Image
MCQ
381. প্যারালেলে স্টিমচালিত দুটি অল্টারনেটরের লোড কোনটি পরিবর্তন করে সমন্বয় করা হয়?
অল্টারনেটরসমূহের ফিল্ড স্ট্রেংথ
অল্টারনেটরসমূহের পাওয়ার ফ্যাক্টর
তাদের প্রাইম মুভারসমূহের সিস্টম সরবরাহ
অল্টারনেটরসমূহের স্পিড
382. অল্টারনেটর কর্তৃক প্রদত্ত আউটপুটের স্ট্যান্ডার্ড ফ্রিকুয়েন্সি বৃদ্ধি করা যায়-
ফিল্ড কারেন্ট বৃদ্ধি
করে আর্মেচারের স্পিড বৃদ্ধি করে
ফিল্ডের স্পিড বৃদ্ধি করে
ফিল্ড কারেন্ট হ্রাস করে
384. একটি রেকর্ডকৃত সাউন্ডকে পুনরায় শোনার জন্য যে তত্ত্বটি ব্যবহৃত হয়, তা হলো-
Dolby's law
Nyquist's law
Sampling principle
Bell's theorem
386. একটি অল্টারনেটর কর্তৃক উৎপাদিত ইএমএফ-এর পরিমাণ নির্ভর করে-
পোলের সংখ্যার উপর
রোটর স্পিডের উপর
প্রতি পোল ফ্লাক্সের উপর
উপরের সব ক'টির উপর
387. Amplitude modulation-এর ক্ষেত্রে-
Carrier frequency-টি হয় high
Envelop- frequency-টি হয় high
Carmer frequency-কে modulite করা হয়
Carrier এবং envelop দুটিই হয় high frequency-
388. নো-লোড অবস্থায় একটি অল্টারনেটরের প্রাইম মুভারে গৃহীত পাওয়ার ব্যয় হয়-
আর্মেচার ওয়াইন্ডিং ইএমএফ উৎপাদনে
নো-লোড লসসমূহ মিটাতে
আর্মেচার পাওয়ার উৎপাদনে
আর্মেচার এবং রোটর উভয় ওয়াইন্ডিং-এ কপার লসসমূহ মিটাতে
389. একটি বৃহৎ অল্টারনেটর ব্যবহৃত হয়-
স্ট্যাবিলিটি বৃদ্ধির জন্য
স্ট্যাবিলিটি স্থিতিশীল রাখার জন্য
ভোল্টেজ ফ্লাকচুয়েশন হ্রাস করার জন্য
ফ্রিকুয়েন্সি ফ্লাকচুয়েশন হ্রাস করার জন্য
390. একটি অল্টারনেটরের এ.সি. আর্মেচার ওয়াইন্ডিং-
সর্বদাই স্টার সংযুক্ত
সাধারণত ডেল্টা সংযুক্ত
স্টার ডেন্টা সংযুক্ত
কোনোটিই নয়
391. একটি Radio receiver-এর মৌলিক Building block-গুলো ধারাবাহিক নিম্নরূপ-
ও অ্যান্টেনা রেডিও অ্যামপ্লিফায়ার ডিমডুলেটর-অডিও অ্যামপ্লিফায়ার-স্পিকার
ও অ্যান্টেনা-ডিটেক্টর-স্পিকার
ও অ্যান্টেনা-রেডিও অ্যামপ্লিফায়ার-স্পিকার
অ্যান্টেনা-অ্যামপ্লিফায়ার-ডিমডুলেটর-স্পিকার
392. একটি স্থির অল্টারনেটরকে লাইভ বাস- বারের সাথে সংযুক্ত করা সঠিক নয়, কারণ এটি-
সিনক্রোনাস মোটর হিসেবে চলা শুরু করবে
মুহূর্তের জন্য হলেও বাস-বার ভোল্টেজকে হ্রাস করবে
শর্টসার্কিটেড হবে
প্যারালেলে সংযুক্ত অন্যান্য অল্টারনেটরের উৎপাদিত ইএমএফ-এ অসুবিধা ঘটাবে
393. তথ্যপ্রযুক্তির জন্য অপরিহার্য-
উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থ্য
উন্নত মুদ্রণ বস্ত্র
অনুবাদক তেমগ্রাম
কোনোটিই নয়
395. লিডিং পাওয়ার ফ্যাক্টরে একটি অল্টারনেটরে আর্মেচার ফ্লাক্স রোটর ফ্লাক্সকে--
বাধা দেয়
সহায়তা করে
বিকৃত করে
প্রভাবিত করে না
396. একটি অল্টারনেটরে শর্টসার্কিট অবস্থায় উৎপাদিত ভোল্টেজ নির্ণয়ের একটি সহজ পদ্ধতি হলো-
শর্টসার্কিট টেস্ট
ওপেন সার্কিট টেস্ট
সিনক্রোনাস ইম্পিড্যান্স টেস্ট
ব্লকড রোটর টেস্ট
397. হাই-স্পিড অল্টারনেটর চলে কোনটির সাহায্যে?
ডিজেল ইঞ্জিন
স্টিম টারবাইন
হাইড্রোলিক টারবাইন
স্টিম ইঞ্জিন
398. লো-স্পিড অল্টারনেটর চলে কোনটির সাহায্যে?
হাইড্রোলিক টারবাইন
স্টিম ইঞ্জিন
স্টিম টারবাইন
ডিজেল ইঞ্জিন
399. একটি অল্টারনেটরের এয়ার-গ্যাপ একটি ইন্ডাকশন মোটরের এয়ার-গ্যাপের তুলনায়-
অনেক কম
অনেক বেশি
প্রায় একই
কোনোটিই নয়
400. প্রতি সেকেন্ডে 50 সাইকেল উৎপাদনের জন্য 6-পোলের একটি অল্টারনেটরকে কত গতিতে ঘুরতে হবে?
500 rpm
1000 rpm
1200 rpm
1500 rpm