MCQ
2381. গাড়িতে ডিস্ট্রিবিউটার শ্যাফ্ট চালানো হয় কীভাবে?
ক্যামশ্যাফট দিয়ে
ক্র্যাঙ্কশ্যাফট দিয়ে
ইঞ্জিনের ফ্লাইহুইল থেকে চেইন দিয়ে
ইলেকট্রিক মোটর দিয়ে
2382. ম্যাগনেটো ইগনিশন সিস্টেমে বিদ্যুতের উৎস হিসেবে ব্যবহার করা হয়?
ব্যাটারি
ম্যাগনেটো
ডায়নামো
জেনারেটর
2383. আনুভূমিক ইঞ্জিনে সিলিন্ডারের ভেতর পিস্টনের মাথা সর্বাধিক যে অবস্থানে পৌঁছাতে পারে, তাকে -- বলে।
স্ট্রোক
বিডিসি
টিডিসি
আইডিসি
কোনোটিই নয়
2384. ইঞ্জিনের রানিং তাপমাত্রা-
180° F হতে 200° F
280° F হতে 300° F
280° F হতে 350° F
380° F হতে 400° F
2385. চার স্টোক স্পার্ক ইগনিশন ইঞ্জিন আবিষ্কার করেন কে?
জেমস্ ওয়াট
মি. অটো
রুডলফ ডিজেল
ফ্রেন্সম্যান
2386. পেট্রোল ইঞ্জিনের নির্গত (Exhaust) গ্যাসে কী থাকে?
পেট্রোল ও পানির বাষ্প
কার্বন ডাই-অক্সাইড ও পানি
পানি ও কার্বন মনোক্সাইড
উপরের সবগুলোই সঠিক
2387. ফ্লাইহুইল সাধারণত ইঞ্জিনের কোথায় থাকে?
সামনে
পিছনে
মধ্যে
নিচে
2388. অটোমোবাইল নয় কোনটি?
Motor cycle
Passenger car
Aeroplane
Truck
2389. গ্রিজ কোন প্রকারের লুব্রিক্যান্টস?
কঠিন
অর্ধ-কঠিন
তরল
হেভি
2390. ইগনিশন কয়েলে ওয়েন্ডিং থাকে কতটি?
একটি
দুইটি
তিনটি
কোনো ওয়েল্ডিং থাকে না
2391. কোন ইঞ্জিনের যান্ত্রিক দক্ষতা বেশি?
৪-স্ট্রোক
২-স্ট্রোক
৬-স্ট্রোক
সবগুলো
2392. রোটর স্পার্ক প্লাগে সরবরাহ করে-
প্রাইমারি ভোল্টেজ
সেকেন্ডারি ভোল্টেজ
ব্যাটারি ভোল্টেজ
লো-ভোল্টেজ
2393. নিম্নের কোনটি ভ্যাকুয়াম অ্যাডভান্সের মেকানিজমের অংশ?
কন্ডেন্সার
ওয়েট
ক্যাম
ডায়াফ্রেম
2394. কোন ইঞ্জিনে স্পার্ক প্লাগ ব্যবহার করা হয়?
স্টিম ইঞ্জিন
পেট্রোল ইঞ্জিন
ডিজেল ইঞ্জিন
রেলওয়ে ইঞ্জিন
2395. পেট্রোল ইঞ্জিনে Knock কমানো যায় কীভাবে?
বাতাস ও জ্বালানির অনুপাত পরিবর্তন করে
সংনমনের অনুপাত (Compression ratio) কমিয়ে
নির্গত (Exhaust) গ্যাসের তাপমাত্রা কমিয়ে
উপরের সবগুলোই সঠিক
2396. Environment friendliness বিবেচনায় সর্বোত্তম জ্বালানি কোনটি?
কাঠ
মিথেন
কেরোসিন
হাইড্রোজেন
2397. আইসি ইঞ্জিনের প্রধান নিশ্চল অঙ্গসমূহ হচ্ছে --।
কানেক্টিং রড
ভালভ ও ভালভ মেকানিজম
ক্র্যাঙ্ককেস
ক্র্যাঙ্কশ্যাফট
কোনোটিই নয়
2398. জ্বালানির প্রধান উপাদান কোনটি?
সালফার ও কার্বন
হাইড্রোজেন ও অক্সিজেন
কার্বন ও হাইড্রোজেন
অক্সিজেন ও কার্বন
2399. মিস্টার অটো কোন সালে চার স্ট্রোক স্পার্ক ইগনিশন ইঞ্জিন আবিষ্কার করেন?
১৮৭৬ সালে
১৭৮৬ সালে
১৮৬৭ সালে
১৬৮৭ সালে
2400. ক্র্যাঙ্কশ্যাফট দু'বার ঘূর্ণন করলে ক্যামশ্যাফটের আনুপাতিক ঘূর্ণন-
1:1
2:1
2:3
1:4