MCQ
26081. ইটে ক্ষার থাকলে তা বাতাস হতে পানি শোষণ করে এবং- [PWD-2000]
ইটের ছিদ্রময়তা (Porosity) বৃদ্ধি করে
ইটের উপর পাউডার জমা করে
ইটকে দুর্বল করে
উপরের কোনোটিই নয়
26082. চারটি Sand samples A, B, C ও D-এর FM (Fineness modulus) যথাক্রমে ০.৪ 1.2, 1.8 এবং 2.3 হলে, সবচেয়ে মোটা (coarse) sand-হবে- [R&H-01]
Sample A-এর Sand
Sample B-এর Sand
Sample C-এর Sand
Sample D-এর Sand
ব্যাখ্যা: ব্যাখ্যা: Sand samples-এর FM যত বেশি হবে নমুনা বালি তত মোটা হবে।
26083. ইমারত, সেতু ও কালভার্ট নির্মাণে আমরা সাধারণত ব্যবহার করি- [R&H-01]
Alumina cement
Portland cement
Pozzolac cement
Slag cement
ব্যাখ্যা: ব্যাখ্যা: পোর্টল্যান্ড সিমেন্ট গুরুত্বপূর্ণ শক্তিশালী নির্মাণকাজে ব্যবহৃত হয়, যেমন- ইমারত, সেতু, কালভার্ট, পায়ার, লাইট হাউজ, সুউচ্চ টাওয়ার।
26084. সিমেন্টের Setting time যে জন্য অতি গুরুত্বপূর্ণ তা হলো- [PWD-2000]
Mixing of concrete
Placing of concrete
Compaction of concrete
উল্লিখিত সবগুলো
26085. ইটের উপাদানে অ্যালুমিনার পরিমাণ কত?
২৫%
৩৫%
২০%
৩০%
ব্যাখ্যা: ব্যাখ্যা: উৎকৃষ্ট মানের ইটে উপাদানের পরিমাণ-
(1) সিলিকা (SIO₂) 55%
(ii ) অ্যালুমিনা (Al2O3) 30%
( iii) আয়রন অক্সাইড (Fe2O3) 8%
(iv) ম্যাগনেশিয়া (MgO) 5%
( v) লাইম (CaO) 1%
(vi) জৈব পদার্থ 1%
মোট = 100%
26086. প্রকৌশল সামগ্রীর যান্ত্রিক ধর্ম কোনটি
ঘনত্ব
ক্ষারত্ব
প্রসার্যতা
তাপ পরিবাহিতা
ব্যাখ্যা: ব্যাখ্যা: যান্ত্রিক ধর্মাবলি: শক্তি, স্থিতিস্থাপকতা, নম্যতা, অনম্যতা, প্রসার্যতা, ভঙ্গুরতা, কাঠিন্য, ঘাতসহতা, মন্থর বিকৃতি।
26087. সর্বোচ্চ মজবুতির জন্য প্রতি ব্যাগ সিমেন্টের জন্য পানির প্রয়োজন- [R&H-01]
৪.৫ গ্যালন
৫.৫ গ্যালন
৬.৫ গ্যালন
৭.৫ গ্যালন
ব্যাখ্যা: ব্যাখ্যা: ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে 9 গ্যালন কিন্তু সর্বোচ্চ মজবুতির জন্য পানি লাগে 4.5 গ্যালন।
26088. Fineness modulus নির্ণয়ে সবচেয়ে সূক্ষ্ম যে চালুনি ব্যবহার হয়, তা হলো- [PWD-2000]
No. 50
No. 100
No. 200
No. 270
ব্যাখ্যা: ব্যাখ্যা: চালুনি নাম্বারগুলো হলো- #4, #8, #16, #30, #50, #100
26089. Lime concrete এবং Cement concrete-এর Curing time যথাক্রমে- [R&H-01]
১ সপ্তাহ/১ সপ্তাহ
২ সপ্তাহ/৪ সপ্তাহ
৩ সপ্তাহ/৩ সপ্তাহ
৪ সপ্তাহ/৪ সপ্তাহ
ব্যাখ্যা: ব্যাখ্যা: কংক্রিট ঢালাইয়ের ৬-২৪ ঘণ্টা পর থেকে কিউরিং করা দরকার। কমপক্ষে ৭ দিন কিউরিং করা উচিত। তবে ১৪-২৮ দিন পর্যন্ত কিউরিং করা উত্তম।
26090. নির্মাণ ব্যবস্থাপনার প্রধান কাজ হলো- হলো- [PWD-2000]
planning
controlling
organizing
all of the above
26091. শ্লেট কোন শ্রেণির পাথর?
আগ্নেয় পাথর
রূপান্তরিত পাথর
পাললিক পাথর
স্তরীভূত পাথর
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ কাদা পাথর বা শেল রূপান্তরিত হয়ে শ্লেট পাথরে পরিণত হয়।
26092. সাধারণভাবে ব্যবহৃত কাঠের মধ্যে সব থেকে বেশি ভারী- [R&H-01]
গামারি
গর্জন
পিংকাডো
শিলকড়ই
26093. পাথরে সচ্ছিদ্রতা ও শোষ্যতা পরীক্ষায় মোট পানি শোষ্যতার পরিমাণ-
(W1-W)*100/(W1-W2)
(W1+W)*100/(W1-W2)
(W1-W)*100/W
(W1+W)*100/W
26094. ভালো পাথর আর্দ্রতামুক্ত করার জন্য নির্মাণকাজের কত মাস আগে খোলা বাতাসে রাখতে হয়?
৩ থেকে ৬ মাস
৬ থেকে ৯ মাস
৫ থেকে ১২ মাস
৫ থেকে ৮ মাস
26095. শোষ্যতা পরিমাণ পাথরে আয়তনের (%)-
(W1+W)*100/(W1-W2)
W*100/(W1-W2)
(W1-W)*100/W
(W1-W)*100/(W1-W2)
26096. সুরকি কোন ধরনের অ্যাডমিক্সচার?
পাজোলান
রঞ্জক
বায়ু বন্ধক
ফুর ফিলার
26097. নিচের কোন সিমেন্ট ফোমিং এজেন্ট হিসাবে কাজ করে?
জিপসাম
চুন
রঞ্জক সামগ্রী
প্রাকৃতিক রঞ্জন
26098. Portland cement-এর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান- [R&H-01]
Calcium Aluminoferrite
Tri-Calcium Silicate
Di-Calcium Silicate
Tri-Calcium Aluminate
ব্যাখ্যা: ব্যাখ্যা: Portland cement-এ ব্যবহৃত উপাদানের পরিমাণ-
ট্রাই-ক্যালসিয়াম সিলিকেট-50%
ডাই-ক্যালসিয়াম সিলিকেট-25%
ট্রাই-ক্যালসিয়াম অ্যালুমিনেট-10%
টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট-10%
ক্যালসিয়াম সালফেট-3%
অন্যান্য যৌগ-2%
26099. কোন পাথর থেকে মার্বেল পাথর তৈরি হয়?
চুনাপাথর
বেলেপাথর
গ্রানাইট পাথর
ল্যাটারাইট পাথর
ব্যাখ্যা: ব্যাখ্যা: চুনাপাথর বা ডোলোসাইট শিলা রূপান্তরিত হয়ে মার্বেল পাথরের সৃষ্টি হয়।
26100. উত্তম ইট তৈরির প্রভাব বিস্তারকারী বিষয় কয়টি?
৫টি
৬টি
৪টি
৮টি
ব্যাখ্যা: ব্যাখ্যা: উত্তম ইট তৈরির প্রভাব বিস্তারকারী বিষয় ৫টি, যথা-
(i) ইটে ব্যবহৃত কাদার রাসায়নিক ধর্মের উপর
(ii) ইটের কাদা প্রস্তুতকরণের উপর
( iii) শুকনো পদ্ধতির উপর
( iv) পোড়ানোর সময়ের তাপমাত্রার উপর
(v) পোড়ানোর সময় চুল্লিতে বায়ু প্রবেশের পরিমাণের উপর