Image
MCQ
722. অল্টারনেটরের স্টেটর ওয়াইন্ডিং ত্রুটি কোনটি?
ফেজ টু ফেজ ফল্ট
ফেজ টু গ্রাউন্ড ফল্ট
ইন্টার টার্ন ফল্ট
সবগুলো
723. সার্কিটে ফিউজ কীভাবে লাগানো থাকে?
সিরিজে
প্যারালালে
উভয়
কোনোটিই নয়
725. ট্রান্সমিশন লাইনের প্রটেকশন কত প্রকার?
তিন প্রকার
পাঁচ প্রকার
চার প্রকার
ছয় প্রকার
726. সারকুলেটিং কারেন্ট পদ্ধতিতে স্বাভাবিক অবস্থায় পাইলট ওয়্যারে কত কারেন্ট প্রবাহিত হয়।
1A
2A
5A
0A
729. থার্মাল রিলের হিটার কয়েল কোথা হতে কারেন্ট পায়?
PT
CT
ওয়াটমিটার
ভোল্টমিটার
730. Induction type রিলের ডিস্ক কত কোণ পর্যন্ত ঘোরে?
180° পর্যন্ত
90° পর্যন্ত
240° পর্যন্ত
360° পর্যন্ত
732. রি-অয়্যারেবল ফিউজ কোথায় ব্যবহার করা হয়?
আবাসিক বাড়িতে
অফিসে।
কলকারখানায়
ক ত্ত খ
734. ফিউজিং কারেন্ট নির্ভরশীল নিম্নের কোন বিষয়ের উপর?
ফিউজ এলিমেন্টের পদার্থের উপর
ফিউজ এলিমেন্টের দৈর্ঘ্যের উপর
ফিউজ এলিমেন্টের ব্যাসের উপর
সবগুলো
735. শর্টসার্কিট কারেন্ট সর্বোচ্চ যে মানে পৌছার পূর্বে ফিউজ তার গলে যায়, তাকে বলে।
ব্রেকিং ক্যাপাসিটি
কাট-অফ কারেন্ট
ফিউজিং কারেন্ট
প্রসপেকটিভ কারেন্ট
737. SF6 গ্যাসের ডাই-ইলেকট্রিক কত গুণ? স্ট্রেংথ বাতাসের তুলানায়--
2গুণ
2-3 গুণ
3 গুণ
কোনোটিই নয়
738. SF6 সার্কিট ব্রেকারে কোন ধরনের পাওয়ার ব্যবহৃত হয়?
High power
Medium power
Low power
কোনোটিই নয়
740. স্ট্যাটিক রিলে কী কী কজে ব্যবহৃত হয়?
জেনারেটর প্রটেকশন-এ
বাসবার প্রটেকশন-এ
ট্রান্সমিশন লাইন প্রটেকশন-এ
সবগুলো