MCQ
8621. 'তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার / জনমে জনমে যুগে যুগে অনিবার।' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ?
অনন্ত প্রেম
উপহার
ব্যক্ত প্রেম
শেষ উপহার
8622. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
শেষ প্রশ্ন
শেষ কথা
গীতাঞ্জলি
শেষের কবিতা
8623. 'ডাকঘর' কোন ধরনের রচনা?
নাটক
কবিতা
উপন্যাস
প্রবন্ধ
8624. 'মা আমার ছুটি হয়েছে, আমি বাড়ি যাচ্ছি'- কোন গল্পের উদ্ধৃতি?
শাস্তি
মহেশ
ছুটি
ফটিক
8625. 'ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু' গানটির রচয়িতা কে?
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
হাছন রাজা
লালন শাহ
8626. রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্যকাব্য কোনটি?
পুনশ্চ
বলাকা
ক্ষণিকা
সোনারতরী
8627. নিচের কোন গ্রন্থটি অন্যদের থেকে আলাদা?
সোনার তরী
মানসী
দোলন চাঁপা
শেষের কবিতা
8628. রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কোনটি?
আদুরে
জননী
আমাদের ছোট নদী
কবর
8629. 'মানসী' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
মাইকেল মধুসূদন দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
জীবনানন্দ দাশ
8630. 'বিসর্জন' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত...
কাব্যনাটক
উপন্যাস
আত্মজীবনী
ছোটগল্প
8631. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৃত্যনাট্য কোনটি?
তাসের দেশ
রক্তকরবী
চণ্ডালিকা
ডাকঘর
8632. বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শেষ প্রশ্ন'
রবীন্দ্রনাথ ঠাকুরের 'চোখের বালি'
কাজী নজরুল ইসলামের 'কুহেলিকা'
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কপালকুণ্ডলা'
8633. যোগাযোগ' উপন্যাসের রচয়িতা কে?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঈশ্বরচন্দ্র গুপ্ত
বনফুল
রবীন্দ্রনাথ ঠাকুর
8634. 'ব্যক্ত প্রেম' ও 'গুপ্ত প্রেম' কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
খেয়া
কল্পনা
মানসী
সোনার তরী
8635. T.S. Eliot এর 'The Journey of the Magi' কবিতার রবীন্দ্রনাথ ঠাকুরকৃত অনূদিত রূপ হলো-
পুনশ্চ
বাশী
তীর্থযাত্রী
জীবনদেবতা
8636. 'চিত্রা' রবীন্দ্রনাথের একটি-
উপন্যাস
প্রবন্ধ
নাটক
কাব্যগ্রন্থ
8637. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক নয়?
রক্তকরবী
ডাকঘর
পুনশ্চ
চিত্রাঙ্গদা
8638. 'পোস্টমাস্টার' ছোট গল্পের রচয়িতা কে?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বিহারীলাল
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
8639. ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রথম বক্তৃতা করেন-
১৯২৬ সালের ১০ ফেব্রুয়ারি
১৯২৮ সালের ১০ এপ্রিল
১৯৩০ সালের ১০ মে
১৯৩২ সালের ১০ আগস্ট
8640. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
অগ্নিবীণা
চিত্রা
সোনার তরী
বলাকা