Image
MCQ
2261. "লজিক গেইটের আউটপুট HIGH হবে, যদি কমপক্ষে এর একটি ইনপুট LOW হয়”-এই উক্তিটি নিম্নের কোন গেইটের ক্ষেত্রে সত্য?
EX-OR
NAND
NOR
OR
2263. "লজিক গেইটের আউটপুট LOW হবে, যদি কমপক্ষে এর একটি ইনপুট HIGH হয়”-এই উক্তিটি নিম্নের কোন গেইটের ক্ষেত্রে সত্য?
AND
NAND
OR
NOR
2266. সিকুয়েন্সিয়াল বর্তনীতে ব্যবহৃত স্মৃতি বর্তনী হলো-
RAM
রেজিস্টার
কাউন্টার
ফ্লিপ-ফ্লপ
2268. যে-কোনো মুহুর্তে বয়লারের পানির সঠিক লেভেল জানা যায় যে যন্ত্রের সাহায্যে সেটি হলো-
ওয়াটার লেবেল ইন্ডিকেটর
ফিড চেক ভাল্ড
ব্লো-অফ কক
স্টপ ভালভ
2269. ডমেস্টিক রেফ্রিজারেটরের কো-ইফিসিয়েন্ট অব পারফরমেন্স (COP) হলো-
১.০-এর সমান
১.০-এর কম
১.০-এর বেশি
উপরের সবগুলোই সঠিক
2270. কোনটি ফিউশন ওয়েল্ডিং নয়?
আর্ক ওয়েল্ডিং
ঘর্ষণ ওয়েল্ডিং
থারমিট ওয়েল্ডিং
কোনোটিই নয়
2272. কোনটি বয়লার মাউন্টিং?
সেফটি ভালভ
ইকোনোমাইজার
সুপারহিটার
কোনোটিই নয়
2273. "লজিক গেইটের আউটপুট HIGH হবে, যদি কমপক্ষে এর একটি ইনপুট HIGH হয়”-এই উক্তিটি নিম্নের কোন গেইটের ক্ষেত্রে সত্য?
NAND
AND
OR
EX-OR
2274. পিটটটিউব কেন ব্যবহার করা হয়?
তরলের ঘনত্ব নির্ণয়ে
তরলের চাপ নির্ণয়ে
তরলের দিক নির্ণয়ে
তরলের গতি নির্ণয়ে
2277. ইউনিট সমান কত কিলোক্যালরি?
৮৫০ কিলোক্যালরি
৮৬০ কিলোক্যালরি
৮৪০ কিলোক্যালরি
৮৭০ কিলোক্যালরি
2278. একটি গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণ কোন সূত্র দ্বারা প্রকাশ করা হয়?
PV = constant
PVγ =constant
PV0 = constant
PV∝ = constant