ব্যাখ্যা: ব্যাখ্যা: ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে ১৯৫৩ সালে মুনীর চৌধুরী 'কবর' নাটকটি রচনা করেন। তাঁর অন্যান্য নাটক হলো- চিঠি, দত্তকারণ্য ইত্যাদি।
ব্যাখ্যা: নোটঃ পল্লী কবি জসীমউদ্দীনের কাব্য হলো "মা যে জননী কান্দে"। তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ হলো- রাখালী, বালুচর, ধানক্ষেত ইত্যাদি। সোনালী কাবিন আল মাহমুদের কাব্যগ্রন্থ। রাত্রিশেষ আহসান হাবীবের কাব্যগ্রন্থ।
9055. 'সত্য কথা না বলে বিপদে পড়েছি' কোন ধরনের বাক্য?
ব্যাখ্যা: ব্যাখ্যা: উনসত্তরের গণঅভ্যুত্থান নিয়ে রচিত উপন্যাস 'চিলেকোঠার সেপাই' আখতারুজ্জামান ইলিয়াস রচিত। উপন্যাসটি ১৯৮৭ সালে প্রকাশিত। তেভাগা আন্দোলন নিয়ে তাঁর আরেকটি উপন্যাস 'খোয়াবনামা'।
9058. 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই'- কার উক্তি?