Image
MCQ
441. একটি আদর্শ ট্রান্সফর্মার সেটি, যার-
প্রাইমারি ও সেকেন্ডারি ওয়াইন্ডিং এর জন্য একটি কমন কোর আছে
কোনো লস্ এবং ম্যাগনেটিক লিকেজ নেই
স্টেইনলেস স্টিলের কোর এবং বিশুদ্ধ তামার ওয়াইন্ডিং আছে
প্রাইমারি ও সেকেন্ডারি ওয়াইন্ডিং-এর আন্তঃসংযোগ আছে
442. একটি ট্রান্সফর্মারের প্রাইমারির প্রতি টার্ন ভোল্টেজ, সেকেন্ডারির প্রতি টার্ন ভোল্টেজের-
চেয়ে বেশি
চেয়ে কম
সমান
কোনোটিই নয়
443. একটি স্টেপ-আপ ট্রান্সফর্মার কোনটি বৃদ্ধি করে?
ভোল্টেজ
কারেন্ট
পাওয়ার
ফ্রিকুয়েন্সি
444. একটি লোডেড স্টেপ-আপ ট্রান্সফর্মারের সেকেন্ডারির সাথে তুলনা করলে প্রাইমারিতে থাকে-
নিম্নতর ভোল্টেজ এবং উচ্চতর কারেন্ট
উচ্চতর ভোল্টেজ এবং নিম্নতর কারেন্ট
নিম্নতর ভোল্টেজ এবং নিম্নতর কারেন্ট
উচ্চতর ভোল্টেজ এবং উচ্চতর কারেন্ট
445. যখন একটি ট্রান্সফর্মারের সেকেন্ডারি শর্টসার্কিট করা হয়, তখন প্রাইমারির ইন্ডাকট্যান্স-
হ্রাস পায়
অপরিবর্তিত থাকে
বৃদ্ধি পায়
কোনোটিই নয়
446. একটি ট্রান্সফর্মারের বেশি সংখ্যক প্যাঁচবিশিষ্ট ওয়াইন্ডিংকে বলা হয়-
লো-ভোল্টেজ ওয়াইন্ডিং
হাই-ভোল্টেজ ওয়াইন্ডিং
লো-অথবা হাই-ভোল্টেজ ওয়াইন্ডিং
উপরের কোনোটিই না
447. একটি ট্রান্সফর্মার একটি দক্ষ যন্ত্র, কারণ এটি-
একটি স্থির যন্ত্র
ইন্ডাকটিভ কাপলিং ব্যবহার করে
ক্যাপাসিটিভ কাপলিং ব্যবহার করে
বৈদ্যুতিক কাপলিং ব্যবহার করে
448. একটি ট্রান্সফর্মারের নো-লোড টেস্ট করা হয় নিম্নের কোনটি নির্ণয়ের জন্য?
কপার লস্
ম্যাগনেটাইজিং কারেন্ট এবং কোর লস
ট্রান্সফর্মারের দক্ষতা
ম্যাগনেটাইজিং কারেন্ট
449. একটি আদর্শ ট্রান্সফর্মারে নো-লোড কারেন্ট --
V₁-এর 90° পিছনে থাকে
V₁-এর 90° অগ্রগামী থাকে
V₁-এর সাথে ইন-ফেজ থাকে
V₁-এর ০° হতে 90° পিছনে থাকে
450. 5kVA রেটিং এর নিচে ট্রান্সফর্মার সাধারণত হয়-
অয়েল কুন্ড
ন্যাচারল এয়ার কুন্ড
ওয়াটার কুণ্ড
কোনোটিই নয়
452. অল্টারনেটরে টারমিনাল ভোল্টেজ ইএমএফ এর চেয়ে কম, কারণ-
আর্মেচার ড্রপ
সিনক্রোনাস রিয়্যাক্ট্যান্স ড্রপ
আর্মেচার রিয়‍্যাকশন
সবগুলো
453. একটি ট্রান্সফর্মারের এডি কারেন্ট লস্ নিম্নের কোনটির সরাসরি সমানুপাতিক?
কোর ল্যামিনেশনের পুরুত্বের
কোর ল্যামিনেশনের পুরুত্বের বর্গের
সাপ্লাই ফ্রিকুয়েন্সির
কোরের ফ্লাক্স ডেনসিটির
454. একটি ট্রান্সফর্মারের ওপেন সার্কিট টেস্ট করা হয় নিম্নের কোনটি নির্ণয়ের জন্য?
কপার লস্
কোর লস্
ইন্সুলেশন
রেজিস্ট্যান্স দক্ষতা
455. একটি ট্রান্সফর্মারের প্রাইমারি ও সেকেন্ডারি কীভাবে সংযুক্ত থাকে?
বৈদ্যুতিকভাবে
যান্ত্রিকভাবে
চৌম্বকভাবে
বৈদ্যুতিক ও চৌম্বকভাবে
457. তিন-ফেজ মোটরের 220V, 50Hz ফ্রিকুয়েন্সির স্লিপ 4% হলে, মোটরের রোটর ফ্রিকুয়েন্সি বের কর?
4Hz
6Hz
8Hz
2Hz
458. দুই ওয়াইন্ডিং বিশিষ্ট ট্রান্সফর্মারের প্রাইমারি ও সেকেন্ডারিতে ইনডিসড্ ভোল্টেজ সর্বদাই-
পরিমাণে সমান থাকে
পরস্পর বিপরীত ফেজে থাকে
পরস্পর ইন-ফেজে থাকে
সেকেন্ডারি লোড কর্তৃক নির্ধারিত হয়
459. যদি একটি ট্রান্সফর্মারের সরবরাহ ফ্রিকুয়েন্সি বৃদ্ধি করা হয়, তবে আয়রন লস-
হ্রাস পাবে
বৃদ্ধি পাবে
কিছুই হবে না
কোনোটিই নয়
460. কোর টাইপ ট্রান্সফর্মারে থাকে-
দীর্ঘ ম্যাগনেটিক পাথ
হ্রস্ব (Short) ম্যাগনেটিক পাথ
প্রতি টার্নে কম গড় দৈর্ঘ্য
কোনোটিই নয়