Image
MCQ
2341. 4,500 কুলম্ব চার্জকে 15 মিনিটে স্থানান্তরিত করতে কারেন্টের প্রয়োজন-
5A-এর
300 A-এর
1/300A-এর
15 A-এর
2342. কোনো পদার্থের পারমাণবিক সংখ্যা নির্ভর করে ঐ পদার্থের পরমাণুর-
ইলেকট্রনের মোট সংখ্যার উপর
ইলেকট্রন এবং প্রোটনের মোট সংখ্যার উপর
ইলেট্রকন, প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যার উপর
প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যার উপর
2343. ইলেকট্রনের তুলনায় প্রোটনের ভর-
1480 গুণ বেশি
18400 গুণ বেশি
1840 গুণ বেশি
14800 গুণ বেশি
2344. 100Ω এর একটি রেজিস্টরে ভোল্টেজ ড্রপ 10V হলে রেজিস্টরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে-
0.1A
1000A
10A
0.01A
2345. পরিবাহীর পরমাণুগুলোর ঋণাত্মক কণিকা বা ইলেকট্রনসমূহকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন, তাকে বলে-
শক্তি
ক্ষমতা
বিদ্যুচ্চালক বল
ইলেকট্রোমোটিভ ফোর্স (EMF)
2348. যদি 5A কারেন্ট 5 মিনিট ধরে প্রবাহিত হয়, তবে স্থানান্ত রিত চার্জ হবে-
25 কুলম্ব
300 কুলম্ব
60 কুলম্ব
1500 কুলম্ব
2349. 30 k Ω -এর একটি রেজিস্টরের মধ্য দিয়ে 0.5 mA কারেন্ট প্রবাহিত হলে রেজিস্টরে ভোল্টেজ ড্রপ হবে-
60 x 10^-6V
150V
60V
15V
2350. দুটি অসম চার্জের মধ্যে বিভব পার্থক্য পরিমাপ করা হয়-
কুলম্বে
জুলে
অ্যাম্পিয়ারে
ভোল্টে
2351. যদি একটি সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজ দ্বিগুণ করা হয় এবং সার্কিটের রেজিস্ট্যান্স অর্ধেক করা হয়, তবে কারেন্ট-
অপরিবর্তিত থাকবে
অর্ধেক হবে
দ্বিগুণ হবে
চারগুণ বৃদ্ধি পাবে
2352. এসআই পদ্ধতিতে রেজিস্টিভিটির একক-
ওহম-মিটার
ওহম-সেন্টিমিটার
ওহম-ইঞ্চি
ওহম-সারকুলার-মিল/ফুট
2353. এক ঘন সেন্টিমিটার তামার একটি টুকরোতে স্বাভাবিক তাপমাত্রায় মুক্ত ইলেকট্রনের সংখ্যা-
8.5 × 10^12 টি
85 × 10^15 টি
8.5 × 10^22 টি
8.5 × 10^25 টি
2354. একটি সরল সার্কিটে ডিসি সরবরাহ করা হলে সার্কিটে কারেন্ট বৃদ্ধি পাবে, যদি-
সার্কিটে রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়
প্রয়োগকৃত ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স স্থির থাকে
সার্কিটে রেজিস্ট্যান্স হ্রাস পায়
প্রয়োগকৃত ভোল্টেজ হ্রাস পায়
2355. কোনো পদার্থের পারমাণবিক ওজন নির্ভর করে ঐ পদার্থের পরমাণুর-
ইলেকট্রনের সংখ্যার উপর
প্রোটনের সংখ্যার উপর
প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যার উপর
ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যার উপর
2357. এক কুলম্ব সমান-
628 × 10^16 ইলেকট্রনের চার্জ
6.28 × 10^-16 ইলেকট্রনের চার্জ
682 × 10^18 ইলেকট্রনের চার্জ
6.82 x 10^-18ইলেকট্রনের চার্জ
2358. 45V-এর একটি ব্যাটারির আড়াআড়িতে একটি রেজিস্টর সংযোগ করলে 1 mA কারেন্ট প্রবাহিত হয়। রেজিস্টরটির রেজিস্ট্যান্স-
4.5 Ω
45ΚΩ
4.5 ΚΩ
450ΚΩ
2359. চার্জিত বস্তুর কাজ করার সামর্থ্যকে বলে-
বিদ্যুৎ বিভব
বিদ্যুচ্চালক বল
শক্তি
ক্ষমতা
2360. 5A কারেন্ট 100 কুলম্ব চার্জকে স্থানান্তরিত করতে সময় লাগে-
500 সেকেন্ড
0.05 সেকেন্ড
20 সেকেন্ড
2 মিনিট