MCQ
721. MCCB-এর পূর্ণনাম কী?
Miniature Current Circuit Breaker
Molded Current Circuit Breaker
Molded Change Circuit Breaker
Molded Case Circuit Breaker
722. SF6 গ্যাসের ডাই-ইলেকট্রিক কত গুণ? স্ট্রেংথ বাতাসের তুলানায়--
2গুণ
2-3 গুণ
3 গুণ
কোনোটিই নয়
723. কার্টিজ ফিউজ কত রেটিং পর্যন্ত ব্যবহৃত হয়?
22kV, 8000A
33kV, 8700A
66kV, 10000A
132kV, 9000A
724. ফিউজিং কারেন্ট নির্ভরশীল নিম্নের কোন বিষয়ের উপর?
ফিউজ এলিমেন্টের পদার্থের উপর
ফিউজ এলিমেন্টের দৈর্ঘ্যের উপর
ফিউজ এলিমেন্টের ব্যাসের উপর
সবগুলো
725. শর্টসার্কিট কারেন্ট সর্বোচ্চ যে মানে পৌছার পূর্বে ফিউজ তার গলে যায়, তাকে বলে।
ব্রেকিং ক্যাপাসিটি
কাট-অফ কারেন্ট
ফিউজিং কারেন্ট
প্রসপেকটিভ কারেন্ট
726. রিলে একটি--
স্বয়ংক্রিয় ডিভাইস
সুইচ
সার্কিট ব্রেকার
গিয়ার
727. ট্রান্সমিশন লাইনের প্রটেকশন কত প্রকার?
তিন প্রকার
পাঁচ প্রকার
চার প্রকার
ছয় প্রকার
728. স্ট্যাটিক রিলে কী কী কজে ব্যবহৃত হয়?
জেনারেটর প্রটেকশন-এ
বাসবার প্রটেকশন-এ
ট্রান্সমিশন লাইন প্রটেকশন-এ
সবগুলো
729. থার্মাল রিলের হিটার কয়েল কোথা হতে কারেন্ট পায়?
PT
CT
ওয়াটমিটার
ভোল্টমিটার
730. অল্টারনেটরের স্টেটর ওয়াইন্ডিং ত্রুটি কোনটি?
ফেজ টু ফেজ ফল্ট
ফেজ টু গ্রাউন্ড ফল্ট
ইন্টার টার্ন ফল্ট
সবগুলো
731. SF6 সার্কিট ব্রেকার কত ভোল্টেজের জন্য তৈরি করা হয়?
115-230kV
11-33kV
66-132kV
33-66kV
732. Induction type রিলের ডিস্ক কত কোণ পর্যন্ত ঘোরে?
180° পর্যন্ত
90° পর্যন্ত
240° পর্যন্ত
360° পর্যন্ত
733. সারকুলেটিং কারেন্ট পদ্ধতিতে স্বাভাবিক অবস্থায় পাইলট ওয়্যারে কত কারেন্ট প্রবাহিত হয়।
1A
2A
5A
0A
734. বিলের অপারেটিং টাইম কত?
002-003 sec
0.02-0.04 s ec
0.03-0.04 sec
0.04-0.05 sec
735. Sulpher Hexaflouride circuit breaker-এ কোন ৪৪ ধরনের গ্যাস ব্যবহৃত হয়?
N2
O2
SF6
H2
736. বিলের ফন্ট ক্লিয়ারিং টাইম কত?
0.07-0.1 sec
0.01-0.02 sec
0:00-0:03 sec
0.03-0.05 sec
737. সার্কিটে ফিউজ কীভাবে লাগানো থাকে?
সিরিজে
প্যারালালে
উভয়
কোনোটিই নয়
738. রি-অয়্যারেবল ফিউজ কোথায় ব্যবহার করা হয়?
আবাসিক বাড়িতে
অফিসে।
কলকারখানায়
ক ত্ত খ
739. SF6 সার্কিট ব্রেকারে কোন ধরনের পাওয়ার ব্যবহৃত হয়?
High power
Medium power
Low power
কোনোটিই নয়
740. ফিউজিং ফ্যাক্টরের মান কত?
I
I। এর চেয়ে বড়
।-এর চেয়ে ছোট
কোনোটিই নয়