MCQ
26041. সিলেটের বালির FM কত?
২.০১
২.৮৭
২.৫৯
২.৫০
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিলেটের বালি= 2.50-2.60 FM.
26042. পোর্টল্যান্ড সিমেন্টে সিলিকার পরিমাণ-
২২%
২০%
২১%
২৫%
26043. ১০ মিটার দৈর্ঘ্যের একটি Simiply supported beam-এর ঠিক মধ্যখানে একটি 10kN concentrated load প্রয়োগ করলে সর্বোচ্চ Bending moment কত হবে? [BPSC-22]
100 kN-m
50 kN-m
25 kN-m
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যা: Bending moment, M =PL/4=(10x10)/4 =25 kN-m
26044. A ও B বালির নমুনায় ফাইননেস মডুলাস যথাক্রমে ২.৮ এবং ২.২০। AB মিশ্রিত বালির FM ২.৫০ পাওয়া গেল। মিশ্রণে A:B সমান কত?
১:২
১:১.৫
১:১
১:২.৫
ব্যাখ্যা: ব্যাখ্যা:
R =( Fa-Fcom)/ (Fcom-Fb)=
(২.৮-২.৫০)/(২.৫০-২.২০)= 1
R:1 =1:1 (Ans.)
26045. Binding materials কোনটি?
Sand
Cement
Khoa
Rod
26046. প্রমাণ বালি কী?
Sieve No. 18 দিয়ে অতিক্রান্ত এবং Sieve No. 20-এ ধারণকৃত বালি
Sieve No. 16 দিয়ে অতিক্রান্ত এবং Sieve No. 25-এ ধারণকৃত বালি
Sieve No. 16 দিয়ে অতিক্রান্ত এবং Sieve No. 20-এ ধারণকৃত বালি
Sieve No. 18 দিয়ে অতিক্রান্ত এবং Sieve No. 25-এ ধারণকৃত বালি
26047. যমুনা সেতু নির্মাণে বাংলাদেশের কোন অঞ্চলের বালি ব্যবহৃত হয়েছে?
রাজশাহী
টাঙ্গাইল
গোমতী নদীর
সিলেটের বালি
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিলেটের বালি= 2.50-2.60 FM.
26048. Shear force diagram linear হলে Moment diagram কী হবে? [BPSC-22]
Linear
1st order parabola
Second order parabola
Cubical
26049. Hook's Law-এর বৈধতা থাকে- [BPSC-20, BREB-23]
Yield point
Elastic limit
Plastic limit
Breaking point পর্যন্ত
ব্যাখ্যা: ব্যাখ্যা: ইংরেজ পদার্থবিজ্ঞানী রবার্ট হুক (১৬৩৫-১৭০৩) বস্তুর স্থিতিস্থাপকতার একটি বিশেষ ধর্ম ১৬৭৬ সালে সূত্রের মাধ্যমে পত্রিকায় প্রকাশ করেন। এই সূত্র হুকের সূত্র নামে পরিচিত। সূত্রটি হলো- স্থিতিস্থাপক সীমার (Elastic limit) মধ্যে বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক।
26050. সিমেন্টের উপাদানে রাসায়নিক পদার্থ জিপসাম (CaSO4.2H₂O) কী কাজে ব্যবহৃত হয়?
সিমেন্টের জমাটবদ্ধ হওয়ার সময় নিয়ন্ত্রণ
সিমেন্টের Setting action মন্থর করতে
সিমেন্টের Setting time বৃদ্ধি করতে
উপরের সবগুলো
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিমেন্টে জিপসামের পরিমাণ যত কম হবে এটি
তত দ্রুত জমাটবদ্ধ হবে, তাই সিমেন্ট জমাটবদ্ধতা গতি মন্থরের জন্য জিপসাম ব্যবহার করা হয়। সিমেন্টের Setting action মন্থর করে Setting time বৃদ্ধি করা এর প্রধান কাজ।
26051. বালিতে ৪% থেকে ৫% পানি থাকলে কত (%) আয়তন স্ফীতি হয়?
২০% থেকে ৩০%
২০% থেকে ২৫%
২৫% থেকে ৩০%
২০% থেকে ১৫%
26052. স্টিলের Young's modulus of elasticity হবে- [MOLE-19, BB-21]
150 kN/mm²
250 kN/mm²
200 kN/mm²
275 kN/mm²
ব্যাখ্যা: ব্যাখ্যা: স্টিলের স্থিতিস্থাপক গুণাঙ্ক, E = থেকে 215Gpa বা 215 kN/mm² 200 Gpa বা 200 kN/mm² কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক, E = 30 Gpa বা 20 kN/mm² থেকে 60 Gpa.
26053. Moment of Inertia-এর একক হলো- [TTC-21; BADC-22]
mm^4
mm^3
mm^2
mm^5
ব্যাখ্যা: ব্যাখ্যা: মোমেন্ট অব ইনার্শিয়া (Moment of inertia): কোনো ক্ষেত্রের প্রতিটি ক্ষুদ্র ক্ষেত্রফল এবং নির্দিষ্ট অক্ষ হতে এদের
দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে ঐ ক্ষেত্রের মোমেন্ট অব
ইনার্শিয়া বলে। ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করে
মোমেন্ট অব ইনার্শিয়ার একক নিম্নরূপ-
(ক) ক্ষেত্রফল বর্গমিটার এবং দূরত্ব মিটার হলে মোমেন্ট অব ইনার্শিয়ার একক (মিটার)^4' বা ' m^4
(খ) ক্ষেত্রফল বর্গ সেমি এবং দূরত্ব সেমি হলে মোমেন্ট অব ইনার্শিয়ার একক (সেমি)^4 বা (cm)^4
(গ) ক্ষেত্রফল বর্গ মিমি এবং দূরত্ব মিমি হলে মোমেন্ট অব ইনার্শিয়ার একক = (মিমি)^4 বা (mm)^4
(ঘ) ক্ষেত্রফল বর্গফুট এবং দূরত্ব ফুট হলে মোমেন্ট অব ইনার্শিয়ার একক = (ফুট)^4 বা (ft)^4
26054. সিমেন্টের খনিজ উপাদানের ট্রাই ক্যালসিয়াম সিলিকেটের শতকরা পরিমাণ-
৫০%
৫৫%
৪৫%
৬০%
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিমেন্টের খনিজ উপাদান-
(i) ট্রাই ক্যালসিয়াম সিলিকেট- 3CaO. SiO₂-C₂S 50%
(ii) ডাই ক্যালসিয়াম সিলিকেট- 2CaO.SiO₂-C₂S 25%
(iii) ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট- 3CaO. Al₂O₃ 10%
(iv) ট্রোটা ক্যালসিয়াম অ্যালুমিনেট সিলিকেট- 4CaO.Al2O3. Fe2O3 10%
v) ক্যালসিয়াম সালফেট-CaSO4 3%
(vi) অন্যান্য যৌগ- 2%
মোট = 100%
26055. এক ইঞ্চিতে কত সেন্টিমিটার?[BPSC-22]
২ সেমি
৩ সেমি
২.৫৪ সেমি
৩.৩০ সেমি
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১ ফুট = ১২ ইঞ্চি এবং ১ ইঞ্চি = ২.৫৪ সেমি।
26056. সিমেন্টের খনিজ উপাদানে ক্যালসিয়াম সালফেটের পরিমাণ কত?
৫%
8%
৮%
৩%
26057. দুটি বলের লব্ধি শূন্য হবে বল দুটি- [BADC-22]
পরস্পর সমান হলে
পরস্পর একই সরল রেখা বরাবর ক্রিয়া করলে
পরস্পর সমকোণে ক্রিয়া করলে
সমান ও বিপরীতমুখী হলে
26058. স্টেনসাইল বল প্রয়োগে যে গুণের জন্য পদার্থকে তারে রূপান্তরিত করা সম্ভব, তাকে বলে- [BADC-22]
প্লাস্টিসিটি
ইলাস্টিসিটি
ডাকটিলিটি
টাফনেস
ব্যাখ্যা: ব্যাখ্যা: ভঙ্গুরতা (Brittleness): বস্তুর যে গুণের জন্য এর উপর লোড প্রয়োগের ফলে উল্লেখযোগ্য বিকৃতি ছাড়াই ভেঙে যায়, তাকে বস্তুর ভঙ্গুরতা বলে। এটি টাফনেসের বিপরীত এবং এই গুণের অধিকারী বস্তুতে প্লাস্টিসিটি থাকে না। ঢালাইলোহা (Cast Iron), কাচ (Glass), ইট (Brick), কংক্রিট (Concrete) প্রভৃতি ভঙ্গুর পদার্থের উদাহরণ।
26059. একটি শ্যাফট 300 rpm-এ 5 kW পাওয়ার সঞ্চারিত করে। উক্ত শ্যাফটে আরোপিত টর্ক কত? [BADC-22]
149.15 N-m
169.15 N-m
159.15 N-m
129.15 N-m
ব্যাখ্যা: ব্যাখ্যা: আমরা জানি,
দেওয়া আছে,
P=2πNT
T=P/( 2πN)
Here, P=5*1000 w
N=300rpm=300/60 rps
26060. অর্ধগোলকে-এর ভূমি থেকে ভরকেন্দ্রের দূরত্ব- [DMLC-21]
3r/8
5r/8
8r/3
8r/5
ব্যাখ্যা: ব্যাখ্যা:
ভূমি বরাবর = 3r /8