Image
MCQ
2181. কসমেটিক কেয়ার অ্যাপ্লায়েন্স কোনটি?
হেয়ার ড্রায়ার
ইলেকট্রিক শেভার
ওয়াশিং মেশিন
ক এবং খ
2182. ক্লিনিং অ্যাপ্লায়েন্স কোনটি?
ওয়াশিং মেশিন
ইলেকট্রিক শেভার
রাইস কুকার
ক এবং খ
2183. ইস্ত্রির ওয়াট কী কী ধরনের হয়, লেখ।
100W
400W
200W
1000W
2184. একটি ঘরে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি কীভাবে লাগানো। থাকে?
শ্রেণি সংযোগে
শ্রেণি এবং সমান্তরাল উভয় সংযোগেই
সমান্তরাল সংযোগে
T-সংযোগে
2185. তাপনীতির উপর ভিত্তি করে যে অ্যাপ্লায়েন্স কাজ করে-
বৈদ্যুতিক ইস্ত্রি
ইলেকট্রিক ফ্যান
ব্লোয়ার
ওয়াশিং মেশিন
2186. একটি মোটা তারের রোধ একটি চিকন তারের রোধের তুলনায়-
বেশি
সমান
কম
দ্বিগুণ
2187. হুইটস্টোন ব্রিজ নীতি প্রতিষ্ঠিত কোন সূত্রের ওপর?
লেঞ্জের সূত্র
ফ্যারাডের সূত্র
কার্শফের সূত্র
কোনোটিই নয়
2188. বৈদ্যুতিক ইস্ত্রির তাপমাত্রা কন্ট্রোল করে কোনটি?
ইনসুলেটিং
হিটিং এলিমেন্ট
ইন্ডিকেটর ল্যাম্প
থার্মোস্ট্যাট
2189. ১০,০০০ ওহম এবং ২,০০০ ওহম প্যারালাল সংযোগ করলে মোট রেজিস্ট্যান্স কত হবে?
৬.৬৬ কিলোওহম
১৬.৬ কিলোওহম
১.৬৬ কিলোওহম
২৬.৬ কিলোওহম
2190. দুটি ক্যাপাসিটরের ধারকত্ব যথাক্রমে ৪৫ মাইক্রোফ্যারাড ও ৯০ মাইক্রোফ্যারাড। এদেরকে সিরিজে সংযুক্ত করলে। তুল্য ধারকত্ব কত হবে?
২০ মাইক্রোফ্যারাড
৪৫ মাইক্রোফ্যারাড
২৫ মাইক্রোফ্যারাড
৩০ মাইক্রোফ্যারাড
2191. বৈদ্যুতিক ইস্ত্রির হিটিং এলিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়-
টাংস্টেন তার
নাইক্রোম তার
ইউরেকা তার
কার্বন তার
2194. ইস্ত্রির “থার্মোস্ট্যাট” কী পদার্থের তৈরি?
স্টিল
সিলভার
লোহা
ক ও খ
2195. একটি সংযোগস্থলে যে কারেন্টসমূহ প্রবেশ করে, তাদের যোগফল ঐ সংযোগস্থল হতে যে কারেন্টসমূহ বের হয়ে যায়, তাদের যোগফলের সমান'-এই তত্ত্বটিকে বলা হয়-
Faraday's Law
Fermi's Law
Kirchoff's Law
LA Law
2196. হোম অ্যাপ্লায়েন্স কত প্রকার?
৮ প্রকার
৯ প্রকার
১০ প্রকার
১১ প্রকার
2197. একটি হুইটস্টোন ব্রিজের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বাহুতে যথাক্রমে ৬, ৩, ৪ ও ৬ ওহমের চারটি রোধ রয়েছে। ৪র্থ বাহুর রোধের সঙ্গে কত রোধ সমান্তরালে ব্যবহার করলে ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে?
৫ ওহম
৩ ওহম
৪ ওহম
৬ ওহম
2198. কিচেন অ্যাপ্লায়েন্স কোনটি?
মাইক্রোওয়েভ ওভেন
ওয়াশিং মেশিন
হেয়ার ড্রায়ার
ভ্যাকুয়াম ক্লিনার
2200. লিনেন কাপড় ইস্ত্রি করতে কমপক্ষে আয়রনের তাপমাত্রা কত থাকতে হয়?
500°F
400°F
200°F
150°F