Image
MCQ
2622. 'রাত্রিকালীন যুদ্ধকে' এক কথায় কী বলা হয়?
ভুজঙ্গ
নৈশরণ
জুগুন্স
সৌপ্তিক
2623. দুবার জন্মে যা-
দ্বিজন্ম
পুনর্জন্ম
দ্বৈত জন্ম
দ্বিজ
2625. 'অবিমৃষ্যকারী' কাকে বলে-
যে সর্বদা কুৎসা রটনা করে
যে আগে পিছে না ভেবে কাজ করে
যে সর্বদা বিষাদগ্রস্ত থাকে
যে অন্যের সৌভাগ্যে ঈর্ষাবোধ করে
2627. একটি cantilever beam-4 W-মানের uniformly distributed load আছে। এর সর্বোচ্চ deflection কত?
5WL^4/384EI
WL^4/8EI
WL^5/8EI
WL^5/48EI
2628. 'দিতে হবে' কে এক কথায় কী বলে?
ভূতপূর্ব
দেয়
জিতন্দ্রি
অনাদান্ত
2629. 'দিন ও রাত্রির সন্ধিক্ষণ' বাক্য সংকোচন বলা যায়-
পূর্বাহ্ন
মধ্যাহ্ন
সন্ধ্যা
গোধূলি
2631. 'যে আপনার রং লুকায়' তাকে এক কথায় কী বলে?
অদৃশ্য
বর্ণচোরা
ভূতপূর্ব
ফুলেল
2632. এক কথায় প্রকাশ করুন: 'যে নারীর হাসি সুন্দর'।
সুস্মিতা
সুহাসিনী
সুহাসি
সুচিস্মিতা
2633. 'বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে' এর এক কথায় প্রকাশ কি?
পরিবেদন
চিরকুমার
লবেজান
অভিসার
2634. এক কথায় প্রকাশ করুন: 'অনেক অভিজ্ঞতা আছে যার'।
দূরদর্শী
অভিজ্ঞ
বহুদর্শী
ত্রিকালজ্ঞ
2635. Constant head permeameter দিয়ে কোন ধরনের Soil-এর permeability নির্ণয় করা হয়?
Coarse sand
fine sand
silt
clay
2636. একটি পাত্রে 1m পানির উপর 50cm তেলের (sp. gravity= 0.8) স্তর আছে। পাত্রের তলদেশে চাপ কত?
4kN/m^2
10/m^2
12kN/m^2
14kN/m^2
2637. একটি cantilever beam-এর এক প্রান্তে -মানের concentrated load আছে। এর সর্বোচ্চ deflection কত?
pL^3/2EI
pL^3/EI
pL^3/3EI
pL^3/4EI
2638. 'রোদসী' শব্দটি দিয়ে বোঝায়-
রোদন করেছে যে
রোদেলা দিন
পৃথিবী ও স্বর্গ
আলোকোজ্জ্বল আকাশ
2639. প্রবেশ করার ইচ্ছাকে এককথায় কী বলা হয়?
বিবিক্ষা
বিবিক্ত
বিবাসন
বিবর্ধন
2640. 'প্রত্যুৎপন্নমতি' অর্থ-
অসম্ভব সুন্দরী
উপস্থিত বুদ্ধি আছে যার
ত্বরিৎ গতিতে কাজ করে যে
গোপনে কাজ করে যে