Image
MCQ
8781. 'শেষের কবিতা' উপন্যাস হলে 'শেষ লেখা' কী?
কাব্যগ্রন্থ
নাটক
উপন্যাস
প্রহসন
8782. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
শেষ লেখা
শেষ কথা
শেষ প্রশ্ন
শেষ দিন
8783. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'আমার সোনার বাংলা' কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সংগীতরূপে নেওয়া হয়েছে?
১০ লাইন
২৫ লাইন
১৫ লাইন
৮ লাইন
8784. 'হিং টিং ছট' কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
ভানুসিংহের পদাবলি
কবি কাহিনী
চিত্রাঙ্গদা
সোনার তরী
8785. রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত, সেটি কোনটি?
বাংলাদেশর জাতীয় সংগীত
গল্পগুচ্ছ
সঞ্চয়িতা
গীতাঞ্জলি
8786. পদাবলি লিখেছেন-
রবীন্দ্রনাথ ঠাকুর
মাইকেল মধুসুদন দত্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
কায়কোবাদ
8787. রবীন্দ্রনাথ ঠাকুর তার 'পূরবী' কাব্য কাকে উৎসর্গ করেছিলেন?
মৈত্রেয়ী দেবী
ভিক্টোরিয়া ওকাম্পো
হেমন্তবালা দেবী
কাদম্বরী দেবী
8788. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কি?
বনফুল
শেষ প্রশ্ন
কবি-কাহিনী
বলাকা
8789. কোন কবিতা হতে রবীন্দ্রনাথ গদ্যরীতিতে কবিতা লেখা শুরু করেন?
বলাকা
খাপছাড়া
পুনশ্চ
সেঁজুতি
8790. 'ভানুসিংহ ঠাকুরের পদাবলি'র ভাষা-
সৌরসেনী অপভ্রংশ
ব্রজবুলি
বঙ্গকামরূপী
বঙ্গভাষা
8791. রবীন্দ্রনাথের 'সোনার তরী' কোন ছন্দে রচিত?
স্বরবৃত্ত
মন্দাক্রান্তা
অক্ষরবৃত্ত
মাত্রাবৃত্ত
8792. 'ভানুসিংহ ঠাকুরের পদাবলি' এর রচিয়তা কে?
ভানু বন্দোপাধ্যায়
ভারতচন্দ্র
রবীন্দ্রনাথ ঠাকুর
চণ্ডীদাস
8793. 'খেয়া' রবীন্দ্রনাথের একটি-
নাটক
গল্পগ্রন্থ
কাব্যগ্রন্থ
প্রবন্ধ
8794. কোনটি কাব্যগ্রন্থ?
কড়ি ও কোমল
কবি-কাহিনী
শেষ লেখা
শেষের পরিচয়
8795. রবীন্দ্রনাথের 'পুনশ্চ' কোন ধরনের গ্রন্থ?
কাব্যগ্রন্থ
উপন্যাস
নাটক
প্রহসন
8796. রবীন্দ্রনাথ ঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-
ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে
প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী
ভাঙ্গার পরেই গড়ার কাজ শুরু হয়
8797. 'সঞ্চয়িতা' কোন কবির কাব্য সংকলন?
কাজী নজরুল ইসলাম
জীবনানন্দ দাশ
রবীন্দ্রনাথ ঠাকুর
বিষ্ণু দে
8798. স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ্য করে রবীন্দ্রনাথ রচনা করেন-
স্মরণ
নৈবেদ্য
উৎসর্গ
খেয়া
8799. রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি?
পরিশেষ
জন্মদিনে
শেষ লেখা
পুনশ্চ
8800. 'সোনার তরী' কাব্যের লেখক কে?
কাজী নজরুল ইসলাম
কায়কোবাদ
রবীন্দ্রনাথ ঠাকুর
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়