MCQ
181. UHF রেঞ্জে ফ্রিকুয়েন্সিসমূহ--- ওয়েভের মাধ্যমে বিস্তার লাভ করে।
গ্রাউন্ড
স্কাই
স্পেস
সারফেস
182. AM-এ 100% মডুলেশন উৎপন্ন হয়, যখন ক্যারিয়ার-
ফ্রিকুয়েন্সি সিগন্যাল ফ্রিকুয়েন্সির সমান হয়
ফ্রিকুয়েন্সি সিগন্যাল ফ্রিকুয়েন্সি অতিক্রম হয়
অ্যামপ্লিচিউড সিগন্যাল অ্যামপ্লিচিউড-এর সমান হয়
অ্যামপ্লিচিউড সিগন্যাল অ্যামপ্লিচিউড অতিক্রম হয়
183. AM receiver-এর বৈশিষ্ট্য কোনটি?
Good fidelity
Average sensitivity
Good sensitivity
উপরের সবগুলো
184. একটি বেতার তরঙ্গের দৈর্ঘ্য ৩০০ মিটার। এর কম্পাঙ্ক কত?
৫ মেগাহার্টজ
১ মেগাহার্টজ
৪ মেগাহার্টজ
২ মেগাহার্টজ
185. VSAT-এ ব্যবহৃত অ্যান্টেনার ব্যাস কত?
1.2m-2.5m
2.2m-3.5m
5m-7m
5m-10m
186. Sensitivity-এর একক কী?
µV/mV
KV
V
mV/ µV
187. নিম্নের কোন সার্কিটটি SSB-কে ডিমডুলেট করতে পারে না?
ফেজ ডিসক্রিমিনেটর
ব্যালেন্সড ডিমডুলেটর
প্রোডাক্ট ডিটেক্টর
উপরের সব কয়টি
188. 10V-এর আউটপুট ভোল্টেজ এবং 1mV-এর নয়েজ ভোল্টেজ উদ্ভূত একটি অ্যামপ্লিফায়ারের সিগন্যাল/নয়েজ রেশিও কত হবে?
80dB
-40dB
1004B
40dB
189. মডুলেশনের সর্বোচ্চ ফ্রিকুয়েন্সি ও সর্বনিম্ন ফ্রিকুয়েন্সির পার্থক্যকে কী বলে?
Deviation Ratio
Modulation Index
Frequency Deviation
Frequency Modulation
190. একটি ট্রান্সমিটার অ্যান্টেনাতে ক্যারিয়ার পাওয়ারে 10kW সরবরাহ করে। মোট পাওয়ার 10.8 kW হলে, মডুলেশন কত?
0.4
0.6
0.8
0.2
191. রাডারে ব্যবহৃত হয়-
মাইক্রো তরঙ্গ
আলোকতরঙ্গ
রঞ্জনরশ্মি
গামা-রশ্মি
192. SSB-তে অপ্রয়োজনীয় সাইড ব্যান্ডস দমন করার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয় না?
ফেজ শিফ্ট মেথড
ব্যালেন্সড মডুলেটর
ফিল্টার মেথড
কোনোটিই নয়
193. VSB মডুলেশন করা হয় কোন সিস্টেমে?
TV
Radar
Satellite
উপরের সব কয়টি
194. নক্ষত্রপুঞ্জ হতে যে নয়েজ ছড়ায়, তাকে কী বলে?
Thermal noise
Shot noise
Flicker noise
Cosmic noise
195. Radio ট্রান্সমিটারের ক্ষেত্রে Master oscillator-এর কাজ কী?
Variable frequency তৈরি করা
Low frequency তৈরি করা
Constant frequency তৈরি করা
কোনোটিই নয়
196. Optical fiber-এর মধ্য দিয়ে signal কীসের বেগে গমন করে?
আলোর বেগে
শব্দের বেগে
তরঙ্গের বেগে
কোনোটিই নয়
197. মাইক্রোওয়েভ কমিউনিকেশন ব্যবহার করে-
লং ওয়েভ অ্যান্টেনা
প্যারাবোলোয়ডাল অ্যান্টেনা
রোম্বিক অ্যান্টেনা
পেন্সিল বিম অ্যান্টেনা
198. Splattering effect কীসের জন্য সৃষ্টি হয়?
যখন Vm > Vc
যখন Vc < Vm
যখন Vm < Vc
যখন Vm = Vc
199. যখন মাইক্রোওয়েভ সিগন্যালসমূহ পৃথিবীর বক্রতা অনুসরণ করে, তখন একে কী বলা হয়?
প্যারাডের অ্যাফেক্ট
ডাকটিং
ট্রোপোস্ফেরিক স্ট্যাটার
আয়োনোস্ফেরিক রিফ্লেকশন
200. Sampling সাধারণত কত প্রকার?
2
3
4
5