EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
2. একটি cantilever beam-এর এক প্রান্তে -মানের concentrated load আছে। এর সর্বোচ্চ deflection কত?
pL^3/2EI
pL^3/EI
pL^3/3EI
pL^3/4EI
5. একটি বস্তুর বাতাসে ওজন= 3kg, পানিতে ওজন = 2.5 kg হলে specific gravity কত?
1
4
6
5
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো পদার্থের ঘনত্বের সাথে পানির ঘনত্বের অনুপাতকে বাতাসে ওজন Specific gravity বলে। Specific gravity, (G)= বাতাসে ওজন পানিতে ওজন =3-25-6 (No unit)
7. Lateral এবং Linear strain এর অনুপাতকে কী বলে?
Bulk modulus
Modulus of elasticity
Poisson ratio
Modulus of toughness
9. কোন ধরনের aggregate ব্যবহার করলে workability ভালো পাওয়া যায়?
elongated
angular
rounded
সবগুলো
ব্যাখ্যা: ব্যাখ্যা: কংক্রিটের সর্বোত্তম কার্যোপযোগিতা পাওয়ার জন্য Aggregate-এর আকার গোলাকার (Rounded) হতে হবে।
10. নিম্নের কোন Grade-এর bitumen সবচেয়ে শক্ত?
30/40
80/100
60/70
100/120
ব্যাখ্যা: ব‍্যাখ্যা। বিটুমিনের গ্রেড ৩০/৪০ বুঝাতে পেনিট্রেশনের মান বুঝায়। গ্রেডের ভিত্তিতে বিটুমিনের অবস্থা জানা যায়। গ্রেডের মান যত কম হবে বিটুমিন তত শক্ত হবে
11. Concrete placing এবং compacting-এর সময় উপরিভাগে পানি উঠে গেলে তাকে কী বলে?
segregation
bulking
bleeding
creeping
ব্যাখ্যা: ব্যাখ্যা: কংক্রিট মিশ্রণে পানির পরিমাণ বেশি হলে কংক্রিট স্থাপনের সময় এর উপর পানি ভেসে উঠে, একে ব্লিডিং বলে। কংক্রিট নিচে দেবে যায় এবং পানি পৃষ্ঠতল বরাবর ভেসে উঠে।
16. Soil-এর uniformity coefficient-এর typical value কত হয়?
≥1
>1
0 থেকে। এর মধ্যে
কোনোটিই নয়
17. Surge Tank কী জন্য ব্যবহার করা হয়?
পানি জমিয়ে রাখার জন্য
Water Hammer যাতে না হয়
পানির গতিবেগ বাড়ানোর জন্য
Valve রক্ষা করার জন্য
ব্যাখ্যা: ব্যাখ্যা: Surge tank সাধারণত ব্যবহৃত হয় জলবিদ্যুৎ প্ল‍্যান্টে জা সরবরাহ ব্যবস্থায় চাপ নিউট্রাল করার জন্য। এটি পাইপের উচ্চ অভ্যন্তরীণ চাপ থেকে জলবাহী সিস্টেমকে রক্ষা করে, এমনকি চাপ ড্রপ অবস্থায় চাপ বাড়াতে এটি জল সঞ্চয় করে থাকে
18. Slab-এর ক্ষেত্রে কতটুকু Clear cover দিতে হয়?
bar dia অথবা 40 mm
bar dia অথবা 15 mm
bar dia + 15 mm
40 mm
20. Constant head permeameter দিয়ে কোন ধরনের Soil-এর permeability নির্ণয় করা হয়?
Coarse sand
fine sand
silt
clay