Image
MCQ
421. একটি ট্রান্সফর্মারের শর্টসার্কিট টেস্টের বেলায় কোন সাইডটিকে শর্টসার্কিট করা হয়?
হাই-ভোল্টেজ সাইড
লো-ভোল্টেজ সাইড
প্রাইমারি সাইড
প্রাইমারির একটি এবং সেকেন্ডারির একটি টার্মিনাল
422. একটি ট্র্যান্সফরমারের নো-লোড ইনপুট পাওয়ার বাস্তবে ট্রান্সফর্মারের কোন লসের সমান?
কপার
আয়রন
এডি কারেন্ট
কোনোটিই নয়
423. একটি অটো-ট্রান্সফর্মারের প্রাইমারি ও সেকেন্ডারি কীভাবে কাপল করা থাকে?
ম্যাগনেটিক্যালি
ইলেকট্রিক্যালি
ম্যাগনেটিক্যালি এবং ইলেকট্রিক্যালি
কোনোভাবেই নয়
424. বৃহৎ ট্রান্সফর্মারে তেল ব্যবহার করার কারণ হলো-
কয়েলসমূহকে ইন্সুলেট করা
কোরকে ইন্সুলেট করা
কোরকে লুব্রিকেট করা
কয়েলসমূহকে লুব্রিকেট করা
425. একটি এনার্জাইজড সি.টি. সার্কিট হতে একটি অ্যামিটারের সংযোগ বিচ্ছিন্ন করার পূর্বে সি.টি.-র-
প্রাইমারিকে ওপেন করতে হবে
সেকেন্ডারিকে ওপেন করতে হবে
প্রাইমারিকে শর্ট করতে হবে
সেকেন্ডারিকে শর্ট করতে হবে
426. একটি পাওয়ার ট্রান্সফর্মার যদি অত্যন্ত উচ্চ ফ্রিকুয়েন্সিতে চলে, তবে-
প্রাইমারি রিয়্যাক্ট্যান্স অত্যন্ত বৃদ্ধি পায়
প্রাইমারি খুব বেশি পাওয়ার গ্রহণ করে
কোর লস খুব বেশি হয়
উপরের কোনোটিই নয়
427. প্যারালেল অপারেশনের সময় দুটি ট্রান্সফর্মারের কোনটি কত লোড শেয়ার করবে, তা নির্ভর করে তাদের-
রেটিং-এর উপর
লিকেজ রিয়্যাক্ট‍্যান্সের উপর
দক্ষতার উপর
পার-ইউনিট ইম্পিড্যান্সের উপর
428. একটি ট্রান্সফর্মারের ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ হয় এবং যখন এর লোড পাওয়ার ফ্যাক্টর হয়-
শূন্য
একক
লিডিং
ল্যাগিং
429. যদি একটি ট্রান্সফর্মারের প্রাইমারি ভোল্টেজ 120V, সেকেন্ডারি ভোল্টেজ 12V এবং কারেন্ট 504, তবে প্রাইমারি কারেন্ট হবে-
5A
10A
50A
500A
430. একটি ট্রান্সফর্মারে মিউচুয়াল ফ্লাক্স সকল লোডেই স্থির থাকে, কারণ-
প্রয়োগকৃত ভোল্টেজ ও ফ্রিকুয়েন্সি স্থির থাকে
লিকেজ ফ্লাক্স খুবই কম
আয়রন কোর ব্যবহৃত হয়
লস সমূহ খুব কম
431. রঙিন টেলিভিশনে যে কম্পোজিট ভিডিও সিগন্যাল ব্যবহৃত হয়, তা পাঠাতে মোট ব্যান্ডউইডথ লাগে-
5 মেগাহার্টজ
7 মেগাহার্টজ
7.5 মেগাহার্টজ
10 মেগাহার্টজ
432. একটি ট্রান্সফর্মারে লিকেজ ফ্লাক্সের প্রভাবে-
কপার লস বৃদ্ধি পায়
কপার লস হ্রাস পায়
ওয়াইন্ডিং-এ ভোল্টেজ ড্রপ ঘটায়
কোর লস বৃদ্ধি পায়
433. ব্যবহৃত অধিকাংশ অল্টারনেটরে থাকে-
ঘুরন্ত এ.সি. আর্মেচার ওয়াইন্ডিং
স্থির ফিল্ড টাইপ গঠন
ঘুরন্ত ফিল্ড টাইপ গঠন
কোনোটিই নয়
434. ট্রান্সফর্মারের কোর ল্যামিনেট করার কারণ হলো-
গঠনকে সহজ করা
ব্যয় হ্রাস করা
হিস্টেরেসিস লস্ হ্রাস করা
এডি কারেন্ট লস কমানো
435. টেলিভিশন সেটে যে আউট ডোর অ্যান্টেনা ব্যবহার করা। হয়, সেটি একটি-
সাধারণ ডাইপোল অ্যান্টেনা
টেলিস্কোপিক অ্যান্টেনা
ফোন্ডেড ডাইপোল অ্যান্টেনা
অমনি-ডাইরেকশনাল অ্যান্টেনা
436. সাধারণভাবে একটি ট্রান্সফর্মার চলার সময় কোনটিকে সার্বক্ষণিক দৃষ্টিতে রাখতে হয়?
প্রাইমারি ভোল্টেজ
কোর লস
কপার লস
তাপমাত্রা
437. একটি ট্রান্সফর্মারের প্রাইমারি লিকেজ ফ্লাক্স সংযোগ করে-
কেবলমাত্র প্রাইমারি ওয়াইন্ডিংকে
কেবলমাত্র সেকেন্ডারি ওয়াইন্ডিংকে
প্রাইমারি ও সেকেন্ডারি উভয় ওয়াইন্ডিংকে
উপরের কোনোটিই না
438. একটি ট্রান্সফর্মারে কোর ব্যবহারের প্রধান উদ্দেশ্য হলো-
আয়রন লস্ কমানো
কমন ম্যাগনেটিক ফ্লাক্স পাথের রিয়্যাক্ট্যান্স কমানো
এডি কারেন্ট লস রোধ করা
হিস্টেরেসিস লস রহিত করা
439. কোন ধরনের লোডের জন্য ট্রান্সফর্মারের ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ হয়?
রেজিস্টিভ
ইন্ডাক্টিভ
ক্যাপাসিটিভ
নো-লোড
440. যদি 2000/200V, 20kVA-এর একটি ট্রান্সফর্মারের সেকেন্ডারিতে প্যাঁচ সংখ্যা 66 হয়, তবে প্রাইমারি প্যাঁচ সংখ্যা হবে-
330
550
440
660