের সাহায্যে চাহিদা অনুসারে বিভিন্ন ফ্রিকুয়েন্সি উৎপন্ন করা হয়, তাকে অসিলেটর বলে। অ্যামপ্লিফায়ার: যে ডিভাইসের সাহায্যে দুর্বল সিগন্যালকে বিবর্ধিত করা হয়, তাকে অ্যামপ্লিফায়ার বলে।
2808. ওহমের সূত্র প্রযোজ্য হওয়ার জন্য-
তাপমাত্রা অপরিবর্তিত থাকা উচিত
তাপমাত্রা কমানো উচিত
তাপমাত্রা বৃদ্ধি করা উচিত
উপরের কোনোটিই সত্য নয়
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো পরিবাহীর ভিতর দিয়ে স্থির তাপমাত্রায় প্রবাহিত কারেন্ট ঐ পরিবাহীর দু'প্রান্তের ভোল্টেজের পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক। ওহমের সংজ্ঞা হতে দেখা যায় তাপমাত্রা স্থির থাকলে ওহমের সূত্র প্রযোজ্য হবে।
2809. স্টেইনলেস স্টিল নিম্নের কোনটির অ্যালয়?
আয়রন, ক্রোমিয়াম এবং নিকেল
আয়রন ও নিকেল
আয়রন, নিকেল এবং মলিবডেনাম
আয়রন, ক্রোমিয়াম এবং মলিবডেনাম
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: Stainless steel is an iron and chromium
alloy. While stainless must contain at least
10.5% chromium, the exact components and
ratios will vary based on the grade
requested and the intended use of the steel.
Other common additives include-Nickel.
2810. কোন অ্যামপ্লিফায়ারের দক্ষতা সবচেয়ে বেশি?
ক্লাস-এ
ক্লাস-বি
ক্লাস-এবি
ক্লাস-সি
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্লাস-এ অ্যামপ্লিফায়ারের দক্ষতা 25-50% ক্লাস-বি অ্যামপ্লিফায়ারের দক্ষতা 50-78.5% ক্লাস-সি অ্যামপ্লিফায়ারের দক্ষতা 60-70% ক্লাস-এবি অ্যামপ্লিফায়ারের দক্ষতা 50-60%
2811. PN-ডায়োডের P-type-এর সাথে যখন ব্যাটারির পজিটিভ। টার্মিনাল এবং N-type-এর সাথে নেগেটিভ টার্মিনাল সংযোগ করা হয়, তখন তাকে বলে।
রিভার্স বায়াস
নিরপেক্ষ বায়াস
ফরওয়ার্ড বায়াস
শূন্য বায়াস
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফরওয়ার্ড বায়াসে P-টাইপ পজিটিভ টার্মিনালে এবং N-টাইপ নেগেটিভ টার্মিনালে সংযোগ থাকে। রিভার্স বায়াসের ক্ষেত্রে P- টাইপ নেগেটিভ টার্মিনালে এবং N-টাইপ পজিটিভ টার্মিনালে সংযোগ থাকে।
2812. বিদ্যুৎপ্রবাহ মাপার যন্ত্রের নাম-
অ্যাম্পিয়ার মিটার
গ্যালভানোমিটার
অ্যামিটার
ভোল্টমিটার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
EEE MCQ
ব্যাখ্যা: ব্যাখ্যা: তড়িৎপ্রবাহ মাপার যন্ত্রের নাম- অ্যামিটার ভোল্টেজ পরিমাপক যন্ত্রের নাম- ভোল্টমিটার তড়িৎপ্রবাহের উপস্থিতি নির্ণয় করতে ব্যবহৃত হয়- গ্যালভানোমিটার হাই-রেঞ্জ কারেন্ট পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়- অ্যাম্পিয়ার-মিটার বা ক্ল্যাম্পমিটার।
2813. সিরামিক ইন্সুলেটরে নিম্নের কোনটির উন্নতির জন্য চকচকে প্রলেপ ব্যবহৃত হয়?
ইলেকট্রিক্যাল প্রপার্টিজ
ইলেকট্রো-মেকানিক্যাল প্রপার্টিজ
মেকানিক্যাল প্রপার্টিজ
কেমিক্যাল প্রপার্টিজ
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: The important mechanical properties required are high abrasion resistance and hardness, good compressive strength etc.
2814. একটি অফিসে ডিসি সরবরাহের জন্য কোন ব্যবস্থাটি বেশি উপযোগী?
একটি ৩-ফেজ রেক্টিফায়ার।
একটি ৬-ফেজ রেক্টিফায়ার
একটি ৩-ফেজ মার্কারি আর্ক রেক্টিফায়ার
একটি ৬-ফেজ মার্কারি আর্ক রেক্টিফায়ার
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ডিসি হতে হাই-ভোল্টেজ বা হাই-অল্টারনেটিং কারেন্ট (AC) উৎপন্নের জন্য মার্কারি আর্ক রেক্টিফায়ার বা মার্কারি ভেপার রেক্টিফায়ার ব্যবহার করা হয়। যেহেতু অফিস-আদালতে উচ্চ ভোল্টেজের প্রয়োজন হয়, তাই সেক্ষেত্রে মার্কারি আর্ক রেক্টিফায়ার ব্যবহার করা হয়।
2815. একটি ধাতব পদার্থের উষ্ণতা বৃদ্ধির সাথে এর-
বৈদ্যুতিক রোধ কমে যায়
বৈদ্যুতিক রোধ বেড়ে যায়
বৈদ্যুতিক রোধ অপরিবর্তিত থাকে
উপরের কোনোটিই সত্য নয়
2816. Line imperfection in a crystal called........
Schottky defect
Frenkel defect
Edge dislocation
Line Defect
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: Line imperfections are also called dislocations. They are abrupt changes in the regular ordering of atoms along a line (Dislocation line) in the solid.
2817. একটি ব্রিজ রেকটিফায়ার সার্কিটে ডায়োড লাগে মোট-
১টি
৪টি
৩টি
২টি
2818. ম্যাগনেটিক রেকর্ডিং টেপ তৈরি হয় সাধারণত-
আয়রনের ক্ষুদ্র ক্ষুদ্র কণা হতে
সিলিকন আয়রন হতে
সিলিকন অক্সাইড হতে
ফেরিক অক্সাইড হতে
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
অ্যাডভান্সড ইলেক্ট্রিসিটি all mcq
Advanced Electricity mcq
ব্যাখ্যা: Magnetic recording tape is most commonly made from ferric oxide (FeO)
2819. যে দুটি সেমিকন্ডাক্টর প্রায়ই ব্যবহৃত, তাদের নাম-
কার্বন, ক্যাডমিয়াম সালফাইড
জার্মেনিয়াম, সিলিকন
গ্যালিয়াম, আর্সেনাইড
গ্যালিয়াম, সালফাইড
Himalay Sen Sir
ইলেক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট Mcq
EEE MCQ
Electrical Department all question
বেসিক ইলেক্ট্রনিক্স all mcq
Besic electronics mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিলিকন এবং জার্মেনিয়াম যে কারণে বেশি ব্যবহার করা হয় সেগুলো হলো- ১। প্রাচুর্যতা, ২। ম্যানুফ্যাকচারিংয়ের সুবিধা, ৩। কেমিক্যাল প্রোপার্টিজ ভালো।
2820. PN ডায়োডকে রিভার্স বায়াস করলে-
রোধ বাড়ে
সংযোগ স্তরে বিদ্যুৎপ্রবাহ বাড়ে
সংযোগ স্তরে রোধ কমে
বিদ্যুৎপ্রবাহ অপরিবর্তিত থাকে