Image
MCQ
1661. TTL বর্তনী অ্যাকটিভ পুল-আপ বর্তনী হিসেবে ব্যবহার করার উপযোগী হওয়ার কারণ-
Wired AND অপারেশনের জন্য
Bus-operated system-এর জন্য
Wired logic অপারেশনের জন্য
কম শক্তিক্ষয় এবং অপারেশনের গতি বেশি হওয়ার জন্য
1662. কম্বিনেশনাল বর্তনীতে-
Feedback সংকেত থাকে
নির্গমন সংকেতের মান গ্রহণ সংকেতের মানের সমান
কোনো ইলেকট্রনিক স্মৃতি ব্যবহার করা হয় না
শুধুমাত্র NOR gate থাকে
1663. "লজিক গেইটের আউটপুট LOW হবে, যদি কমপক্ষে এর একটি ইনপুট LOW হয়”-এই উক্তিটি নিম্নের কোন গেইটের ক্ষেত্রে সত্য?
AND
OR
NAND
NOR
1665. CMOS লজিক গঠিত হয়-
n-চ্যানেল MOS ডিভাইস দ্বারা
P-চ্যানেল MOS ডিভাইস দ্বারা
MOS ডিভাইস এবং ক্যাপাসিটার দ্বারা
P-চ্যানেল এবং N-চ্যানেল MOS ডিভাইস দ্বারা
1666. কোনটি আর্থিং-এর উপাদান নয়?
আর্থ ইলেকট্রোড
আর্থিং লিড
আর্থ কানেক্টর
আর্থ কনটিনিউইটি তার
1667. প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন-
চার্লস ব্যাবেজ
লাইবনিৎস
জর্জ বুল
ডরফেল্ট
1668. RTL সার্কিট গঠিত হয়-
ডায়োড এবং রেজিস্টার দিয়ে
ট্রানজিস্টর এবং রেজিস্টার দিয়ে
FET এবং রেজিস্টার দিয়ে
MOS ডিভাইস এবং রেজিস্টার দিয়ে
1669. CMOS ডিভাইসের জন্য গ্রহণযোগ্য সরবরাহ ভোল্টেজ-
+5 ভোল্ট
-5 ভোল্ট
3 থেকে 15 ভোল্ট
+-5 ভোল্ট
1672. ফিউজ তার তৈরি হয়-
সিসা-টিন মিশ্রিত সংকর ধাতু দিয়ে
দস্তা-টিন মিশ্রিত সংকর ধাতু দিয়ে
নিকেল-তামা মিশ্রিত সংকর ধাতু দিয়ে
কার্বন-তামা মিশ্রিত সংকর ধাতু দিয়ে
1673. "লজিক গেইটের আউটপুট HIGH হবে, যদি এর সবগুলো ইনপুট HIGH হয়"-এই উক্তিটি কোন গেইটের ক্ষেত্রে সত্য?
EX-OR
AND
OR
NAND
1674. রড ইলেকট্রোডের (লোহা বা ইস্পাত) ব্যাস হওয়া উচিত-
12 মিমি
185 মিমি
16 মিমি
21 মিমি
1675. আর্থিং লিড এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির বাইরের ধাতব আবরণের মধ্যে যে তার দিয়ে সংযোগ করা হয়, সেই তারকে বলা হয়--
আর্থিং লিড
আর্থ ইলেকট্রোড
আর্থ কন্টিনিউইটি তার
আর্থ কানেক্টর
1676. বাইপোলার লজিক গোষ্ঠী বলতে বুঝায়-
জংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর
P-N জংশন
n-p-n ট্রানজিস্টর
MOSFET'S
1677. TTL বর্তনীর অপারেশনের গতি-
DTL বর্তনীর সমান
DTL বর্তনীর চেয়ে কম
DTL বর্তনীর সমান কিংবা বেশি
DTL বর্তনীর চেয়ে বেশি
1678. AND, OR, NOT ইত্যাদি গেইটের ডিজিটাল অপারেশন সম্পাদন করা যায়-
সুইচ ব্যবহার করে
অ্যামপ্লিফায়ার ব্যবহার করে
রেকটিফায়ার ব্যবহার করে
অসিলেটর ব্যবহার করে
1679. MOS লজিক সার্কিট গঠিত হয়-
শুধুমাত্র MOS ডিভাইস দ্বারা
MOS ডিভাইস এবং রেজিস্টার দ্বারা
MOS ডিভাইস এবং ডায়োড দ্বারা
MOS এবং বাইপোলার ডিভাইস দ্বারা
1680. শিল্পকারখানায় উচ্চ নয়েজযুক্ত পরিবেশে ব্যবহারে বেশি উপযোগী লজিক গোষ্ঠী হলো-
TTL
HTL
MOS
ECL