Image
MCQ
2861. ইউপিএস (UPS)-এর ব্যাকআপ সময় কীসের উপর নির্ভরশীল?
ব্যাটারির অ্যাম্পিয়ার-আওয়ার
ব্যাটারির বিদ্যমান চার্জ
লোড
সবগুলো
2862. একটি ১০ মিনিট ফুল লোড ব্যাকআপ বিশিষ্ট ইউপিএস, হাফ লোডে আনুমানিক ব্যাকআপ সময় হবে-
৫মিনিট
১০ মিনিট
২০ মিনিট
৪০ মিনিট
2864. ট্রানজিস্টর মূলত কী হিসাবে ব্যবহৃত হয়?
অ্যামপ্লিফায়ার
অসিলেটর
ভোল্টেজ রেগুলেটর
রেক্টিফায়ার
2865. BJT দিয়ে তৈরি একটি Amplifier circuit-এর কোন Configuration-এর ইনপুট Impedance সবচেয়ে বেশি?
CE
CC
CB
Push pull
2867. TRIAC ব্যবহার করা যেতে পারে একটি-
দ্বিমুখী SCR
একমুখী SCR
PNP ট্রানজিস্টর
NPN ট্রানজিস্টর
2868. টেট্রাহেড্রাল বন্ডিং নিম্নের কোন বন্ডগুলোর বৈশিষ্ট্য?
মলিকুলার
কো-ভ্যালেন্ট
আয়োনিক
মেটালিক
2872. ডায়োড ব্রিজ রেকটিফায়ারের ইনপুট এবং আউটপুট ফ্রিকুয়েন্সির অনুপাত হচ্ছে--
১:১
১:২
২:১
১:৪
2873. OP Amp দিয়ে নিচের কোন সার্কিট তৈরি করা যায়?
ভোল্টেজ যোগের সার্কিট (Voltage Summation)
Amplifier
Integrator
উপরের সবগুলো
2875. গ্রাফাইটে বন্ডিং হয়-
ভ্যানডার ওয়ালস
মেটালিক
কো-ভ্যালেন্ট
(ক) ও (গ) উভয়টিই
2878. একটি Red-Red-Red-Gold কালার Band এর কার্বন Resistor এর মান-
২.৪ কিলোওহম ± ৫%
৩.২ কিলোওহম ± ৩%
২. ২ কিলোওহম ± ৩%
২.২ কিলোওহম ± ৫%
2879. একটি Si-diode-এ কারেন্ট প্রবাহিত হলে, forward bias অবস্থায় কত Voltage থাকে?
0.7V
0V
0.3V
7V
2880. একটি ডিসি পাওয়ার সাপ্লাই তৈরিতে কোনটি প্রয়োজন?
ডায়োড
ট্রান্সফর্মার
ক্যাপাসিটর
সবগুলো