Image
MCQ
2841. সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা হলো-
2টি
4টি
5টি
8 টি
2843. P-টাইপ সেমিকন্ডাক্টর প্রস্তুত করতে প্রয়োজন হয়-
দ্বিযোজী ভেজাল মৌল
ত্রিযোজী ভেজাল মৌল
চতুর্যোজী ভেজাল মৌল
পঞ্চযোজী ভেজাল মৌল
2844. একটি Chopper সার্কিট মূলত-
ডিসি থেকে এসি কনভার্টার
এসি থেকে ডিসি কনভার্টার।
ডিসি থেকে ডিসি কনভার্টার
কোনোটিই নয়
2845. একটি SCR কখন কারেন্ট প্রবাহিত হতে দেয় না?
ফরওয়ার্ড ভোল্টেজ ব্রেক-ওভার ভোল্টেজের চেয়ে ছোট হলে
কারেন্টের মান হোল্ডিং কারেন্টের নিচে নেমে গেলে
গেট পালস না থাকলে
সবগুলোই সঠিক
2846. ডায়োডের বা P-N জাংশনের ব্যারিয়ার পটেনশিয়াল বাধা প্রদান করে শুধুমাত্র-
P স্তরের হোলসমূহকে
N স্তরের ইলেকট্রনসমূহকে
উভয় স্তরের মেজরিটি ক্যারিয়াসমূহকে'
উভয় স্তরের মাইনরিটি ক্যারিয়ারসমূহকে
2848. একটি মাধ্যমের পারমিয়্যাবিলিটি এবং পারমিটিভিটি-
পরস্পর স্বতন্ত্র
ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের গতিবেগ দ্বারা সম্পর্কিত
বোল্টজ ম্যান'স কনস্ট্যান্ট দ্বারা সম্পর্কিত
কোনোটিই নয়
2849. ইমপ্রেগনেটেড পেপারের ডাই-ইলেকট্রিক স্ট্রেংথ-
40-50 kV/cm
75-100 kV/cm
200-300 kV/cm
500-600 kV/cm
2850. পরিবাহীতে ভ্যালেন্স ইলেকট্রন থাকে-
4টির বেশি
4টি
4টির কম
কোনোটিই নয়
2851. অর্ধপরিবাহী ডায়োডকে কী বলা হয় --
রেকটিফায়ার
ট্রানজিস্টর
অ্যামপ্লিফায়ার
কোনোটিই নয়
2852. P-N জাংশন ডায়োডের অ্যানোড ও ক্যাথোড নির্ণয়ে ব্যবহৃত হয়-
অ্যামিটার
ভোল্টমিটার
ওয়াটমিটার
ওহমমিটার
2853. একটি মৌলিক পদার্থ দৃঢ়ভাবে একটি ম্যাগনেটিক সলিড গঠন করতে পারে কেবলমাত্র তখনই, যখন এর অ্যাটমসমূহ-
একটি অসম্পূর্ণ ভ্যালেন্স শেলে থাকে
একটি সম্পূর্ণ ভ্যালেন্স শেলে থাকে
একটি অসম্পূর্ণ ইনার শেলে থাকে
একটি শূন্য ইনার শেলে থাকে
2854. ফুল-ওয়েভ রেক্টিফায়েড ভোল্টেজ এবং কারেন্ট রিপ্ল ফ্যাক্টর-
0.44
0.46
0.48
0.50
2857. এলইডি থেকে লাল অথবা হলুদ আলো পাওয়া যায়, যদি তা তৈরি হয়-
GaAs দ্বারা
Ge দ্বারা
GaP দ্বারা
GaAs P দ্বারা
2858. PNP এবং NPN ট্রানজিস্টরের প্রতীকের অ্যামিটারে ব্যবহৃত তীর চিহ্নটি নির্দেশ করে-
ইলেকট্রন প্রবাহের দিক
কারেন্ট প্রবাহের দিক
ভোল্টেজের দিক
কোনোটিই নয়
2859. লাল (Infrared) আলো প্রদানকারী এলইডি তৈরি করা হয়-
Ge দ্বারা
GaAs দ্বারা
GaP দ্বারা
GaAs P দ্বারা
2860. কোনো পরমাণুর চতুর্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা-
9 টি
16টি
1৪টি
32টি