ব্যাখ্যা: ব্যাখ্যা: 'ঝরাপালক' কাব্যগ্রন্থটি জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ। তিনি তিমির হরণের কবি, রূপসী বাংলার কবি নামে পরিচিত। তাঁর কয়েকটি গ্রন্থ হলো- ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, সাতটি তারার তিমির।
9070. Concrete-এর Workability পরীক্ষা করার জন্য কোন Test করা হয়?
ব্যাখ্যা: ব্যাখ্যা: কংক্রিটের মিশ্রণ একরকম হওয়া উচিত, যাতে একে সহজে নাড়াচাড়া ও ফর্মের মধ্যে ঢালাই করা যায়। এ গুণাগুণকে কংক্রিটের কার্যোপযোগিতা বলে। এটি পানি-সিমেন্টের অনুপাতের উপর নির্ভর করে।
ব্যাখ্যা: ব্যাখ্যা: বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের রচনা। এটি ১৯২১ সালে প্রকাশিত। তাঁর অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা বিদ্রোহী। তাঁর অন্যান্য কবিতা প্রলয়োল্লাস, মানুষ, কুলি মজুর ইত্যাদি।
ব্যাখ্যা: ব্যাখ্যা: Mass Rapid Transit (দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা)-কে বলা হয় Metro-Rail। যানজট নিরসনের জন্য এবং দ্রুত একস্থান হতে অনাস্থানে যাতায়াতের জন্য Metro-Rail বাস্ত ব্যয়ন করা হচ্ছে।
ব্যাখ্যা: ব্যাখ্যা: চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। এটি ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাকার থেকে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। এতে ৫০টি পদ রয়েছে।