EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
141. একটি সিঙ্গেল ফেজ মোটরের বৈশিষ্ট্যসমূহের একটি হলো-
এতে শুধুমাত্র একটি ওয়াইন্ডিং-এর প্রয়োজন হয়
এতে শুধুমাত্র একটি ওয়াইন্ডিং-এর প্রয়োজন হয়
এটি সেলফ-স্টার্টিং
এটি সেলফ-স্টার্টিং নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর নিজে নিজে স্টার্ট নিতে পারে না অর্থাৎ সেল্ফ স্টার্টিং নয়।
142. একটি সিঙ্গেল ফেজ মোটরের স্টার্টিং ওয়াইন্ডিং স্থাপন করা হয়-
রোটরে
আর্মেচারে
স্টেটরে
ফিল্ডে
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি সিঙ্গেল ফেজ মোটরে স্টার্টিং ওয়াইন্ডিং স্থাপন করা হয়। স্টেটরে এবং রানিং ওয়াইন্ডিং রোটরে স্থাপন করা হয়।
144. Considering the voltage regulation of transformer, which one is the best?
1%
3%
2%
4%
ব্যাখ্যা: ব্যাখ্যা: Voltage regulation is the measure of how well a power transformer can maintains constant secondary voltage gives a constant primary voltage and wide variance in load current. The lower the percentage (closer to zero), the more stable the secondary voltage and the better the regulation it will provide.
145. একটি ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান মোটরের থাকে-
লো-পাওয়ার ফ্যাক্টর
লো-ইফিসিয়েন্সি
হাই-পাওয়ার ফ্যাক্টর
হাই-স্টার্টিং টর্ক
146. The constants losses in transformer are-
copper loss
hysteresis loss
eddy current loss
both b & c
ব্যাখ্যা: ব্যাখ্যা: Eddy current loss and hysteresis loss are almost independent of load, significantly depending on supply voltage and frequency. As the flux density or flux is constant for a given voltage and frequency, eddy current loss and hysteresis loss remain constant at any load. Therefore, these losses are called constant losses. Copper loss varies as the square of load current and called variable loss.
147. একটি সিঙ্গেল ফেজ মোটরের রোটেটিং পার্টকে বলা হয়-
রোটর
রানিং ওয়াইন্ডিং
স্টেটর
স্টার্টিং ওয়াইন্ডিং
ব্যাখ্যা: ব্যাখ্যা: একটি সিঙ্গেল ফেজ মোটরের স্থির পার্টকে স্টেটর এবং রোটেটিং পার্টকে রোটর বলে।
148. একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং ওয়াইন্ডিং সরবরাহ হতে বিচ্ছিন্ন হওয়ার পর এটি শুধুমাত্র- ওয়াইন্ডিং-এর উপর চলতে শুরু করে।
রোটর
কম্পেনসেটিং
ফিন্ড
রানিং
ব্যাখ্যা: ব‍্যাখ্যা: একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর স্টার্টিং ও রানিং ওয়াইন্ডিং নিয়ে গঠিত। স্টার্টিং ওয়াইন্ডিং সরবরাহ হতে বিচ্ছিন্ন হলে শুধুমাত্র রানিং ওয়াইন্ডিং-এর উপর চলতে শুরু করে।
149. ক্যাপাসিটর স্টার্ট ও ক্যাপাসিটর রান মোটরে-
কোনো সেন্ট্রিফিউগ্যাল সুইচ থাকে না
সেন্ট্রিফিউগ্যাল সুইচ থাকে
লো-পাওয়ার ফ্যাক্টর থাকে
লো-ইফিসিয়েন্সি থাকে
ব্যাখ্যা: ব্যাখ্যা: ক্যাপাসিটর স্টার্ট ও ক্যাপাসিটর রান মোটরে কোনো সেন্ট্রিফিউগ্যাল সুইচ থাকে না।
150. একটি ইন্ডাকশন মোটরের ম্যাগনেটিক ফিল্ড যে স্পিডে ঘোরে, তাকে বলা হয়-
ইফেষ্টিত স্পিড
সিনক্রোনাস স্পিড
স্লিপ
শ্যাফট স্পিড
151. যদি একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং ওয়াইন্ডিং সার্কিট হতে বিচ্ছিন্ন করা হয়, তবে এটি-
অতিরিক্ত কারেন্ট টানবে এবং অত্যধিক গরম হবে
ধীরে চলবে
দ্রুত চলবে
হালকা লোডে স্পার্ক দেখা দিবে
ব্যাখ্যা: ব্যাখ্যা: যদি একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং ওয়াইন্ডিং সরবরাহ হতে বিচ্ছিন্ন হওয়ার পর এটি অতিরিক্ত কারেন্ট টানবে এবং অত্যধিক গরম হবে
153. একটি ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান এসি মোটরে ক্যাপাসিটরটি নিম্নের কোন ওয়াইন্ডিং-এর সাথে সিরিজে সংযুক্ত থাকে?
স্টার্টিং ওয়াইন্ডিং
রানিং ওয়াইন্ডিং
স্কুইরেল কেজ ওয়াইন্ডিং
কম্পেনসেটিং ওয়াইন্ডিং
154. একটি ক্যাপাসিটর স্টার্ট মোটরের ক্যাপাসিট্যান্স হ্রাস করার ফলে কোনটি হ্রাস পায়?
শব্দ
স্পিড
স্টার্টিং টর্ক
আর্মেচার রিয়্যাকশন
157. একটি ইউনিভার্সাল মোটরের স্পিড হ্রাস করা হয় সাধারণত-
ব্রেক ব্যবহার করে
চেইন ব্যবহার করে
গিয়ারিং ব্যবহার করে
বেল্ট ব্যবহার করে
158. Eddy current loss will depond on-
Frequency
thickness
flux density
all of the above
ব্যাখ্যা: ব্যাখ্যা: Eddy current loss P, K Brm So, eddy current loss will depend upon frequency, flus density and the area of the eddy current loop.
159. একটি হাসপাতাল ওয়ার্ডে 14 H.P. ফ্যান চালাতে সর্বোপযুক্ত মোটর কোনটি?
ক্যাপাসিটর রান মোটর
হিস্টেরেসিস মোটর
শেডেড পোল মোটর
সিঙ্গেল ফেজ সিরিজ মোটর