MCQ
2261. "লজিক গেইটের আউটপুট HIGH হবে, যদি কমপক্ষে এর একটি ইনপুট LOW হয়”-এই উক্তিটি নিম্নের কোন গেইটের ক্ষেত্রে সত্য?
EX-OR
NAND
NOR
OR
2262. অন্তর্দহন (IC) ইঞ্জিনের যান্ত্রিক দক্ষতা (Mechanical efficiency)-
IHP/BHP
BHP/IHP
BHP/FHP
FHP/BHP
2263. "লজিক গেইটের আউটপুট LOW হবে, যদি কমপক্ষে এর একটি ইনপুট HIGH হয়”-এই উক্তিটি নিম্নের কোন গেইটের ক্ষেত্রে সত্য?
AND
NAND
OR
NOR
2264. প্যারিটি জেনারেটরে চেক করা হয়-
একটি বিট
তিনটি বিট
দুটি বিট
চারটি বিট
2265. কোনটির একক নেই?
ঘনত্ব
আপেক্ষিক গুরুত্ব
চাপ
আয়তন
2266. সিকুয়েন্সিয়াল বর্তনীতে ব্যবহৃত স্মৃতি বর্তনী হলো-
RAM
রেজিস্টার
কাউন্টার
ফ্লিপ-ফ্লপ
2268. যে-কোনো মুহুর্তে বয়লারের পানির সঠিক লেভেল জানা যায় যে যন্ত্রের সাহায্যে সেটি হলো-
ওয়াটার লেবেল ইন্ডিকেটর
ফিড চেক ভাল্ড
ব্লো-অফ কক
স্টপ ভালভ
2269. ডমেস্টিক রেফ্রিজারেটরের কো-ইফিসিয়েন্ট অব পারফরমেন্স (COP) হলো-
১.০-এর সমান
১.০-এর কম
১.০-এর বেশি
উপরের সবগুলোই সঠিক
2270. কোনটি ফিউশন ওয়েল্ডিং নয়?
আর্ক ওয়েল্ডিং
ঘর্ষণ ওয়েল্ডিং
থারমিট ওয়েল্ডিং
কোনোটিই নয়
2271. কারনু ম্যাপে সর্বোচ্চ চলকের সংখ্যা-
6
4
8
9
2272. কোনটি বয়লার মাউন্টিং?
সেফটি ভালভ
ইকোনোমাইজার
সুপারহিটার
কোনোটিই নয়
2273. "লজিক গেইটের আউটপুট HIGH হবে, যদি কমপক্ষে এর একটি ইনপুট HIGH হয়”-এই উক্তিটি নিম্নের কোন গেইটের ক্ষেত্রে সত্য?
NAND
AND
OR
EX-OR
2274. পিটটটিউব কেন ব্যবহার করা হয়?
তরলের ঘনত্ব নির্ণয়ে
তরলের চাপ নির্ণয়ে
তরলের দিক নির্ণয়ে
তরলের গতি নির্ণয়ে
2275. A + A ̅ B-এর মান-
A+B
A ̅ B ̅
A ̅ + AB
A
2276. A(A ̅+ B)-এর মান-
A+ A ̅B
AB
A ̅+ B ̅
A ̅ B ̅
2277. ইউনিট সমান কত কিলোক্যালরি?
৮৫০ কিলোক্যালরি
৮৬০ কিলোক্যালরি
৮৪০ কিলোক্যালরি
৮৭০ কিলোক্যালরি
2278. একটি গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণ কোন সূত্র দ্বারা প্রকাশ করা হয়?
PV = constant
PVγ =constant
PV0 = constant
PV∝ = constant
2279. দুটি Bit তুলনা করার জন্য নিম্নের কোন গেইটটি বেশি। উপযোগী?
AND
OR
NAND
EX-OR
2280. এক অশ্বক্ষমতা সমান-
৭৩৬ ওয়াট
৭৪৯ ওয়াট
৭৪৬ ওয়াট
৭৩৭ ওয়াট