EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
441. একটি লোডেড স্টেপ-আপ ট্রান্সফর্মারের সেকেন্ডারির সাথে তুলনা করলে প্রাইমারিতে থাকে-
নিম্নতর ভোল্টেজ এবং উচ্চতর কারেন্ট
উচ্চতর ভোল্টেজ এবং নিম্নতর কারেন্ট
নিম্নতর ভোল্টেজ এবং নিম্নতর কারেন্ট
উচ্চতর ভোল্টেজ এবং উচ্চতর কারেন্ট
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: একটি লোডেড স্টেপ-আপ ট্রান্সফর্মারের সেকেন্ডারির সাথে তুলনা করলে প্রাইমারিতে নিম্নতর ভোল্টেজ এবং উচ্চতর কারেন্ট থাকে।
442. কোর টাইপ ট্রান্সফর্মারে থাকে-
দীর্ঘ ম্যাগনেটিক পাথ
হ্রস্ব (Short) ম্যাগনেটিক পাথ
প্রতি টার্নে কম গড় দৈর্ঘ্য
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: কোর টাইপ ট্রান্সফর্মারে Short ম্যাগনেটিক পথে থাকে।
443. একটি আদর্শ ট্রান্সফর্মার সেটি, যার-
প্রাইমারি ও সেকেন্ডারি ওয়াইন্ডিং এর জন্য একটি কমন কোর আছে
কোনো লস্ এবং ম্যাগনেটিক লিকেজ নেই
স্টেইনলেস স্টিলের কোর এবং বিশুদ্ধ তামার ওয়াইন্ডিং আছে
প্রাইমারি ও সেকেন্ডারি ওয়াইন্ডিং-এর আন্তঃসংযোগ আছে
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি আদর্শ ট্রান্সফর্মার স্টেইনলেস স্টিলের কোর এবং বিশুদ্ধ তামার ওয়াইন্ডিং দিয়ে তৈরি। এতে কোন লস হয় না।
444. যদি একটি ট্রান্সফর্মারের সরবরাহ ফ্রিকুয়েন্সি বৃদ্ধি করা হয়, তবে আয়রন লস-
হ্রাস পাবে
বৃদ্ধি পাবে
কিছুই হবে না
কোনোটিই নয়
445. একটি ট্রান্সফর্মার একটি দক্ষ যন্ত্র, কারণ এটি-
একটি স্থির যন্ত্র
ইন্ডাকটিভ কাপলিং ব্যবহার করে
ক্যাপাসিটিভ কাপলিং ব্যবহার করে
বৈদ্যুতিক কাপলিং ব্যবহার করে
ব্যাখ্যা: ব্যাখ্যা: Transformer is a static device and has no moving part
446. একটি স্টেপ-আপ ট্রান্সফর্মার কোনটি বৃদ্ধি করে?
ভোল্টেজ
কারেন্ট
পাওয়ার
ফ্রিকুয়েন্সি
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্টেপ-আপ ট্রান্সফর্মারে ভোল্টেজ বৃদ্ধি পায়। স্টেপ-ডাউন ট্রান্সফর্মারে ভোল্টেজ কমে যায়।
447. একটি ট্রান্সফর্মারের এডি কারেন্ট লস্ নিম্নের কোনটির সরাসরি সমানুপাতিক?
কোর ল্যামিনেশনের পুরুত্বের
কোর ল্যামিনেশনের পুরুত্বের বর্গের
সাপ্লাই ফ্রিকুয়েন্সির
কোরের ফ্লাক্স ডেনসিটির
448. যখন একটি ট্রান্সফর্মারের সেকেন্ডারি শর্টসার্কিট করা হয়, তখন প্রাইমারির ইন্ডাকট্যান্স-
হ্রাস পায়
অপরিবর্তিত থাকে
বৃদ্ধি পায়
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: যখন একটি ট্রান্সফর্মারের সেকেন্ডারি শর্টসার্কিট করা হয় তখন প্রাইমারি ইনডাকট্যান্স হ্রাস পায়।
449. তিন-ফেজ মোটরের 220V, 50Hz ফ্রিকুয়েন্সির স্লিপ 4% হলে, মোটরের রোটর ফ্রিকুয়েন্সি বের কর?
4Hz
6Hz
8Hz
2Hz
450. দুই ওয়াইন্ডিং বিশিষ্ট ট্রান্সফর্মারের প্রাইমারি ও সেকেন্ডারিতে ইনডিসড্ ভোল্টেজ সর্বদাই-
পরিমাণে সমান থাকে
পরস্পর বিপরীত ফেজে থাকে
পরস্পর ইন-ফেজে থাকে
সেকেন্ডারি লোড কর্তৃক নির্ধারিত হয়
451. একটি ট্রান্সফর্মারের বেশি সংখ্যক প্যাঁচবিশিষ্ট ওয়াইন্ডিংকে বলা হয়-
লো-ভোল্টেজ ওয়াইন্ডিং
হাই-ভোল্টেজ ওয়াইন্ডিং
লো-অথবা হাই-ভোল্টেজ ওয়াইন্ডিং
উপরের কোনোটিই না
ব্যাখ্যা: ব্যাখ্যা: কম প্যাঁচবিশিষ্ট ওয়াইন্ডিংকে লো-ভোল্টেজ সাইড এবং বেশি প্যাঁচবিশির ওয়ান্ডিংকে হাই-ভোল্টেজ সাইড ওয়াইন্ডিং বলে।
452. প্রাইমারিতে সরবরাহ থাকা অবস্থায় কোন ট্রান্সফর্মারের সেকেন্ডারিকে ওপেন সার্কিট করা যায় না?
পাওয়ার ট্রান্সফর্মার
পটেনশিয়াল ট্রান্সফর্মার
কারেন্ট ট্রান্সফর্মার
অটো-ট্রান্সফর্মার
453. একটি ট্রান্সফর্মারের নো-লোড টেস্ট করা হয় নিম্নের কোনটি নির্ণয়ের জন্য?
কপার লস্
ম্যাগনেটাইজিং কারেন্ট এবং কোর লস
ট্রান্সফর্মারের দক্ষতা
ম্যাগনেটাইজিং কারেন্ট
ব্যাখ্যা: ব্যাখ্যা: নো-লোড টেস্ট হতে পাওয়ায় যায়- (i) ম্যাগনেটাইজিং কারেন্ট, (ii) কোর লস।
454. 5kVA রেটিং এর নিচে ট্রান্সফর্মার সাধারণত হয়-
অয়েল কুন্ড
ন্যাচারল এয়ার কুন্ড
ওয়াটার কুণ্ড
কোনোটিই নয়
455. একটি ট্রান্সফর্মারের ওপেন সার্কিট টেস্ট করা হয় নিম্নের কোনটি নির্ণয়ের জন্য?
কপার লস্
কোর লস্
ইন্সুলেশন
রেজিস্ট্যান্স দক্ষতা
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: ট্রান্সফর্মাদের শর্ট সার্কিট টেস্ট করা হয় কপার লস এবং ওপেন সার্কিট টেস্ট করা হয় কোর লস পরিমাপ করার জন্য।
456. একটি ট্রান্সফর্মারের তাপমাত্রা বৃদ্ধি নিম্নের কোনটির সাথে সরাসরি সমানুপাতিক?
অ্যাপারেন্ট পাওয়ার
রিয়‍্যাক্টিভ পাওয়ার
লিকেজ পাওয়ার
রিয়‍্যাক্ট্যান্সট্র পাওয়ার
ব্যাখ্যা: ব্যাখ্যা: P = VI একটি ট্রান্সফর্মারের অ্যাপারেন্ট পাওয়ার কারেন্ট-এর সমানুপাতিক। আবার কারেন্ট-এর সাথে তাপমাত্রা সমানুপাতিক। অর্থাৎ কারেন্ট যত বাড়বে তাপমাত্রা তত বাড়বে।
457. একটি বৃহৎ ট্রান্সফর্মারের অ্যাপ্রক্সিমেট দক্ষতা সাধারণত হয়-
50%
80%
65%
95%
ব্যাখ্যা: ব্যাখ্যা: পাওয়া ট্রান্সফর্মারের দক্ষতা- 98% আদর্শ ট্রান্সফর্মারের দক্ষতা- 100% বৃহৎ ট্রান্সফর্মারের অ্যাপ্রক্সিমেট দক্ষতা- 95%
458. দুটি সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মারের প্যারালেল অপারেশনের প্রয়োজনীয় শর্ত হলো, এদের থাকতে হবে একই-
পোলারিটি
ফেজ সিকুয়েন্স
ভোল্টেজ রেশিও
পারসেন্টেজ ইম্পিড্যান্স
ব্যাখ্যা: নোট: ট্রান্সফর্মারের প্যারালাল অপারেশনের শর্তঃ ১। পোলারিটি সমান হবে। ২। ফেজ সিকুয়েন্স একই হতে হবে। ৩। ট্রান্সফর্মারের রেশিও একই হতে হবে। ৪। ট্রান্সফর্মারের পারসেন্টেজ ইম্পিড্যান্স সমান থাকবে।
459. একটি আদর্শ ট্রান্সফর্মারে নো-লোড কারেন্ট --
V₁-এর 90° পিছনে থাকে
V₁-এর 90° অগ্রগামী থাকে
V₁-এর সাথে ইন-ফেজ থাকে
V₁-এর ০° হতে 90° পিছনে থাকে
ব্যাখ্যা: একটি আদর্শ ট্রান্সফর্মারে কোন লস হয় না। ফলে নো-লোড কারেন্ট।, V, এর ০০° পিছনে থাকে।
460. একটি ট্রান্সফর্মারের প্রাইমারির প্রতি টার্ন ভোল্টেজ, সেকেন্ডারির প্রতি টার্ন ভোল্টেজের-
চেয়ে বেশি
চেয়ে কম
সমান
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি ট্রান্সফর্মারের প্রাইমারির প্রতি টার্ন ভোল্টেজ, সেকেন্ডারির প্রতি টার্ন ভোল্টেজের সমান হয়।