EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

English MCQ
3401. What type of man is quite the opposite type of 'Supercilious?
Affable
Haughty
Disdainful
Wicked
ব্যাখ্যা: Hints: Supercilious-অবজ্ঞামিশ্রিত, ঔদাসীন্য। এ শব্দটির opposite বা বিপরীত শব্দ Affable- অমায়িক, শিষ্টাচারী ও বন্ধুভাবাপন্ন। উল্লেখ্য, Haughty-অহংকারী; Disdainful-ঘৃণ্য এবং Wicked-মন্দ/অসৎ/পাজি।
3402. Choose the correct synonym for 'Extempore'-
Planned
Improvise
Imunediate
Impromptu
ব্যাখ্যা: Hints: Extempore অর্থ পূর্বচিন্তা বা পূর্বপ্রস্তুতি ছাড়া। যার synonym বা সমার্থক শব্দ হচ্ছে Impromtu। উল্লেখ্য, planned পরিকল্পিত; Improvise প্রয়োজনের সময়ে হাতের কাছে যা পাওয়া যায় তাই দিয়ে কিছু করা; Imunedante তাৎক্ষণিক।
3403. The past form of 'seek' is -
seeked
searched
sorted
sought
ব্যাখ্যা: Seek (খোঁজা, অন্বেষণ করা)-এর past form এবং past participle হলো sought।
3404. Pick the word that is synonymous with 'authoritarian'.
autocratic
senior
elderly
potential
ব্যাখ্যা: Hints: Autocratic অর্থ স্বৈরশাসক, senior অর্থ বয়োজ্যেষ্ঠ, elderly অর্থ প্রবীণ এবং potential অর্থ সম্ভাবনাময়ী। Authoritarian শব্দের অর্থ কর্তৃত্ববাদী বা কর্তৃত্বপরায়ণ, যা mutocratic শব্দের অনুরূপ হয়।
3405. What is the synonym of the word 'homogeneous'?
Heterogeneous
Scrambled
Similar
Mote
ব্যাখ্যা: Hints: Homogeneous শব্দের অর্থ একই রকম বা একই শ্রেণির। সেক্ষেত্রে সঠিক উত্তর Similar। অন্য তিনটি options-এর মধ্যে Heterogeneous অর্থ বিষমজাতীয়, scrambled অর্থ বেয়ে ওঠা, Mote অর্থ ধূলিকণা।
3407. What is the antonym of the word 'eminent'?
sad
famous
happy
unknown
ব্যাখ্যা: Hints: Entinent-বিখ্যাত। অপশনগুলোর মধ্যে, famous বিখ্যাত, sad দুঃখিত, happy-সুখী, unknonon-অপরিচিত। সুতরাং অর্থের দিক থেকে eminent ও unknoton শব্দদ্বয় বিপরীতার্থক।
3408. Gentle এর বিপরীত কোনটি?
Shrewd
Naive
Rude
Harsh
ব্যাখ্যা: Hints: Gentle অর্থ-ভদ্র। অপশনগুলোর মধ্যে skrecod- চতুর, natue- সহজ সরল, rtale - অভদ্র, harsh - কর্কশ। সুতরাং gentle-এর সঠিক antonym-rude।
3409. Apu -in London because his wife is posted there.
Live
lives
lived
living
ব্যাখ্যা: Because দ্বারা যুক্ত দুটি clause-এর একটি present tense-এ হলে অপরটিও present tense-এ হবে। আর subject third person singular number হওয়ায় শূন্যস্থানে lives বসবে।
3410. The opposite word of 'sluggish'-
Animated
Dull
Heavy
Slow
ব্যাখ্যা: Hints: প্রদত্ত বাক্যে 'sluggish' শব্দের অর্থ অলস। চারটি options-এর মধ্যে animated এর অর্থ জীবন্ত বা প্রাণবস্ত; dull অর্থ একঘেয়ে বা নীরস; heavy অর্থ ভারী এবং slow অর্থ স্থির। সুতরাং 'sluggish' শব্দের opposite word 'animated"।
3411. The antonym of the word 'unique' is
popular
common
distinctive
deciduous
ব্যাখ্যা: Hints: Unique অনুপম/অসাধারণ/অতুলনীয় এবং এ শব্দটির বিপরীত বা antonym হচ্ছে- Common সাধারণ (Popular জনপ্রিয়; distinctive স্বত; deciduous প্রতি বছর পাতা ঝরে যায় এমন/ পর্ণমোচী।
3412. The synonym of the word 'huge is
sanctified
tiny
colossal
momentary
ব্যাখ্যা: Hints: Huge-বিশাল; Sanctified-পবিত্র; tiny- ছোট; colossal বিশাল; momentary ক্ষণস্থায়ী।
3413. Which is the antonym of 'malicious?
resentful
rancorous
envious
pleasing
3414. The Antonym of 'obsolete'
venerable
modern
out of date
antiquated
ব্যাখ্যা: Hints: 'Obsolete' শব্দের অর্থ সেকেলে। প্রদত্ত চারটি options-এর মধ্যে venerable, out of date এবং antiquated-এর অর্থও সেকেলে। শুধু modern শব্দটির অর্থ আধুনিক।তাই 'obsolete' শব্দের antonym হলো modern।
3415. I-ready for two hours when he told me that he was not going to the party.
was
were
have been
had been
ব্যাখ্যা: বাক্যে for two hours থাকায় শূন্যস্থানে past perfect tense যুক্ত অংশ লাগবে। Had been যোগে প্রদত্ত বাক্যের অর্থ আমি দুই ঘণ্টা ধরে প্রস্তুত ছিলাম যখন সে আমাকে বলল যে সে পার্টিতে যাচ্ছে না।
3416. It-raining since the moring.
has been
had been raining
was
were
ব্যাখ্যা: কোনো কাজ অতীতের কোনো সময় থেকে শুরু হয়ে এখনো চলছে বুঝালে তা present perfect continuous tense-এ হয়। এ sentence-এ নির্দিষ্ট সময়ের পূর্বে since এবং ব্যাপ্তি সময়ের পূর্বে for বসে।
3417. The antonym of the word 'Benign' is-
Beginning
Peaceful
Blessed
Malignant
ব্যাখ্যা: Hints: Benign সময়/নম/শান্ত/অনুকূল ইত্যাদি। অন্যদিকে legmning--শুরু, Peaceful-শান্তিপূর্ণ এবং lineal অর্থ 'পবিত্র বা মহিমান্বিত, Malignant-ক্ষতিকর বা অপকারী।
3418. The past participle of 'bear' is -
bore
borne
bored
borned
ব্যাখ্যা: Bear শব্দটির অর্থ-বহন করা। শব্দটির past form এবং past participle form হলো যথাক্রমে bore এবং borne। সুতরাং borne হলো সঠিক উত্তর।
3419. The verb 'succumb ' means-
Achieve
submit
win
conquer
ব্যাখ্যা: Hints: 'Succumb' শব্দের অর্থ নতি ্বীকার করা। Submit শব্দের অর্থ নতি বা বশ্যতা স্বীকার করা। অন্য তিনটি শব্দ achieve অর্থ অর্জন করাwin অর্থ জয়লাভ করা এবং conquer অর্থ জয়লাভ করা। সুতরাং Submit-ই হলো সঠিক উত্তর।
3420. Where when you met him?
does he live
was he living
was he live
is he living