English MCQ
3381. Choose the opposite words Relentless:
Kind
Yielding
Gentle
Sensitive
ব্যাখ্যা: Hints: Relentless (নির্মম; নির্দয় অবিশ্রান্ত)-এর বিপরীত শব্দ হলো yielding (একরোখা নয় এমন)
3382. The word 'mandatory' means-
preference
optional
choiceable
obligatory
ব্যাখ্যা: Hints: Mandatory' শব্দের অর্থ 'বাধ্যতামূলক'। প্রদত্ত চারটি options-এর মধ্যে preference অর্থ পক্ষপাত, optional অর্থ ঐচ্ছিক, choiceable এর অর্থ অনুমেয় এবং cbligatory অর্থ বাধ্যতামূলক। সুতরাং Mandatory' শব্দের অর্থ obligatory
3383. Choose the opposite words ACUTE:
Sharp
Critical
Dull
Sensitive
ব্যাখ্যা: Hints: Acute (তীক্ষ্ণ; কিপ্র; সৃক্ষ)-এর বিপরীত dull (স্কুল বুদ্ধি; নিবেধি)। তাছাড়া sharp অর্থ তীক্ষ্ণ, critical অর্থ জটিল আর sensitite অর্থ সংবেদনশীল, সুবেদী।
3384. Choose the synonymous words Opulent-:
hard-working
rich
obscure
comfortable
ব্যাখ্যা: Hints: Opulent (ধনী; বিত্তবান, প্রবলভাবে বৃদ্ধিশীল)-এর সমার্থক শব্দ rich। এছাড়া hard- working অর্থ কঠোর পরিশ্রমী, obscure অর্থ অন্ধকারময়; গুপ্ত আর comfortable অর্থ আরামদায়ক।
3385. Choose the opposite words VOLUNTARY:
Ordered
Alternative
Essential
Compulsory
ব্যাখ্যা: Hints: Voluntary (স্বেচ্ছাপ্রণোদিত, স্বেচ্ছাপ্রবৃত্ত)-এর বিপরীত শব্দ compulsory (বাধ্যতামূলক)।
3386. The word 'slump' is the antonym of-
growth
roession
depression
decline
ব্যাখ্যা: Hints: Slump শব্দের অর্থ বাণিজ্যিক কাজকর্ম ইত্যাদির সামগ্রিক মন্দাভাব বা ব্যবসা সংক্রান্ত মন্দা যার বিপরীত শব্দ growth (ক্রমবৃদ্ধি, বিকাশ, উন্নতি)। Option-এর বাকি তিনটি শব্দ recession, depression এবং decline যাদের অর্থ যথাক্রমে ব্যবসা ও শিল্পোৎপাদনে শ্লথগতি, মন্দা অবস্থা এবং পড়তি যা প্রদত্ত শব্দটির সমার্থক।
3387. What is the antonym of the word 'ignorance?
Light
Knowledge
Wisdom
Wise
ব্যাখ্যা: Hints: প্রদত্ত চারটি option-এর মধ্যে Wisdom অর্থ বিজ্ঞতা/পাণ্ডিত্য, Wie অর্থ জ্ঞানী, Light অর্থ আলো এবং Knowledge অর্থ জ্ঞান। কিন্তু এখানে সঠিক উত্তর Wiadom
3388. Choose the opposite words ORNERY:
Straight-Forward
Easy
Complex
Plain
ব্যাখ্যা: Hints: Ornery অর্থ বশে আনা কঠিন এমন বা রগচটা আর easy অর্থ যন্ত্রণা, ঝঞ্ঝাট বা উদ্বেগ থেকে মুক্ত; শান্তিপূর্ণ। সুতরাং শব্দ দুটি বিপরীত অর্থবোধক।
3389. Choose the opposite words AFFLUENCE:
Poverty
Continuance
Diffidence
Insurance
ব্যাখ্যা: Hints: Affluence (প্রাচুর্য)-এর বিপরীত শব্দ poverty (দারিদ্র্য)। তাছাড়া continuance অর্থ স্থায়িত্বকাল, diffidence অর্থ আত্মপ্রত্যয়হীন, অবিশ্বাস আর Insurance অর্থ বিমা।
3390. He is extremely INTELLIGENT but proud.
arrogant
weak
dull
ignorant
ব্যাখ্যা: Hints: Intelligent (বুদ্ধিমান; মেধাবী; বিচক্ষণ)-এর বিপরীত শব্দ dull (স্থলবুদ্ধি; নির্বোধ)। তাছাড়া arrogant অর্থ উদ্ধত, weak অর্থ দুর্বল
3391. The word 'Colossal' is synonymous with-
Enormous
Overwhelming
extraordinary
wonderful
ব্যাখ্যা: Hints: Colossal এবং marmous শব্দ দুটির অর্থ একই। এ শব্দ দুটির অর্থ বিশাল বা বৃহদাকার। অন্যদিকে overwhelming অর্থ নিমজ্জিত করে এমন, extraordinary অর্থ অসাধারণ আর twotulerful অর্থ চমৎকার।
3392. The word 'obtrusive' is synonymous with the word --
conspicuous
unlikely
unimpressive
unforeseen
ব্যাখ্যা: Hints: Obtrusive এবং conspicuous অর্থ সহজে দেখা যায় এমন; দর্শনীয়। তাছাড়া unlikely অর্থ অসম্ভাব্য, unimpressive অর্থ আকর্ষণীয় নয় এমন আর unforeseen অর্থ অপ্রত্যাশিত।
3393. The word 'manifestation' means
Presentation
Right
Change
sign
ব্যাখ্যা: Hints: Manifestation, শব্দের অর্থ প্রদর্শন, Preantation অর্থ প্রদর্শন/ উপস্থাপনright অর্থ অধিকার, change অর্থ পরিবর্তন এবং sign অর্থ প্রতীকী চিহ্ন বা বস্তু। সুতরাং Manifestation অর্থ presentation।
3394. Choose the opposite words :Virtue
Fool
Untrue
Defeat
Vice
ব্যাখ্যা: Hints: Virtue (গুণ; সদগুণ) এর বিপরীত শব্দ waz যার অর্থ পাপ: দোষ: খুঁত; অনাচার। তাছাড়া option-এর বাকি তিনটি শব্দের অর্থ যথাক্রমে untrue অর্থ অসত্য, dejent অর্থ ত্রুটি আর fool অর্থ বোকা।
3395. 'Cartel' is synonymous with-
Conspiracy
merger
association
conglomerate
ব্যাখ্যা: Hints: Cartel (উৎপাদন, বিপণন, মূল্য ইত্যাদি নিয়ন্ত্রণ করতে ব্যবসায়ী, উৎপাদনকারী প্রভৃতির জোট)-এর সমার্থক শব্দ conglomerate (বহুসংখ্যক বাণিজ্য প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বৃহৎ কর্পোরেশন)। অন্যদিকে conspiracy অর্থ ষড়যন্ত্র, merger অর্থ অন্য কিছুতে অন্তর্ভুক্ত আর association অর্থ সমিতি; সংসদ।
3396. The word 'pesticide' means-
Insecticide
raticide
matricide
fracticcide
3397. Choose the opposite words Assent:
Confusion
Separation
Self-interest
Dissent
ব্যাখ্যা: Hints: Assent অর্থ সম্মতি; সংসদে গৃহীত কোনো বিলের প্রতি রাষ্ট্রপতির অনুমোদন; প্রতিগ্রহ। আর dissent অর্থ ভিন্নমতের প্রকাশ; মতদ্বৈধ। অন্যদিকে separation অর্থ বিচ্ছেদ, self-interest অর্থ ব্যক্তি স্বার্থ আর confusion অর্থ দ্বিধা।
3398. Choose the opposite words Hostility:
Relationship
Partnership
Friendship
Enmity
ব্যাখ্যা: Hints: Hostility (বৈরিতা, শত্রুতা, বিপক্ষতা) এর বিপরীত শব্দ friendship (বন্ধুত্ব, মৈত্রী)। তাছাড়া partnership ডঃ দৈারিত্ব, enmity অর্থ শত্রুতা আর relationship অর্থ আত্মীয়তা; অন্তরঙ্গতা।
3399. Choose the opposite words Evasive:
Unclear
Explicit
Categorical
Indefinite
ব্যাখ্যা: Hints: Evasive আর Explicit শব্দ দুটি পরস্পর বিপরীত কারণ mate অর্থ এড়িয়ে চলতে সচেষ্ট; ছলনাময়: ক্ষতিকর; সৎ নয় এমন আর explicit অর্থ পরিষ্কার ও পরিপূর্ণভাবে প্রকাশিত; সুনির্দিষ্ট।
3400. The word 'amortization' is the antonym of ---
full payback at a time
payback in installments
write-off
amicable settlement
ব্যাখ্যা: Hints: Amortization অর্থ দীর্ঘদিন ধরে নিয়মিত অর্থ প্রদানের মাধ্যমে ঋণ পরিশোধকরণ। আর বিপরীত শব্দ হলো full payback at a time (এককালীন পূর্ণ পরিশোধকরণ)।