Image
MCQ
2601. ক কথায় প্রকাশ করুন- 'যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না'।
দুর্গম
দুস্তর
দুর্জয়
দুর্লভ
2602. 'যিনি নৌকা চালান' এক কথায় প্রকাশ কী?
তাতি
জেলে
রাখাল
মাঝি
2604. Lateral এবং Linear strain এর অনুপাতকে কী বলে?
Bulk modulus
Modulus of elasticity
Poisson ratio
Modulus of toughness
2605. Soil-এর uniformity coefficient-এর typical value কত হয়?
≥1
>1
0 থেকে। এর মধ্যে
কোনোটিই নয়
2606. 'যার বসন আলগা' এর বাক্য সংকোচন?
আলগা বসনা
অসংবৃত
লজ্জাহীন
সংযুক্তহীনতা
2609. কোন ধরনের aggregate ব্যবহার করলে workability ভালো পাওয়া যায়?
elongated
angular
rounded
সবগুলো
2612. পরের অন্নে যে বেঁচে থাকে'- এর এক কথায় প্রকাশ কোনটি?
পরান্নজীবী
পরান্নভোজী
পরজীবী
পরাশ্রয়ী
2613. Slab-এর ক্ষেত্রে কতটুকু Clear cover দিতে হয়?
bar dia অথবা 40 mm
bar dia অথবা 15 mm
bar dia + 15 mm
40 mm
2614. Concrete placing এবং compacting-এর সময় উপরিভাগে পানি উঠে গেলে তাকে কী বলে?
segregation
bulking
bleeding
creeping
2615. একটি বস্তুর বাতাসে ওজন= 3kg, পানিতে ওজন = 2.5 kg হলে specific gravity কত?
1
4
6
5
2617. 'যার তুলনা নাই'- এক কথায় কী বলে?
অতুল্য
অতুলনীয়
তুলনাহীন
বৈতুল্য
2618. Surge Tank কী জন্য ব্যবহার করা হয়?
পানি জমিয়ে রাখার জন্য
Water Hammer যাতে না হয়
পানির গতিবেগ বাড়ানোর জন্য
Valve রক্ষা করার জন্য