Image
MCQ
8741. রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
একরাত্রি
ক্ষুধিত পাষাণ
নষ্টনীড়
মধ্যবর্তিনী
8742. কোন উপন্যাসটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
শেষের কবিতা
বিষের বাঁশি
চোখের বালি
বৌঠাকুরানীর হাট
8743. 'জীবনস্মৃতি' কার রচনা?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রবীন্দ্রনাথ ঠাকুর
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
রোকেয়া সাখাওয়াত হোসেন
8744. 'রক্তকরবী' ও 'রক্তাক্ত প্রান্তর' লিখেছেন যথাক্রমে-
মুনীর চৌধুরী ও জহির রায়হান
রবীন্দ্রনাথ ঠাকুর ও মুনীর চৌধুরী
জহির রায়হান ও শহীদুল্লা কায়সার
মুনীর চৌধুরী ও রবীন্দ্রনাথ ঠাকুর
8745. 'চতুরঙ্গ' গ্রন্থটি কার রচিত?
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
বলাইচাঁদ মুখোপাধ্যায়
দীনবন্ধু মিত্র
রবীন্দ্রনাথ ঠাকুর
8746. 'নৌকাডুবি' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি?
গল্প
নাটক
উপন্যাস
প্রবন্ধ
8747. 'দেনাপাওনা' উপন্যাস ও 'দেনাপাওনা' ছোটগল্পের লেখক যথাক্রমে-
রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
অবনীন্দ্রনাথ ঠাকুর ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর
8748. যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে?
হৈমন্তী
কোরবানী
বিলাসী
মহেশ
8749. 'চতুরঙ্গ' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ?
নাটক
প্রবন্ধ
উপন্যাস
কাব্য
8750. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম ছোটগল্প কোনটি?
ভিখারিণী
সমাপ্তি
ছুটি
অপরিচিতা
8751. 'ছিন্নপত্র' এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা?
ইন্দিরা দেবী
কাদম্বরী দেবী
মৃণালিনী দেবী
মৈত্রেয়ী দেবী
8752. 'পঞ্চভূত' কার লেখা-
কাজী নজরুল ইসলাম
রবীন্দ্রনাথ ঠাকুর
শামসুর রাহমান
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
8753. 'দেনা-পাওনা' গল্পটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রমথ চৌধুরী
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সৈয়দ মুজতবা আলী
8754. গল্পগুচ্ছের লেখক কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
সুনীল গঙ্গোপাধ্যায়
বীরবল সৈয়দ
মুজতবা আলী
8755. বাংলা সাহিত্যর প্রথম সার্থক ছোটগল্পকার হলেন-
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রমথ চৌধুরী
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সৈয়দ ওয়ালীউল্লাহ
8756. 'কালান্তর' শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
প্রমথ চৌধুরী
রবীন্দ্রনাথ ঠাকুর
8757. কোনটি রবীন্দ্রনাথের রচনা?
চতুর্দশী
চতুষ্কোণ
চতুরঙ্গ
চতুষ্পাঠী
8758. 'ছিন্নপত্র' রচনাটি কোন শ্রেণির?
ছোটগল্প
আত্মকথন
নাটক
রম্যরচনা
8759. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ-
য়ুরোপ প্রবাসীর পত্র
জাপান যাত্রীর পত্র
ঘুরোপ যাত্রীর ডায়ারি
জাভা যাত্রীর পত্র
8760. নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা?
ক্ষুধিত পাষাণ
মাস্টার মশায়
একটি তুলসী গাছের কাহিনী
পদ্মগোখরা