MCQ
23881. 'প্রচ্ছন্ন' শব্দের বিপরীতার্থক শব্দ- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা: ২২/বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন অফিসার: ১১।
ব্যক্ত
আগমন
বিষণ্ণ
আরম্ভ
23882. 'বিধি' এর বিপরীত শব্দ কোনটি? রূপালি ব্যাংকের সিনিয়র অফিসার:১৯/
নিয়ম
অনিয়ম
প্রথা
নিষেধ
23883. 'জোছনা' কোন শ্রেণির শব্দ?
যৌগিক
তৎসম
দেশি
অর্ধ-তৎসম
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে বলে অর্ধ-তৎসম শব্দ। যেমন- জোছনা, ছেরাদ্দ, গিন্নি, বোষ্টম, কুচ্ছিত-এ শব্দগুলো যথাক্রমে সংস্কৃত জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত শব্দ থেকে আগত। যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, তাদেরকে তৎসম শব্দ বলে। যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি। বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত আছে। এসব শব্দকে দেশি বলা হয়। যেমন কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি ইত্যাদি। যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে। যেমন- গায়ক, কর্তব্য, বাবুয়ানা, মধুর, দৌহিত্র, চিকামারা ইত্যাদি।
23884. 'বিনীত' এর বিপরীতার্থক শব্দ কী? পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার (ক্যাশ): ১১/ বাংলাদেশ কৃষি ব্যাংক সহকারী অফিসার: ০৭]
অবিনীত
দুর্বিনীত
অভদ্র
অবিনত
23885. 'ঊর্ণনাভ' শব্দটি দিয়ে বুঝায়-
টিকটিকি
তেলেপোকা
উইপোকা
মাকড়সা
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ঊর্ণনাভ সংস্কৃত শব্দ, বিশেষ্য পদ, অর্থ মাকড়সা। 'ঊর্ণনাভ যে সূত্র দিয়া জাল প্রস্তুত করে ...।' -অক্ষয়কুমার দত্ত। টিকটিকি শব্দটি আলংকারিক অর্থে গোয়েন্দা বোঝায়। আরশোলার প্রতিশব্দ তেলাপোকা। বল্মীক অর্থ উইপোকা।
23886. অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়-
বেতসবৃত্তি
পতঙ্গবৃত্তি
জলৌকাবৃত্তি
কুম্ভিলকবৃত্তি
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: যে ব্যক্তি অন্যের রচনার ভাব বা ভাষা নিজের নামে চালায় তাকে কুম্ভিলক বলে। কুম্ভিলক-এর
ইংরেজি পরিভাষা plagiarist । অন্যের রচনা থেকে চুরি করাকে তাই এককথায় বলে কুলিকবৃত্তি।
23887. 'নির্মল' এর বিপরীতার্থক শব্দ কোনটি? এনএসআই এর ডেসপাচ রাইডার। ২১/ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী পরিচালক: ২০০
প্রফুল্ল
বিশুদ্ধ
পঙ্কিল
কোনোটিই নয়
23888. 'সর্বাঙ্গীণ' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-
সর্বঙ্গ + ঈন
সর্ব + অঙ্গীন
সর্ব + ঙ্গীন
সর্বাঙ্গ + ঈন
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: ঈন্ প্রত্যয়যোগে গঠিত শব্দ – সর্বাঙ্গ + ঈন্ন্ = সর্বাঙ্গীণ, কুল + ঈন্ = কুলীন, সমকাল + ঈন্ = সমকালীন, সর্বজন + ঈন্ = সর্বজনীন।
23889. . কোনটি শুদ্ধ বানান?
প্রজ্বল
প্রোজ্জল
প্রোজ্জ্বল
প্রোজ্জ্বল
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: সংস্কৃত বিশেষণ পদ প্র+ উজ্জ্বল প্রোজ্জ্বল অর্থ বিশেষভাবে উজ্জ্বল।
23890. চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে?
খ্রিস্টধর্ম
প্যাগনিজম
জৈনধর্ম
বৌদ্ধধর্ম
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদে বৌদ্ধধর্মের তত্ত্বকথা বিধৃত হয়েছে। চর্যাপদের মাধ্যমে বৌদ্ধ সিদ্ধাচার্যেরা গোপন তত্ত্বদর্শন ও ধর্মচর্চাকে বাহ্যিক প্রতীকের সাহায্যে ব্যক্ত করেছেন। বৌদ্ধধর্মের মহাযান শাখা কালক্রমে যেসব উপশাখায় বিভক্ত হয়েছিল তারই বজ্রযানের সাধনপ্রণালী ও তত্ত্ব এতে বিধৃত করা হয়েছে।
23891. . 'দুষ্কৃতি' এর বিপরীতার্থক শব্দ কী? (প্রাথমিক প্রধান শিক্ষক। ০৯/
সৎ
ধার্মিক
সদয়
সুকৃতি
23892. 'দ্যুলোক' শব্দের বিপরীত শব্দ কোনটি? তিতাস গ্যাস কো. লি. ডেপুটি ইঞ্জিনিয়ার। ১১/
ভূলোক
লোক
কালো
দিবালোক
23893. 'তুরা' এর বিপরীত শব্দ- (জীবন বীমা কর্পোরেশনের অফিস সহকারী: ২১/ পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার: ১৬/
বিলম্ব
তাৎক্ষণিক
তাড়াতাড়ি
অপেক্ষা
23894. 'নিমগ্ন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? [জনতা ব্যাংক লি. সিনিয়র অফিসার (আইটি): ১৬/ প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১৩)
উদাসীন
জাগরিত
অপকর্ষ
নিস্তেজ
23895. 'প্রাচী' শব্দের বিপরীত শব্দ কোনটি? (৮ম বিজেএস: ১৩।
প্রীতীচী
প্রতীচী
প্রতিচী
প্রীতিচি
23896. 'বিরক্ত' শব্দের বিপরীত অর্থ কী? (জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল): ১৫/ পূবালী ব্যাংক লি. জুনিয়র অফিসার: ১২]
আদর
অন্ত
অনুরক্ত
অনুজ
23897. 'নন্দিত' এর বিপরীতার্থক শব্দ কোনটি? (ঔষধ প্রশাসন অধিদপ্তরের অফিস সহায়ক: ২২/ কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রধান সহকারী: ২১/
বিষণ্ণ
বিষাদ
প্রচ্ছন্ন
নিন্দিত
23898. 'দেউড়ি' শব্দের বিপরীত শব্দ- রূপালী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১৩/
বাতায়ন
গবাক্ষ
অলিন্দ
খিড়কি
23899. . 'জিজীবিষা' শব্দটি দিয়ে বোঝায়-
জয়ের ইচ্ছা
হত্যার ইচ্ছা
বেঁচে থাকার ইচ্ছা
শোনার ইচ্ছা
Job Preparation
Civil Engineering
Civil MCQ
BCS
BCS Question
Himalay Sen Sir
৪০ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন
ব্যাখ্যা: এককথায় প্রকাশ : বেঁচে থাকার ইচ্ছা—জিজীবিষা। জয়ের ইচ্ছা—জিগীষা। হনন
(হত্যা) করার ইচ্ছা-জিঘাংসা ।
23900. 'প্রসন্ন' এর বিপরীতার্থক শব্দ- বন অধিদপ্তরের বন প্রহরী: ২৩/ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিনটেনডেন্ট: ১৯/
বিপন্ন
আসন্ন
প্রতিপন্ন
বিষণ্ণ