Image
MCQ
8541. 'গাড়িঘোড়া চড়লে লেখাপড়া কর'। এই সরল বাক্যটির যৌগিকরূপ কোনটি?
লেখাপড়া কর, তাহলে গাড়িঘোড়ায় চড়তে পারবে
লেখাপড়া কর, গাড়িঘোড়ায় চড়তে পারবে
লেখাপড়া করে যেই, গাড়িঘোড়া চড়ে সেই
গাড়িঘোড়ায় চড়ার জন্য প্রয়োজন লেখাপড়া
8542. 'বল বীর বল উন্নত মম শির।' বাক্যটি কী?
ইচ্ছাসূচক
প্রশ্নসূচক
আদেশসূচক
বিস্ময়বোধক
8543. 'মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে' বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয়-
মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে
মিথ্যাবাদীকে সবাই পছন্দ না করে পারে না
মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না
8544. 'খোদা তোমার মঙ্গল করুন' কী অর্থে ব্যবহার করা হয়েছে?
উপকার
প্রার্থনা
বিধান
কোনোটিই নয়
8545. একই বাক্য রচনায় সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণকে কী বলে?
গুরুচণ্ডালী দোষ
বাহুল্য দোষ
দ্বিত্বজনিত ভুল
বাচ্যজনিত দোষ
8546. 'তবু না বলা কথাটি সবাই মেনে নেয়' বাক্যটির নেতিবাচক রূপ-
তবু না বলা কথাটি সবাই মেনে নেয় না
তবু না বলা কথাটি সবাই মেনে না নিয়ে পারে না
তবু না বলা কথাটি সবার না মানার উপায় থাকে না
তবু না বলা কথাটি সবার মানতে হয়
8547. 'নালিশটা অযৌক্তিক' কোন ধরনের বাক্য?
নেতিবাচক
অনুজ্ঞাবাচক
অস্তিবাচক
প্রশ্নবাচক
8548. নিচের কোনটি নেতিবাচক বাক্য?
হৈম তাহার অর্থ বুঝিতে ব্যর্থ হইল
হৈম তাহার অর্থ বুঝিল না
হৈম কি তাহার অর্থ বুঝিল না
হৈম তাহার অর্থ বুঝিল!
8549. যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে-
জটিল বাক্য
মিশ্র বাক্য
যৌগিক বাক্য সরল বাক্য
সরল বাক্য
8550. 'কর্ম কর, অনুরূপ ফল পাবে।' গঠন অনুসারে এটি কোন ধরনের বাক্য?
সরল
যৌগিক
জটিল
কার্যকারণাত্মক
8551. 'পড়া শেষে খেলতে যাবো' এই বাক্যে কোন লক্ষণ প্রকাশিত?
স্পৃহা
অভ্যাস
আসত্তি
অভিপ্রায়
8552. 'তাদের ভুলটা ভাঙতে দেরি হয় না'। নেতিবাচক বাক্যটির অস্তিবাচক রূপ-
তাদের ভুলটা ভাঙতে দেরি হয়
অচিরেই তাদের ভুল ভাঙে
তাদের ভুলটা দেরিতে ভাঙে
8553. 'বাংলাদেশ যেন জয়লাভ করে।'- এটি কোন ধরনের বাক্য?
আবেগসূচক
বর্ণনাত্মক
প্রার্থনাসূচক
অনুজ্ঞাসূচক
8554. 'শিক্ষিত লোকেরা অত্যন্ত বুদ্ধিমান'- এটি কোন ধরনের বাক্য?
সরল বাক্য
জটিল বাক্য
যৌগিক বাক্য
খণ্ডবাক্য
8555. 'প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে'। বাক্যটির নেতিবাচক রূপ নিচের কোনটি?
প্রিয়ংবদা যথার্থ কহে নাই
প্রিয়ংবদা অযথার্থ কহিয়াছে
প্রিয়ংবদা অযথার্থ কহে নাই
কোনোটিই নয়
8556. 'তাঁর টাকা আছে কিন্তু তিনি দান করেন না' কোন ধরনের বাক্য?
যৌগিক
জটিল
সরল
খণ্ড
8557. 'বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে'- কোন ধরনের বাক্য?
সরল
জটিল
যৌগিক
মিশ্র
8558. 'লোকটি যদিও ধনী, তবুও সে কৃপণ' কোন ধরনের বাক্য?
যৌগিক
সরল
জটিল
খণ্ড
8559. 'ভাল ফলের চেষ্টা কর'। এটি কোন ধরনের বাক্য?
ইচ্ছাবোধক
বিস্ময়বোধক
নির্দেশাত্মক
অনুজ্ঞাবাচক
8560. বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র। কোন ধরনের বাক্য?
সরল বাক্য
যৌগিক বাক্য
জটিল বাক্য
মিশ্র বাক্য