Image
MCQ
8561. রবীন্দ্রনাথের 'বলাকা' কাব্যে ব্যবহৃত ছন্দের নাম:
মুক্তক ছন্দ
গদ্য ছন্দ
স্বরবৃত্ত ছন্দ
মন্দাক্রান্তা ছন্দ
8562. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
পল্লী সমাজ
শেষ প্রশ্ন
পদ্মরাগ
পরিণীতা
8563. 'সুলতানার স্বপ্ন' কি ধরনের রচনা?
উপন্যাস
কাব্য
নাটক
প্রবন্ধ
8564. যে রচনাটির সঙ্গে রোকেয়ার সাহিত্যকর্মের সম্পর্ক নেই-
পিপাসা
সৌরজগৎ
সওগাত
লুৎফউন্নেসা
8565. রোকেয়া সাখাওয়াত হোসেন এর কোন গ্রন্থটি ইংরেজিতে লেখা?
মতিচুর
পদ্মরাগ
সুলতানার স্বপ্ন
অবরোধবাসিনী
8566. বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন?
১৮৭০ সালে গাইবান্ধা জেলায়
১৮৮১ সালে নীলফামারি জেলায়
১৮৮০ সালে রংপুর জেলায়
১৮৭৯ সালে রংপুর জেলায়
8567. মুসলিম নারী জাগরণের অগ্রদূত?
সুফিয়া কামাল
জাহানারা ইমাম
সেলিনা হোসেন
বেগম রোকেয়া সাখাওয়াত
8568. নিচের কোনটি নাটক?
গড্ডলিকা
সিন্ধু হিন্দোল
রক্তকরবী
কালান্তর
8569. সে আদা-কাঁচকলা খেয়ে 'কাজটি শেষ করার জন্য নেমেছে।' বাক্যটি কী হারিয়েছে?
আকাঙ্ক্ষা
যোগ্যতা
আসত্তি
পদক্রম
8570. 'ভানুসিংহ ঠাকুরের পদাবলী' বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন?
প্রাচীন যুগ
মধ্যযুগ
আধুনিক যুগ
অন্ধকার যুগ
8571. 'সুখী মানুষ সূর্যোদয়ে আনন্দিত হয় এবং রাত্রির আগমনে পুলকিত হয়ে থাকে।' কোন ধরনের বাক্য?
সরল
জটিল
মিশ্র
যৌগিক
8572. "হৈম কে আমি লইয়া যাইব" কে বলেছিল?
হৈমন্তীর স্বামী
হৈমন্তীর বাবা
দিদিমা
বনমালী বাবু
8573. কোন দুটি গ্রন্থ বেগম রোকেয়ার রচনা?
অবরোধবাসিনী ও ক্রীতদাসের হাসি
পদ্মরাগ ও অবরোধবাসিনী
দোলনচাঁপা ও মতিচুর
খোয়াবনামা ও পদ্মরাগ
8574. কোনটি বেগম রোকেয়ার রচনা নয়?
মতিচুর
পদ্মিনী
সুলতানার স্বপ্ন
অবরোধবাসিনী
8575. বহুভাষাবিদ পণ্ডিত বলতে কার নাম প্রথমে মনে আসে?
শেক্সপীয়র
ড. মুহম্মদ শহীদুল্লাহ
আলবার্টো মোরোভিয়া
চেখভ
8576. মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে?
বেগম শামসুন নাহার
সেলিনা হোসেন
রোকেয়া সাখাওয়াত হোসেন
সুফিয়া কামাল
8577. 'সুলতানার স্বপ্ন' গ্রন্থের রচয়িতা কে?
তসলিমা নাসরিন
সুফিয়া কামাল
রোকেয়া সাখাওয়াত হোসেন
রাবেয়া খাতুন
8578. কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
শেষের কবিতা
সোনার তরী
শেষ বিকেলের মেয়ে
নৌকাডুবি
8579. 'যেমন কাজ করবে, তেমন ফল পাবে।' বাক্যটির সরল রূপ কোনটি?
কাজ অনুযায়ী ফল পাবে
কাজের উপর ফল নির্ভর করে
ফলেই কর্মের পরিচয়
যেমন কর্ম তেমন ফল
8580. 'ধান্য তার বসুন্ধরা যার'- এ বাণীটি নিচের কোন রচনায় উদ্ধৃত হয়েছে?
বিড়াল
অপরিচিতা
সাম্যবাদী
চাষার দুক্ষু