ব্যাখ্যা: Before conjunction দ্বারা দুটি clause যুক্ত হলে একটি past tense-এ আর অপর clauseটি past perfect tense-এ হবে। সুতরাং সঠিক expression টি হলো had started .
ব্যাখ্যা: Hypothesis' Singular number। এর অর্থ প্রস্তাব বা অনুমান। এর plural হলো hypothesises | Media-এর singular medium, Agenda ও Syllabi-এর singular যথাক্রমে agendum syllabus
ব্যাখ্যা: যেসব word-এর singular এবং plural একই (যেমন: sheep, fish) সেসব word -কে zero plural marker বলে। এসব word-এর শেষে s/es যুক্ত হয় না। সুতরাং সঠিক উত্তর canon, যার singular এবং plural form একই।
3149. 'She has been reading the book since morning.' This is an example of -
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে plural noun হলো diagnoses, যার singular form হলো diagnosis (রোগ নির্ণয়)। অন্যদিকে option-এর বাকি শব্দগুলো singular যাদের plural form যথাক্রমে crises, geese এবং classes।
ব্যাখ্যা: Split (ভেঙে টুকরো হওয়া বা টুকরো করা)-এর past farm বা past participle একই অর্থাৎ split Split শব্দটিকে past form এবং past participle form করতে রূপের পরিবর্তন করতে হয় না।
ব্যাখ্যা: Option-গুলোর মধ্য plural form হলো phenomena, যার singular form হলো phenomenon। তাছাড়া datum এবং criterion-এর plural form যথাক্রমে data এবং criteria |
ব্যাখ্যা: Interrogative বাক্যের ক্ষেত্রে auxiliary verb টি sub-এর পূর্বে বসে আর present indefinite tense-এর ক্ষেত্রে do বা does এবং verb-এর base form বসে। সুতরাং শূন্যস্থানের জন্য যথাযথ expression হলো does the train leave .
ব্যাখ্যা: বাক্যে yesterday থাকার কারণে বাক্যটি past indefinite tense-এ হবে। আর meet verb-এর past form হলো met। সুতরাং বাক্যে met বসবে আর বাক্যটির বাংলা হবে: আমি গতকাল তার সাথে সাক্ষাত করলাম
ব্যাখ্যা: After দ্বারা দুটি clause যুক্ত থাকলে after-এর পরের clauseটি past perfect আর অপর clauselt past indefinite tense এ হয়। সুতরাং শূন্যস্থানে জন্য past perfect tense had stopped বসবে।