Image
MCQ
26101. সিমেন্টের কোন পরীক্ষায় Vicat's Apparatus ব্যবহার করা হয়? [R&H-03]
Initial setting time
Final setting time
Normal consistency
উপরের সবগুলো
26102. Vicat's apparatus ব্যবহার করা হয়-[PWD-2000, 04]
প্রারম্ভিক জমাটবাঁধার সময় নির্ণয়ের জন্য
চূড়ান্ত জমাটবাঁধার সময় নির্ণয়ের জন্য
Normal consistancy নির্ণয়ের জন্য
উপরের সবগুলোর জন্য
26103. Timber seasoning করা হয় কেন? [R&H-03]
Timber-এর ওজন বৃদ্ধি করার জন্য
Timber-এর Strength বৃদ্ধির জন্য
উপরের সবগুলো
উপরের কোনোটিই নয়
26104. সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট তৈরিতে Clinker-এর সাথে জিপসাম সংমিশ্রণের কারণ- (PWD-04)
Setting time বৃদ্ধি করা
Setting time হ্রাস করা
Fineness বৃদ্ধি করা
সিমেন্টের মূল্য হ্রাস করা
26105. বোর্ডের পিঠে হট প্রেসিং পদ্ধতিতে ফরমিকা লাগাতে কত ডিগ্রি তাপমাত্রার দরকার?
৩০০°F
২০০°F
৩৫০°F
২৫০°F
26106. Cast iron-এর Percentage reduction-
শতকরা শূন্য ভাগ
শতকরা ১০ ভাগ
শতকরা ১৫ ভাগ
শতকরা ২০ ভাগ
26107. পোর্টল্যান্ড সিমেন্ট তৈরিতে প্রধান উপাদান কোনটি? [R&H-03]
ম্যাগনেশিয়াম অক্সাইড
আয়রন অক্সাইড
সালফার ট্রাই-অক্সাইড
ক্যালসিয়াম অক্সাইড
26108. Ferro cement-একপ্রকার- (PWD-04]
সাধারণ সিমেন্ট
বিশেষ সিমেন্ট
লৌহ
উপরের কোনোটিই নয়
26109. বাংলাদেশে কোন গ্যাস ক্ষেত্রে সর্বাধিক গ্যাস মজুদ আছে
তিতাস
হরিপুর
হবিগঞ্জ
বাখরাবাদ
26110. ইটের প্রধান দুটি উপাদান হচ্ছে--[R&H-03]
সিলিকা ও অ্যালুমিনা
আয়রন ও সিলিকা
সোডিয়াম ও আয়রন
ম্যাগনেশিয়াম ও সোডিয়াম
26111. এমআইটি শ্রেণিবিন্যাস (MIT Classification) অনুসারে সর্বোচ্চ কত মাপের মাটিকে বালি হিসাবে ধরা হয়?
২.০০ মিমি
০.০২ মিমি
০.২ মিমি
০.০০২ মিমি
26112. নিচের কোনটি শব্দশোষক সামগ্রী?
আন্তর করা ইটের দেয়াল
নিশ্চিদ্র দেয়াল
উড পার্টিক্যাল বোর্ড
ধাতুর পাতের প্রতিবন্ধক
26113. কোনটি থার্মোপ্লাস্টিক নয়?
এক্রিলিক
নাইলন
অ্যালকালি
পলিস্টারিন
26114. নিচের কোনটি পারমাণবিক জ্বালানির উৎস?
প্রাকৃতিক গ্যাস
কয়লা
প্রাকৃতিক তেল
থোরিয়াম
26115. All purpose wood নামে আখ্যায়িত- [R&11-01]
সেগুন
কাঁঠাল
শাল
জারুল
26116. সাধারণ পোর্টল্যান্ড সিমেন্টের Unit weight হচ্ছে- (PWD-04)
৭০ পাউন্ড/ঘনফুট
৮০ পাউন্ড/ঘনফুট
৯০ পাউন্ড/ঘনফুট
১০০ পাউন্ড/ঘনফুট
26117. Wall face-এর লম্বভাবে যে ইট গাঁথা হয়, তাকে বলা হয়-
Header
Course
Stretcher
Closer
26118. বালুর আপেক্ষিক গুরুত্বের সবচেয়ে নিকটতম মান হলো-
১.২
১.৫
২.০
২.৭
26119. তাপ ও শব্দ অন্তরক হিসাবে কোন বোর্ড ব্যবহৃত হয়?
সানবোর্ড
হার্ডবোর্ড
কর্কবোর্ড
লেমিনেটেড বোর্ড
26120. ইট মৃত্তিকার প্রধান উপাদান হচ্ছে- [R&H-01: PWD-04]
ক্যালসিয়াম
সিলিকা
অ্যালুমিনিয়াম
ম্যাগনেশিয়াম