Image
MCQ
23861. পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০১৯) সামরিক বিমান হামলা পরিচালনা করে?
এবোটাবাদ
বালাকোট
কোয়েটা
গিলগিট
23862. জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?
১৯৪৮
১৯৫৬
১৯৪৫
2000
23863. সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়েছে?
সেপ্টেম্বর ২০১৮
মার্চ ২০১৯
ফেব্রুয়ারি ২০১৯
ডিসেম্বর ২০১৮
23864. মিনস্ক নিচের কোন দেশের রাজধানী?
তাজাকিস্তান
আজারবাইজান
পর্তুগাল
বেলারুশ
23865. যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?
ফ্লোরিডা
হাইতি
কিউবা
জ্যামাইকা
23866. নিচের কোন দেশে ২০২২ সালের G-২০ বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে?
ইতালি
যুক্তরাষ্ট্র
ভারত
ব্রাজিল
23867. জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
১৯৭৯ সালে
১৯৮২ সালে
১৯৮৩ সালে
১৯৯৮ সালে
23868. শ্রীলংকার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হয়েছে?
ত্রিঙ্কোমালী
হাম্বানটোটা
গগল বন্দর
পোর্ট অব কলম্বো
23869. 'বিজেতা' এর বিপরীত শব্দ কোনটি? পূবালী ব্যাংক লি. সিনিয়র অফিসার/অফিসার। ১৬/ ক)
বিজ্ঞ
বিজন
বিজিত
বাহ্য
23870. 'বঙ্কিম' এর বিপরীত শব্দ- সোনালী ব্যাংক সিনিয়র অফিসার। ১৪)
রক্তিম
ক্লেদাক্ত
বাঁকা
23871. বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন (ডিসেম্বর, ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়?
কাটোউইস, পোল্যান্ড
প্যারিস, ফ্রান্স
রোম, ইতালি
বেইজিং, চীন
23872. উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়?
ময়মনসিংহ গীতিকা
ইউসুফ জুলেখা
পদ্মাবতী
লাইলী মজনু
23873. 'দ্যা আইডিয়া অব জাস্টিস'-গ্রন্থের রচয়িতা কে?
মার্থা ন্যুসবাম
জোসেফ স্টিগলিটজ
অমর্ত্য সেন
ঘজন রাউলস
23874. 'বিদিত' শব্দের বিপরীত শব্দ কোনটি? প্রাথমিক সহকারী শিক্ষক:১৫]
অজ্ঞাত
গৃহীত
বিদীর্ণ
বিসর্জন
23875. চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
ইথিওপিয়া
জাম্বিয়া
লাইবেরিয়া
জিবুতি
23876. টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা (The 2030 Agenda for Sustainable Development)- তে কয়টি লক্ষ্য (goal) রয়েছে?
১৫
১৭
২১
২৭
23877. Sunshine Policy-এর সাথে কোন দুটি দেশ জড়িত?
চীন, রাশিয়া
উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
জাপান, থাইল্যান্ড
তাইওয়ান, হংকং
23878. উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?
কাহ্নপাদ
লুইপাদ
শান্তিপাদ
রমনীপাদ
23879. 'V20' গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
কৃষি উন্নয়ন
জলবায়ু পরিবর্তন
দারিদ্র্য বিমোচন
ঘবিনিয়োগ সম্পর্কিত
23880. BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে-
New Development Bank (NDB)
BRICS Development Bank (BDB)
Economic Development Bank (EDB)
International Commercial Bank (ICB)