Image
MCQ
521. ট্রান্সমিশন লাইনের চার্জিং কারেন্ট লাইন লস-
বৃদ্ধি করে
হ্রাস করে
স্থির রাখে
কোনোটিই নয়
522. ট্রান্সমিশন লাইনের ভেলোসিটি ফ্যাক্টর-
সর্বদাই একের চেয়ে বেশি হয়
চারদিকের মাধ্যমের পারনিটিভিটির উপর নির্ভর করে
বায়ু সাধনের জন্য কম হয়
স্কিন-ইফেক্ট দ্বারা পরিচালিত হয়
523. ক্যাপাসিট্যান্সের প্রভাব কোন লাইনে ধরতে হয়?
স্বল্পদৈর্ঘ্য
উচ্চ দৈর্ঘ্য
মধ্যম
মধ্যম ও উচ্চ দৈর্ঘ্য
529. করোনা লস কমানোর জন্য কী ধরনের কন্ডাক্টর ব্যবহার করা হয়?
ACSR
টুইন ক্যাবল
এরিয়াল
কো-এক্সিয়াল
533. স্বল্পদীর্ঘ Transmission line-এ কখন গ্রহণ প্রান্তের Voltage প্রেরণ প্রান্তের Voltage এর চেয়ে বেশি হয়?
রেজিস্টিভ
ইন্ডাক্টিভ
ক্যাপাসিটিভ
ফ্যান
534. পাওয়ার ফ্যাক্টর দারুণভাবে হ্রাস পেলে লাইনে কারেন্ট প্রবাহিত হয়--
ল্যাগিং
অপরিবর্তনীয়
লিডিং
যে-কোনোটি
535. লাইনের সার্জ ভোল্টেজ নিবারণে কী ব্যবহৃত হয়?
লাইটনিং অ্যারেস্টার
বুখলজ রিলে
কোনোটিই নয়
যে-কোনোটি
537. যদি শান্ট ক্যাপাসিট্যান্স কমানো হয় তবে স্ট্রিং ইফিসিয়েন্সি-
বাড়বে
বেশি বাড়বে
কমবে
অপরিবর্তিত থাকবে