EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
3141. The plural of 'Spectrum' is-
Spectra
Spikes
Spectrums
Species
ব্যাখ্যা: Singular noun 'Spectrum (বর্ণচ্ছটা বার্ণালি)-এর plural number হলো spectra
3142. Which one is the singular form of the word 'Alumni'?
Alumnae
Alumnies
Alumnis
Alumnus
ব্যাখ্যা: Alumni (স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী)-এর singular form হলো alumnusi 05. Which is the plural form of the word 'mouse'?
3143. The examination - before I reached the hall.
has started
did start
had started
had been started
ব্যাখ্যা: Before conjunction দ্বারা দুটি clause যুক্ত হলে একটি past tense-এ আর অপর clauseটি past perfect tense-এ হবে। সুতরাং সঠিক expression টি হলো had started .
3144. Which is the past form of the verb 'wring'?
wrong
wrag
wrung
wringed.
ব্যাখ্যা: Wring (মোচড়ানো; ঘোরানো; পাকানো) verbটির past form এবং past participle form উভয়ই wrung!
3145. The past participle form of the verb 'spread' is -
spreaded
spreaden
spread
spreadened
ব্যাখ্যা: Spread (মেলে দেয়া; মেলে ধরা)-এর past form এবং past participle form হলো spread!
3146. Which is in singular number?
Hypothesis
Media
Agenda
Syllabi
ব্যাখ্যা: Hypothesis' Singular number। এর অর্থ প্রস্তাব বা অনুমান। এর plural হলো hypothesises | Media-এর singular medium, Agenda ও Syllabi-এর singular যথাক্রমে agendum syllabus
3147. The plural number of 'index' is-.
indexis
indix
ndexus
iindices
ব্যাখ্যা: Index শব্দটির শেষে ex থাকায় plural করতে ex-এর স্থলে ices যোগ করতে হবে। সুতরাং সঠিক plural form হলো indices!
3148. The 'zero plural marker' is used in-
canon
mouse
medium
physics
ব্যাখ্যা: যেসব word-এর singular এবং plural একই (যেমন: sheep, fish) সেসব word -কে zero plural marker বলে। এসব word-এর শেষে s/es যুক্ত হয় না। সুতরাং সঠিক উত্তর canon, যার singular এবং plural form একই।
3149. 'She has been reading the book since morning.' This is an example of -
past perfect tense
present continuous tense
present perfect tense
present perfect continuous tense
ব্যাখ্যা: Sub + have/has + been + verb + ing + since/for + time হলো present perfect continuous tense-এর structure। সুতরাং প্রদত্ত বাক্যটি present perfect continuous tense-এর উদাহরণ।
3150. Which noun is in plural form?
diagnoses
crisis
goose
class
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে plural noun হলো diagnoses, যার singular form হলো diagnosis (রোগ নির্ণয়)। অন্যদিকে option-এর বাকি শব্দগুলো singular যাদের plural form যথাক্রমে crises, geese এবং classes।
3151. The tense of a verb is mainly related to -
noun
degree
quantity
time
ব্যাখ্যা: Tense শব্দের অর্থ কাল বা সময়। ক্রিয়ার কাল বা tense মূলত সময়ের সাথে সম্পর্কিত। ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে বলে কাল (tense) বা সময়।
3152. What is the past participle form of 'Split'?
spoilt
spoiled
split
splitted
ব্যাখ্যা: Split (ভেঙে টুকরো হওয়া বা টুকরো করা)-এর past farm বা past participle একই অর্থাৎ split Split শব্দটিকে past form এবং past participle form করতে রূপের পরিবর্তন করতে হয় না।
3153. The plural form of 'Genus' is-
geniuses
genera
genesis
generous
ব্যাখ্যা: Genus অর্থ প্রাণী বা উদ্ভিদের 'গণ' যার plural হলো genera (Genus Species মিলিয়ে প্রাণী ও উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখা হয়।
3154. Which of the following is a plural form?
datum
phenomena
phenomenon
criterion
ব্যাখ্যা: Option-গুলোর মধ্য plural form হলো phenomena, যার singular form হলো phenomenon। তাছাড়া datum এবং criterion-এর plural form যথাক্রমে data এবং criteria |
3155. Which one is plural?
Actress
News
Princes
Princess
ব্যাখ্যা: Option গুলোর মধ্যে plural শব্দটি হলো princes, যার singular হলো prince (রাজকুমার)। অন্য শব্দগুলো singular number
3156. What time-?
does the train leave
the train is leaving
the train leaves
leaves the train
ব্যাখ্যা: Interrogative বাক্যের ক্ষেত্রে auxiliary verb টি sub-এর পূর্বে বসে আর present indefinite tense-এর ক্ষেত্রে do বা does এবং verb-এর base form বসে। সুতরাং শূন্যস্থানের জন্য যথাযথ expression হলো does the train leave .
3157. Correct Plural form of Half is:
Halfs
Halffs
Halve
Halves
ব্যাখ্যা: Half-এর শেষে থাকায় plural করার সময় -এর স্থলে বসে এবং তারপর ও যোগ করতে হয়। সুতরাং half এর plural form halves!
3158. . Plural of 'stimulus' is-
stimuli
stimuluses
stimilie
stimulies
ব্যাখ্যা: Stimulus (কর্মপ্রেরণাদায়ক বস্তু বা বিষয়: উদ্দীপক)-এর plural form হলো stimuli
3159. I- him yesterday.
met
have met
had met
would meet
ব্যাখ্যা: বাক্যে yesterday থাকার কারণে বাক্যটি past indefinite tense-এ হবে। আর meet verb-এর past form হলো met। সুতরাং বাক্যে met বসবে আর বাক্যটির বাংলা হবে: আমি গতকাল তার সাথে সাক্ষাত করলাম
3160. I came home after the rain -
stopped
stop
was stop
had stopped
ব্যাখ্যা: After দ্বারা দুটি clause যুক্ত থাকলে after-এর পরের clauseটি past perfect আর অপর clauselt past indefinite tense এ হয়। সুতরাং শূন্যস্থানে জন্য past perfect tense had stopped বসবে।