MCQ
2661. কোন Formula দিয়ে Fire demand হিসাব করা যায়?
Kuichling formula
Manning formula
Darcy-Weisbach
Chezy's formula
2662. Head loss-এর সঠিক ফর্মুলা কোনটি?
hL=f L^2/D. v^2/2g
hL=f L/D^2. v/2g
hL=4f L/D. v^2/2g
hL=f v^2/2g
2663. উপরোক্ত beam-এর সর্বোচ্চ bending moment কত?
wL^2/2
wL^2/4
wL^2/8
wL^2/16
2664. একটি নমুনা মৃত্তিকার জলীয়াংশের শতকরা হার = 45%, GS = 2.90 হলে নমুনাটির ভয়েড রেশিও কত?
0
1.305
1.0305
2.032
2665. Concrete এ Formwork কত দিন পর খুলে ফেলা যায়?
2-3
14
7
28
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: Concrete স্ট্রাকচারের সঠিক আকার প্রদান ও সঠিক জায়গায় ধরে রাখার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়, তাকে Formwork বলে। কলাম, বিম ও স্ল্যাবের ক্ষেত্রে Formwork সাধারণত ২ থেকে ৩ দিনের মধ্যে খুলে ফেলা হয়।
2666. Liquid limit নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়?
Pycnometer
Vicat apparatus
Casagrande apparatus
Proctor apparatus
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: সর্বাধিক যে পরিমাণ পানি মাত্রায় কোনো মৃত্তিকা প্লাস্টিক অবস্থা হতে তরল অবস্থায় যাওয়ার প্রবণতা দেখায়, ঐ পরিমাণ পানি মাত্রাকে ঐ মৃত্তিকার তারল্য সীমা বলা হয়। লিকুইড লিমিট বা তারল্য সীমা Casagrande apparatus দ্বারা নির্ণয় করা হয়।
2667. ব্যাসার্ধের বৃত্তাকার ক্ষেত্রের- centroidal axis বরাবর radius of gyration কত?
πr^4/4
πr^4/2
r/4
r/2
2668. V = (√s) Formulaটি কোনটি?
Chezy
Reynold's
Manning
Darcy
2669. Reynold's Number কত হলে flow turbulent হয়?
<2000
2000-4000
> 4000
<4000
2670. 'প্রোষিতভর্তৃকা' শব্দটির অর্থ কী?
ভর্ৎসনাপ্রাপ্ত তরুণী
যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে
ভূমিতে প্রোথিত তরুমূল
যে বিবাহিতা নারী পিত্রালয়ে অবস্থান করে
2671. Angle of internal friction = 30° হলে coefficient of active earth pressure = ?
3
1/3
1
1/2
2672. Cement-এর consistency test-এ কোনটি ব্যবহৃত হয়?
Casagrande apparatus
Vicat apparatus
UTM
Proctor apparatus
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: সিমেন্টের আদর্শ ঘনত্ব (Consistency) পরীক্ষা Vicat apparatus দ্বারা করা হয়। এই apparatus-এর vicar plunger যদি vicat থোল্ডের নিচ থেকে Sman হতে 7mun পর্যন্ত প্রবেশ করতে দেয়, তাহলে একে আদর্শ ঘনত্ব বলে।
2673. Effective size কোনটি?
D10
D30
D60
D90
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: কোনো মাটির কার্যকরী আকার (Effective size) এমন একটি আকার, যে আকারের চেয়ে ঐ মাটিতে 10% মাটিকণা সূক্ষ্ম এবং 90% মাটিকণা স্কুল। এ আকারকে দ্বারা প্রকাশ করা হয়।
2674. Pycnometer দিয়ে কী নির্ণয় করা হয়?
Sp. gravity
Voids Volume
Shear strength
Compressive strength
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
BPSC QUESTION
BPSC জবসল্যুশন
শ্রম পরিদর্শক,সেফটি (২২-১০-২০১৯)
সেফটি-২০১৯
ব্যাখ্যা: ব্যাখ্যা: যে-কোনো তরল পদার্থের Sp. gravity নির্ণয় করার জন্য Pycnometer ব্যবহার করা হয়।
2675. ইতিহাস রচনা করেন যিনি-
ঐতিহাসিকতা
ইতিহাস লেখক
ঐতিহাসিক
ইতিহাসবেত্তা
2676. Concrete-এর Workability কার সমানুপাতিক?
Agg-cement ratio
Agg grading
প্রস্তুতির সময়
সবগুলো
2677. Retaining wall design-4 Bearing capacity-র জন্য অন্তত কত Factor of Safety রাখা উচিত?
2
2.5
3
4
2678. জন্মহীন-মৃত্যুহীন-
আমৃত্যু
অজ
অজেয়
অয
2679. দুটি নলকূপের individual discharge যথাক্রমে Q, এবং Q. নলকূপ দুটির একত্রিত discharge কত হবে?
Q1+Q2
> (Q1+Q2)
< (Q1+Q₂)
কোনোটিই নয়
2680. beam-এর Free end এর rotation (slope) কত?
Pl^2/EI
Pl^2/2EI
Pl^2/3EI
Pl^2/4EI