Image
MCQ
2404. তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর প্রাবল্য E হলে সেখানে q আধান যে বল অনুভব করবে তা নিচের কোনটি?
qE
q/E
E/q
q^2E
2405. দুই ইনপুট-বিশিষ্ট NAND gate-এর output '0' হবে যখন input-সমূহের-
একটি 1 এবং অপরটি '০' হয়
দুটিই '0' হয়
দুটিই ' 1 ' হয়
খ অথবা গ
2411. সবচেয়ে বেশি আধান থাকে আহিত বস্তুর-
কেন্দ্রে
সমতল তলে
অবতল তলে
উত্তল তলে
2415. দুই ইনপুটবিশিষ্ট অর (OR) গেইট-এর আউটপুট শূন্য হয় যখন - হয়।
উভয় ইনপুটই শূন্য
যে-কোনো একটি ইনপুট শূন্য
উভয় ইনপুট '1'
যে-কোনো একটি ইনপুট '1'
2416. নিম্নের কোনটির স্পিড সবচেয়ে বেশি?
ক্যাশ মেমরি
মেইন মেমরি
ভার্চুয়াল মেমরি
চৌম্বক মেমরি