Image
MCQ
8761. 'গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়'। উদ্ধৃত বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শেষের কবিতা' উপন্যাসের কোন চরিত্রের বক্তব্য?
অমিত রায়
শোভন লাল
লাবণ্য
কেতকী
8762. 'ঘরে-বাইরে' উপন্যাসের মূল উপজীব্য হলো-
ব্রিটিশ ভারতের রাজনীতি
ইতিহাস
প্রেম-ভালবাসা
জমিদার-প্রজার কাহিনী
8763. 'শেষের কবিতা' রবীন্দ্রনাথের রচিত-
উপন্যাসের নাম
কবিতার নাম
গল্প সংকলনের নাম
নাটকের নাম
8764. রবীন্দ্রনাথের বিখ্যাত 'শা-জাহান' কবিতাটি তার কোন কাব্যে স্থান পেয়েছে?
ক্ষণিকা
বলাকা
চিত্রা
মানসী
8765. 'ঘরে-বাইরে' উপন্যাসটি কার লেখা?
আলাওল
মোতাহার হোসেন
দীন মহম্মদ
রবীন্দ্রনাথ ঠাকুর
8766. 'গোরা' উপন্যাসের লেখক কে?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মানিক বন্দ্যোপাধ্যায়
রমেশচন্দ্র সেন
রবীন্দ্রনাথ ঠাকুর
8767. বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা '১৪০০ সাল' এর রচয়িতা কে?
কাজী নজরুল
জীবনানন্দ দাশ
রবীন্দ্রনাথ ঠাকুর
গোলাম মোস্তফা
8768. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস?
গোরা
শেষের কবিতা
নৌকাডুবি
চোখের বালি
8769. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস-
চোখের বালি
শেষের পাতা
বৌঠাকুরানীর হাট
গোরা
8770. রবীন্দ্রনাথ ঠাকুর মানবজীবনের সাথে কোনটির তুলনা করেছেন?
নদী
পথ
বৃক্ষ
পাহাড়
8771. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি উপন্যাস?
শেষের কবিতা
ডাকঘর
বলাকা
কালান্তর
8772. 'বাংলার মাটি বাংলার জল' সনেটটি কার রচনা?
অতুলপ্রসাদ সেন
দ্বিজেন্দ্রলাল রায়
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
8773. নিচের কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম?
কবি
জীবনের জলছবি
ছবি
কাঠ কয়লার ছবি
8774. রবীন্দ্রনাথ ঠাকুরের 'ঊর্বশী' কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
ক্ষণিকা
বলাকা
চিত্রা
সোনার তরী
8775. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর?
গণদেবতা
বিষবৃক্ষ
আরণ্যক
ঘরে-বাইরে
8776. 'বিদায় অভিশাপ' কবিতাটি কার লেখা?
রবীন্দ্রনাথ ঠাকুর
মাইকেল মধুসূদন দত্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
8777. 'শেষের কবিতা' কে লিখেছেন?
সেলিনা হোসেন
রবীন্দ্রনাথ ঠাকুর
চন্দ্রাবতী
জীবনানন্দ দাশ
8778. শেষের কবিতা' কী?
কাব্য
গীতিকবিতা
কাব্যোপন্যাস
উপন্যাস
8779. নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
সোনার তরী
চিত্রা
বলাকা
নৌকাডুবি
8780. রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষের কবিতা' উপন্যাসে কোন ভাষাবিদের নাম পাওয়া যায়?
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
সুকুমার সেন
হরপ্রসাদ শাস্ত্রী
পবিত্র সরকার