Image
MCQ
1681. মার্কারি ভ্যাপার ল্যাম্প কত সাল হতে বাণিজ্যিকভাবে পরিচিতি লাভ করে?
1934
1938
1952
1965
1682. কোনটি ফিউজ নয়-
রিওয়্যারেবল
কারট্রিজ
এসপিডিটি
এইচআরসি
1683. ফিউজ তার তৈরি হয়-
সিসা-টিন মিশ্রিত সংকর ধাতু দিয়ে
দস্তা-টিন মিশ্রিত সংকর ধাতু দিয়ে
নিকেল-তামা মিশ্রিত সংকর ধাতু দিয়ে
কার্বন-তামা মিশ্রিত সংকর ধাতু দিয়ে
1684. বানানো বাড়ির ওয়্যারিং-এ কোন সাইজের তার বেশি ব্যবহৃত হয়?
১/৪৪
৩/৩৬
৭/৪৪
৩/২৯
1685. সোডিয়াম ভ্যাপার ল্যাম্প কত সাল হতে বাণিজ্যিক পরিচিতি লাভ করে?
1934
1948
1965
1969
1686. টাংস্টেন ফিলামেন্টের ভিতর নিষ্ক্রিয় গ্যাস থাকে, যথা-
আরগন, নিয়ন
অক্সিজেন, আরগন
নাইট্রোজেন, আরগন এবং ক্রিপটন
আরগন, নিয়ন এবং মার্কারি
1687. কোনটি আর্থিং-এর উপাদান নয়?
আর্থ ইলেকট্রোড
আর্থিং লিড
আর্থ কানেক্টর
আর্থ কনটিনিউইটি তার
1688. ওয়ার্কশপে ব্যবহৃত হয়-
ব্যাটেন ওয়্যারিং
কনসিলড় কণ্ডুইট ওয়‍্যারিং
সারফেস কণ্ডুইট ওয়্যারিং
প্লাস্টারে নিমজ্জিত ওয়্যারিং
1689. রড ইলেকট্রোডের (লোহা বা ইস্পাত) ব্যাস হওয়া উচিত-
12 মিমি
185 মিমি
16 মিমি
21 মিমি
1690. মার্কারি ভ্যাপার ল্যাম্পের ভিতরে থাকে-
আর্গন এবং নিয়ন গ্যাস
আর্গন, নাইট্রোজেন গ্যাস এবং পারদ
আর্গন এবং পারদ
পারদ, আর্গন এবং অক্সিজেন গ্যাস
1691. টিউবলাইটের ভিতরের দেওয়াল দিয়ে শ্বেতকায় পদার্থের যে প্রলেপ দেয়া হয়, তার নাম-
ফ্রেঞ্চ চক পাউডার
নিয়ন পাউডার
পারদ
ফসফর পাউডার
1692. বাতির ফিলামেন্টের তার কীসের তৈরি হয়?
প্লাটিনাম
সিসা
অ্যালুমিনিয়াম
টাংস্টেন
1693. কোন ওয়‍্যারিং বাংলাদেশে সাধারণত ব্যবহৃত হয় না-
ব্যাটেন ওয়্যারিং
ক্লিট ওয়্যারিং
সারফেস কণ্ডুইট ওয়্যারিং
কনসিল্ড কম্ভুইট ওয়‍্যারিং
1694. ফুওরেসেন্ট ল্যাম্প বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়-
1938 সন হতে
1942 সন হতে
1956 সন হতে
1965 সন হতে
1695. সোডিয়াম ড্যাপার ল্যাম্পে থাকে-
সোডিয়াম বাষ্প এবং আরগন গ্যাস
সোডিয়াম বাষ্প এবং নিয়ন গ্যাস
সোডিয়াম বাষ্প এবং মার্কারি
সোডিয়াম বাষ্প এবং নাইট্রোজেন গ্যাস
1696. আমাদের দেশে কণ্ডুইট ওয়‍্যারিং-এ ব্যবহৃত হয় সাধারণত-
ভিআইআর ক্যাবল
টিআরএস ক্যাবল
পিভিসি টুইন কোর ক্যাবল
পিভিসি সিঙ্গল কোর ক্যাবল
1697. টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পে নিষ্ক্রিয় গ্যাস থাকবার কারণে কত ডিগ্রি তাপমাত্রায়ও টাংস্টেন বাষ্পীভূত হয় না?
3100°C
2700°C
2200°C
2000°C
1698. ব্যাটেন ওয়্যারিং বাসগৃহে বহুল ব্যবহৃত হয়, কারণ-
এটি দেখতে সুন্দর
এটি উচ্চ ভোল্টেজে ব্যবহার করা চলে
এতে স্বল্পব্যয় হয়
এতে দুর্ঘটনার সম্ভাবনা কম
1699. আর্থিং-এর রেজিস্ট্যান্স কত ওহমের কম থাকা উচিত?
১.০ ওহম
১০০ ওহম
৫ ওহম
১০০০ ওহম
1700. অফিস-আদালতে ব্যবহৃত হয়-
ব্যাটেন ওয়‍্যারিং
সারফেস কণ্ডুইট ওয়্যারিং
কনসিলড্ কণ্ডুড়ুইট ওয়্যারিং
ক্লিট ওয়‍্যারিং