Image
MCQ
241. ট্রোপোক্ষেরিক লাইন-অফ-সাইট প্রোপাগেশন মোড কমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয় ……. ক্যারিয়ার ফ্রিকুয়েন্সিতে।
30MHz-এর চেয়ে কম
1600kHz-এর চেয়ে কম
25MHz-এর সমান
30MHz-এর বৃহত্তর
242. একটি প্যারাবলিক ডিশ অ্যান্টেনার বিম-উইথড ডিশ ডায়ামিটার-
হ্রাসের সাথে হ্রাস পায়
বৃদ্ধির সাথে হ্রাস পায়
বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়
এর প্রভাবমুক্ত
243. একটি এফ-এম রেডিও রিসিভার, যা একটি 91.6MHz ব্রডকাস্ট স্টেশনে টিউন করা হলে কত MHz-এর একটি ইমেজ ফ্রিকুয়েন্সি গ্রহণ করবে?
102.3MHz
113MHz
70.2MHz
80.0MHz
244. ডাইভারসিটি গেইন নির্ভর করে-
রিসিভড সিগন্যালের কম্বিনেশনের মেঘডের উপর
প্রোপাগেশন পাথের সংখ্যার উপর
উভয়টিই
কোনোটিই নয়
245. মডুলেশন কোথায় ব্যবহৃত হয়?
বহুদূরে তথ্য প্রেরণের জন্য
ট্রান্সমিশনের ব্যান্ডউইডথ হ্রাসের জন্য
সস্তা টিউব ব্যবহারের অনুমতির জন্য
কোনোটিই নয়
246. এফ-এম রেডিওর জন্য স্ট্যান্ডার্ড ইন্টারমিডিয়েট ফ্রিকুয়েন্সি হয়-
10.7MHz
4.5MHz
75kHz
455kHz
247. যদি একটি রেডিও রিসিভারের আউটপুট পাওয়ার ডাবল করা হয়, তবে এর ভলিউম বৃদ্ধি পাবে-
2 dB
3 dB
1 dB
-3 dB
248. একটি অডিও সিগন্যালের অ্যামপ্লিচিউড 10 এবং ক্যারিয়ার ওয়েভের 50 হলে, মডুলেশন হবে-
0.2%
5%
20%
60%
249. একটি সিম্পল CW রাডার পরিমাপ করতে পারে না-
টার্গেটের ভেলোসিটি
টার্গেটের রেজ
টার্গেটের ভিশন
টার্গেটের স্পিড
250. আপ-লিংক এবং ডাউন-লিংক ফ্রিকুয়েন্সিসমূহ পৃথকভাবে তৈরি করা হয় স্যাটেলাইট লিংকস্-এ-
ট্রান্সমিটার পাওয়ার হ্রাস করতে
অ্যান্টেনা সাইজ হ্রাস করতে
স্যাটেলাইট ট্রান্সমিটার এবং রিসিভারের মধ্যবর্তী স্বতন্ত্রীকরণ বৃদ্ধি করতে
ট্রান্সমিটিং পাওয়ার বৃদ্ধি করতে
251. অ্যামপ্লিচিউড মডুলেশন-এর ক্যারিয়ার সিগন্যাল কার সমানুপাতে পরিবর্তিত হয়?
অ্যামপ্লিচিউড
মডুলেটিং সিগন্যাল
ফেজ
ফ্রিকুয়েন্সি
252. একটি ব্যালেন্সড মডুলেটরের প্রধান কাজ হলো-
একটি ক্যারিয়ার ওয়েভের ব্যালেন্সড মডুলেশন উৎপন্ন করা
100% মডুলেশন উৎপন্ন করা
একটি সিঙ্গেল সাইড ব্যান্ড অথবা ডাবল সাইড ব্যান্ড সৃষ্টির লক্ষো ক্যারিয়ার সিগন্যাল দমন করা
একটি রিসিভার কর্তৃক গৃহীত নয়েজ সীমিত করা
254. যদি ইনপুট এবং আউটপুট ইম্পিড্যান্স ডেসিবেল গেইন প্রদত্ত হয়- সমান হয়, তবে
10 logo 10 V 2/V 1
20 logo10 l 2/ I 1
20 logie 10 V 2/V 1
20 log 10 V1/V2
255. ফ্রিকুয়েন্সি মডুলেশনে-
ক্যারিয়ারের ফ্রিকুয়েন্সি মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিচিউড অনুসারে পরিবর্তিত হয়
ক্যারিয়ারের ফ্রিকুয়েন্সি মডুলেটিং সিগন্যালের ফ্রিকুয়েন্সি অনুসারে পরিবর্তিত হয়
ক্যারিয়ারের অ্যামপ্লিচিউড মডুলেটিং সিগন্যালের ফ্রিকুয়েন্সি অনুসারে পরিবর্তিত হয়
ক্যারিয়ারের অ্যামপ্লিচিউড মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিচিউড অনুসারে পরিবর্তিত হয়
257. অরিজিনাল পাওয়ারের 4W-এর উপর 10 dB-এর একটি গেইন উৎপন্ন করতে প্রয়োজনীয় পাওয়ার হয়-
80 watt
40 watt
8 watt
0.4 watt
258. একটি সিনক্রোনাস স্যাটেলাইট লিংকে দুটি গ্রাউন্ড স্টেশনের মধ্যবর্তী সিগন্যাল প্রোপাগেশন টাইম প্রায়-
305 মিলিসেকেন্ড
270 মিলিসেকেন্ড
135 মিলিসেকেন্ড
50 মিলিসেকেন্ড
260. অ্যামপ্লিচিউড মডুলেশন-এর ক্ষেত্রে কার্যকরী পাওয়ার বহন করে কে?
ক্যারিয়ার
সাইডব্যান্ড
ক ও খ উভয়ই
উপরের সব কয়টি